একনজরে সন্তোষ ট্রফি ২০২২
দেখে নেওয়া যাক সন্তোষ ট্রফি ২০২২ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
২০২২ সালে ১৬ এপ্রিল থেকে ২ মে অনুষ্ঠিত হয়ে গেল ২০২১-২২ সালের সন্তোষ ট্রফি টুর্নামেন্টের মূল খেলা। এবারের এই খেলায় কেরল পশ্চিমবঙ্গকে পরাজিত করে সপ্তমবারের জন্য চ্যাম্পিয়ন হল।
সন্তোষ ট্রফি ফুটবল খেলার সাথে সম্পর্কি। এটি সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। এটির আয়োজন করে থাকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
একনজরে এবারের সন্তোষ ট্রফি
একনজরে এবারের সন্তোষ ট্রফি সম্পর্কিত মূল তথ্যগুলি নিচে দেওয়া রইলো।
আয়োজক সংস্থা | AIFF |
খেলার তারিখ | ২১ নভেম্বর – ৫ ডিসেম্বর, ২০২১ (বাছাই পর্ব), ১৬ এপ্রিল – ২ মে, ২০২২ ( মূলপর্ব) |
মোট দল সংখ্যা | ৩৭টি (বাছাই), ১০ (মূল) |
মোট ম্যাচ | ৭৩টি। |
মোট গোল | ২২৬টি। |
সর্বাধিক গোলদাতা | টি কে জেনিস (কেরল- ৯টি গোল) |
শ্রেষ্ঠ খেলোয়াড় | জিজো জোশেফ (কেরল) |