ভারতের প্রথম গাধা পার্ক – লেহ তে
লেহ তে তৈরি হচ্ছে ভারতের প্রথম গাধা পার্ক, যা তৈরি করছে দিল্লি-ভিত্তিক সামাজিক উদ্যোগ, ‘Organico‘।
গাধাকে একটি মজার প্রাণী হিসাবে দেখা হয়, যার ফলে প্রাণীটি বিভিন্ন ভাবে তাচ্ছিল্যের শিকার হয়। সমাজে গাধা সমন্ধে প্রচলিত আছে বিভিন্ন প্রকার ট্যাবু। তাছাড়া, মাল বহনের কাজে এদের প্রয়োজনীয়তা কমছে।
এইসমস্ত কারনে ভারতে গাধার সংখ্যা খুব দ্রুত কমছে। ২০১৯ সালে প্রকাশিত প্রাণিসম্পদ শুমারি অনুসারে, দেশের গাধার জনসংখ্যা ২০১২ সালে ছিল ৩.২ লক্ষ, যা ২০১৯ সালে কমে দাড়িয়েছে ১.২ লক্ষ। অর্থ্যাৎ মাত্র ৭ বছরে প্রাণীটির জনসংখ্যা কমেছে প্রায় ৬২ %।
এরকম চলতে থাকলে খুব শীঘ্রই এই প্রাণীটি অবলুপ্ত হয়ে যাবে। এমত অবস্থায় প্রজাতি টিকে বাঁচিয়ে রাখতে মানুষই একমাত্র ভরসা।