Mixed General Knowledge Set in Bengali
দেওয়া রইলো Mixed General Knowledge Set in Bengali এর ৩০ টি প্রশ্ন ও উত্তর ।
দেখে নাও : 200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners
1. নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়?(Group D Exam”12)
– বিউটেন
– মিথেন
– হিলিয়াম
– ইথিলিন
2. কতগুলি তৈলবীজ অনেকদিন ধরে রেখে দিলেও তাদের থেকে উৎপন্ন তেলের মানের কোনো পরিবর্তন হয় না, কারণ তার মধ্যে থাকে? (CC/TC Exam” 08)
– অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড
– ফ্যাট
– অ্যান্টিঅক্সিডেন্ট
– প্রোটিন
3. প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে যে প্রলেপ থাকে তা হলো?(ASM Exam” 09)
– আয়রন সালফেট
– আয়রন অক্সাইড
– ম্যাগনেসিয়াম অক্সাইড
– জিংক অক্সাইড
4. সরল দোলগতিতে কোন রাশিটি ধ্রুবক হিসেবে থাকে?(TC Exam” 09)
– পর্যায়কাল
– বিস্তার
– গতিশক্তি
– কৌণিক দূরত্ব
5. নিম্নলিখিত কোনটি বায়ুমণ্ডলের অবস্থিত? (ECRC Exam”08)
– সবগুলোই
– পারমাণবিক নাইট্রোজেন
– আণবিক নাইট্রোজেন
– নাইট্রোজেনের যৌগ
6. এন্টামিবা জিঞ্জিবালিস পাওয়া যায়?(ASM Exam” 11)
– ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র উভয়ই
– মুখগহ্বরের পশ্চাদবর্তী লতিতে
– বৃহদন্ত্রে
– ক্ষুদ্রান্তে
7. সঞ্চয়ী কোশে কোন ধাতু ব্যবহৃত হয়?(Jr. Clerk Exam” 09)
– জিংক
– সিসা
– তামা
– অ্যালুমিনিয়াম
8. AIDS রোগ প্রতিরোধের চেষ্টায় বহুল ব্যবহৃত ঔষধ হলো? (TC/CC Exam” 08)
– জিডোভুডিন
– ভিরাজোল
– মিকোনোজোল
– ননোক্সিনল 9
9. জমা জলে মশার উপদ্রব কমাতে কেরোসিন তেল ঢালা হয়, কারণ____? (TC/CC Exam” 10)
– এটি লার্ভাদের শ্বাসরোধ করে
– এটি মশাদের ক্ষেত্রে বিষ
– এটি মশা তাড়ায়
– এটি মশাদের প্রজনন প্রতিরোধ করে
দেখে নাও : সাধারণ জ্ঞানের ৩৩টি ছোট প্রশ্ন ও উত্তর – সেট ১৭
10. আলোর গতিবেগ, মাধ্যমের তাপমাত্রা বাড়লে?(TC Exam” 08)
– হ্রাস পায়
– একই থাকে
– বৃদ্ধি পায়
– দ্রুত কমে
11. সালফার ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে যে অ্যাসিড তৈরি করে তা হলো?(Group D Exam”12)
– সালফোনিক অ্যাসিড
– সালফিউরাস অ্যাসিড
– সালফিউরিক অ্যাসিড
– পাইরো সালফিউরিক অ্যাসিড
12. জিপসাম কোন ধাতুর আকরিক?(Asstt. Loco Pilot “13)
– আয়রন
– ক্যালসিয়াম
– ম্যাগনেসিয়াম
– সোডিয়াম
13. সম্পূর্ণ স্মৃতিভ্রম বলতে বোঝায়?(Jr. Acc. Asstt. Exam” 09)
– অ্যামনেশিয়া
– ট্রমা(Trauma)
– কোমা(Coma)
– কোনোটিই নয়
14. পরিবর্তী প্রবাহকে সমপ্রবাহে রূপান্তর করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তা হল?(ASM Exam” 08)
– ট্রান্সফর্মার
– রেক্টিফায়ার
– ইনভার্টার
– ট্রান্সমিটার
15. নিম্নলিখিতের মধ্যে কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়? (TC Exam” 09)
– নাইট্রোজেন
– হিলিয়াম
– নিয়ন
– হাইড্রোজেন
16. নিম্নলিখিত কোন হাড়টি মানুষের পা-এ অবস্থিত নয়?(Asstt. Loco Pilot” 13)
– ফিমার
– হিউমেরাস
– টিবিয়া
– ফিবিউলা
দেখে নাও : ৭৫ টি বাংলা সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর – সেট ১৩
17. মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি, তা হল? (ASM Exam” 08)
– ফ্যারাডের সূত্র
– বার্নোলির উপপাদ্য
– আর্কিমিডিসের নীতি
– পাস্কালের সূত্র
18. ভারী জলে উপস্থিত থাকে?(Jr. Clerk Exam” 09)
– অ্যালুমিনিয়াম
– সোডিয়াম
– ক্লোরিন
– ক্যালসিয়াম
19. ফ্যারাডে সূত্রের সঙ্গে সম্পর্কিত? (Jr. Clerk Exam” 09)
– তড়িৎ-এর উপর চৌম্বকের ক্রিয়া
– তড়িৎ চুম্বকীয় আবেশ
– তড়িৎ আবেশ
– তড়িৎ-এর উপর তাপের ক্রিয়া
20. আপেক্ষিক রোধের SI একক হলো?
– ওহম
– মো/মিটার
– ওহম.মিটার
– ওহম/মিটার
21. কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? (ASM Exam” 09)
– 300
– 290
– 30
– 310
দেখে নাও : জৈব রসায়নের ৫০টি প্রশ্ন ও উত্তর – Organic Chemistry
22. অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোশ হলো?(ECRC Exam” 11)
– লোহিত রক্তকণিকা
– নিউট্রোফিল
– লিম্ফোসাইট
– অনুচক্রিকা
23. মানবদেহের বৃহৎ পেশিটি রয়েছে?(Group D Exam” 12)
– পায়ে
– কোমরে
– হাতে
– ঘাড়ে
24. কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়ে থাকে? (Group D Exam”12)
– কলেরা
– টাইফয়েড
– ম্যালেরিয়া
– পীতজ্বর
25. বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ? (TC/CC Exam” 08)
– অতিরিক্ত চাপ
– পৃষ্ঠটান
– পীড়ন
– সান্দ্রতা
26. নিম্নলিখিত কোন অঙ্গের সঙ্গে ডায়াবেটিস রোগটি জড়িত?(ASM Exam” 08)
– অগ্নাশয়
– হৃদপিণ্ড
– যকৃত
– বৃক্ক
27. শুষ্ক কোশে সঞ্চিত শক্তিটি হলো?(Jr. Clerk Exam” 09)
– রাসায়নিক
– কোনোটিই নয়
– বৈদ্যুতিক
– তড়িৎ রাসায়নিক
28. লিগনাইট হলো এক ধরনের______? (Jr. Acc. Asstt. Exam” 09)
– চুনাপাথর
– লৌহ আকরিক
– তাম্র আকরিক
– কয়লা
29. ফলের অস্থায়ী পতনের ফলে কৃষিজ ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়। এই ঘটনাটি থামানো যায়?(TC/CC Exam” 08)
– সারের ব্যবহার বাড়িয়ে
– অক্সিন ছিটিয়ে
– খনিজের প্রাপ্যতা বাড়িয়ে
– পর্যাপ্ত পরিমাণে জলসেচের দ্বারা
30. তেলের প্রদীপের পলতের মাধ্যমে তেল ওপরে ওঠার কারণ?(ASM Exam” 08)
– ব্যাপনের কারণে
– অভিস্রবণের কারনে
– পৃষ্ঠটানের কারণে
– সান্দ্রতার কারণে
Comments are closed.