বিভিন্ন দেশের জাতীয় ভাষা তালিকা
বিভিন্ন দেশের জাতীয় ভাষা তালিকা দেওয়া রইলো।
নং | দেশ | জাতীয় ভাষা |
---|---|---|
১ | অস্ট্রেলিয়া | নেই |
২ | আমেরিকা যুক্তরাষ্ট্র | ইংরাজি |
৩ | আয়ারল্যান্ড | আইরিশ |
৪ | আলজেরিয়া | আরবি |
৫ | আলবানিয়া | আলবেনিয়ান |
৬ | ইজরায়েল | হিব্রু |
৭ | ইন্দোনেশিয়া | ইন্দোনেশিয়া |
৮ | ইরান | ফার্সি বা পার্সি |
৯ | উগান্ডা | ইংরাজি |
১০ | কানাডা | ইংলিশ ও কানাডিয়ান |
১১ | কেনিয়া | স্বহিলি |
১২ | চিলি | স্প্যানিশ |
১৩ | চীন | মান্দারিন |
১৪ | তুর্কি | তুর্কিশ |
১৫ | পাকিস্তান | ঊর্দু |
১৬ | ফিনল্যান্ড | ফিনিশ, সুইডিশ |
১৭ | ফিলিপিন্স | ফিলিপিনো |
১৮ | ফ্রান্স | ফরাসী |
১৯ | বাংলাদেশ | বাংলা |
২০ | ব্রাজিল | পর্তুগিজ |
২১ | ভারত | জাতীয় ভাষা নেই |
২২ | ভিয়েতনাম | ভিয়েতনামিজ |
২৩ | ভুটান | জংখা |
২৪ | মায়ানমার | বার্মিজ |
২৫ | লেবানন | আরবী |
২৬ | শ্রীলঙ্কা | সিংহলা |
২৭ | সিঙ্গাপুর | মালয় |
কোন দেশের জাতীয় ভাষা কোনটি তার একটি সুন্দর তালিকা উপরে দেওয়া রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতের কোনো জাতীয় ভাষা নেই ।