ভারতের বিভিন্ন উপজাতি তালিকা – List of Tribes of India in Bengali
ভারতের বিভিন্ন উপজাতি তালিকা নিচে দেওয়া রইলো ।
উপজাতির নাম | অবস্থান | |
---|---|---|
১ | অঙ্গামি | মণিপুর |
২ | আও | নাগাল্যান্ড |
৩ | আদিবাসী | পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় |
৪ | আপাটামি | অরুনাচল প্রদেশ |
৫ | আবোর | উত্তর-পূর্ব ভারত |
৬ | ইরুলা | তামিলনাডু |
৭ | উড়ালিস | কেরল |
৮ | ওংগা | আন্দামান ও নিকোবর |
৯ | ওয়ানচো | উত্তর-পূর্ব ভারত |
১০ | কাটকরি | মধ্যপ্রদেশ |
১১ | কানিকর | তামিলনাডু |
১২ | কুকি | মণিপুর |
১৩ | কোটা | তামিলনাডু নীলগিরি অঞ্চল |
১৪ | কোল | মধ্যপ্রদেশ |
১৫ | কোলাম | অন্ধ্রপ্রদেশ |
১৬ | খাস | উত্তরপ্রদেশ |
১৭ | খাসি | মেঘালয় ও অসম |
১৮ | খোন্ড | ওড়িশা, মধ্যপ্রদেশ |
১৯ | গাদ্দি | হিমাচল প্রদেশ |
২০ | গারো | অসম, মেঘালয় |
২১ | গুজ্জর | জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ |
২২ | গোন্ড | মধ্যপ্রদেশ ও বিহার |
২৩ | গ্যালোং | উত্তর-পূর্ব ভারত |
২৪ | চুটিয়া | অসম |
২৫ | চেনচু | অন্দ্র প্রদেশ, ওড়িশা |
২৬ | চ্যাং | উত্তর-পূর্ব |
২৭ | জয়ন্তিয়া | মেঘালয় |
২৮ | জারোয়া, সেন্টিনেলিস, ওঙ্গিগ্রেট | আন্দামান ও নিকোবর |
২৯ | টোডা | নীলগিরি পর্বত |
৩০ | থারু | উত্তরাখন্ড |
৩১ | নিকোবরি ও শোম্পেন | নিকোবর |
৩২ | বাকারওয়ালস | জম্মু ও কাশ্মীর |
৩৩ | বাদাগাস | তামিলনাডুর নিলগিরি অঞ্চলে |
৩৪ | বীরহোর | মধ্যপ্রদেশ |
৩৫ | বৈগা | মধ্যপ্রদেশ |
৩৬ | ভিল | মধ্য ভারত, রাজস্থান |
৩৭ | ভুইয়া | মধ্যপ্রদেশ |
৩৮ | ভুটিয়া | উত্তরাখন্ডের গাড়ওয়াল অঞ্চল, কুমায়ুন অঞ্চল |
৩৯ | মম্পা | উত্তর-পূর্ব ভারত |
৪০ | মিকির | অসম |
৪১ | মিনা | রাজস্থান |
৪২ | মুরিয়া | ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ |
৪৩ | মোপলা | কেরল |
৪৪ | যুর্বা | তামিলনাডু |
৪৫ | লুসাই | ত্রিপুরা |
৪৬ | লেপচা | সিকিম |
৪৭ | সবরা | মধ্যপ্রদেশ |
৪৮ | সাঁওতাল | পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড |
৪৯ | সেন্টিনেল | আন্দামান ও নিকোবর |
দেখে নাও :
বিখ্যাত ব্যক্তিত্বের আত্মজীবনী তালিকা
বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম ভারতীয় রাজ্য
PDF চাই আমার কি করে পাবো