সাহিত্য একাডেমি পুরস্কার 2021 বিজয়ীদের তালিকা

সাহিত্য একাডেমি পুরস্কার 2021 বিজয়ীদের তালিকা

সাহিত্য একাডেমি পুরস্কার 2021 বিজয়ীদের তালিকা দেওয়া রইলো ।

ভাষাপুরস্কার প্রাপকবিভাগ
মালায়ালমজর্জ অনাক্কুরআত্মজীবনী
অসমীয়াঅনুরাধা শর্মা পুজারীউপন্যাস
ইংলিশনমিতা গোখলেউপন্যাস
নেপালীছবিলাল উপাধ্যায়এপিক পোয়েট্রি
উড়িয়ারুষিকেশ মল্লিককবিতা
কঙ্কনীসঞ্জীব ভেরেঙ্কারকবিতা
তেলেগুগরাটি ভেনকান্নাকবিতা
বোডোMwdai Gahaiকবিতা
রাজস্থানীমিথেশ নিরমোহীকবিতা
১০সংস্কৃতবিন্দেশ্বরীপ্রসাদ মিশ্রকবিতা
১১সিন্ধিঅর্জুন চাওলাকবিতা
১২ডোগরীরাজ রাহীছোটো গল্প
১৩পাঞ্জাবীখালিদ হুসাইনছোটো গল্প
১৪সাঁওতালিনিরঞ্জন হাঁসদাছোটো গল্প
১৫তামিলআম্বাইছোটোগল্প
১৬মারাঠীকিরণ গুরবছোটোগল্প
১৭কন্নড়ডি.এস. নাগাভূষণজীবনী
১৮বাংলাব্রাত্য বসুনাটক
১৯হিন্দিদয়া প্রকাশ সিনহানাটক
২০কাশ্মীরিওয়ালী মঃ আসির কাশ্তাবারীসমালোচনা
২২১ সালের সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকা

Note : ২০২১ সালে মোট ২০টি ভাষায় এখনো পর্যন্ত এই পুরস্কার দেওয়া হয়েছে। গুজরাটি, মনিপুরি, মৈথিলি এবং ঊর্দু ভাষার প্রাপকদের নাম পরে ঘোষণা করা হবে

এরকম আরও কিছু পোস্ট :

আব্দুল কালামের পুরস্কারের তালিকা

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বিজয়ীদের তালিকা

Scroll to Top