100+ সন্ধি বিচ্ছেদ MCQ প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো 100+ সন্ধি বিচ্ছেদ MCQ প্রশ্ন ও উত্তর ।
Sondhi Bicched in Bengali
প্রশ্ন : ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] দ্বীপ + আয়ন
[B] দ্বীপ + অয়ন
[C] দ্বীপ + অনট
[D] দ্বিপ + অনট
প্রশ্ন : ‘রবীন্দ্র’ – এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] রবী + ইন্দ্র
[B] রবি + ইন্দ্র
[C] রবী + ঈন্দ্র
[D] রবি + ঈন্দ্র
প্রশ্ন : ‘দুরবস্থা’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] দুর + বস্থা
[B] দূর + বস্থা
[C] দূর + অবস্থা
[D] দুঃ + অবস্থা
প্রশ্ন : ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] সৎ + জাত
[B] সদ্যো + জাত
[C] সদ্য + জাত
[D] সদ্যঃ + জাত
প্রশ্ন : ‘দ্যুলোক” শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
[A] দিব্ + লোক
[B] দ্বিঃ + লোক
[C] দুঃ + লোক
[D] দ্বি + লোক
প্রশ্ন : ‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধি-বিচ্ছেদ
[A] বাগ + অম্বর
[B] বাগ + আড়ম্বর
[C] বাক্ + আড়ম্বর
[D] বাক্ + অম্বর
প্রশ্ন : ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ –
[A] জন + ইক
[B] জন + এক
[C] জনৈ + এক
[D] জন + ঈক
প্রশ্ন : কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
[A] বাক্ + দান = বাগদান
[B] উৎ + ছেদ = উচ্ছেদ
[C] পর + পর = পরস্পর
[D] সম + সার = সংসার
প্রশ্ন : সন্ধির প্রধান সুবিধা কি?
[A] লেখার সুবিধা
[B] শোনার সুবিধা
[C] পড়ার সুবিধা
[D] উচ্চারণের সুবিধা
প্রশ্ন : ‘প্রাতরাশ’-এর সন্ধি
[A] প্রাত + রাশ
[B] প্রাতঃ + রাশ
[C] প্রাত + আশ
[D] প্রাতঃ + আশ
প্রশ্ন : ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
[A] রূপতত্ত্ব
[B] পদক্রম
[C] ধ্বনিতত্ত্ব
[D] বাক্য প্রকরণ
প্রশ্ন : ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ
[A] ষড় + ঋতু
[B] ষড় + ঋতু
[C] ষট্ + ঋতু
[D] ষট + ঋতু
প্রশ্ন : সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
[A] ব্যঞ্জন ধ্বনি
[B] স্বরধ্বনি
[C] বিসর্গ সন্ধি
[D] নিপাতনে সিদ্ধ
প্রশ্ন : ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ –
[A] রত্ন + কর
[B] রত্না + কর
[C] রত্না + আকার
[D] রত্ন + আকর
প্রশ্ন : ‘বর্জন’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] বুজ + অর্জন
[B] বৃ + অর্জন
[C] বর + জন
[D] বৃজ + অন
প্রশ্ন : সন্ধির নিয়মানুসারে ঈ + অ =
[A] য্ + আ
[B] য্+ অ
[C] আ + য্
[D] অ + য্
প্রশ্ন : কোনটি শুদ্ধ?
[A] অতঃ + এব
[B] পরিঃ + কার
[C] একঃ + ছত্র
[D] পরিঃ + চ্ছদ
প্রশ্ন : ‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? |
[A] দৃশ + অনীয়
[B] দৃশ্য + অনীয়
[C] দৃশ্য + নীয়
[D] দৃশ + নীয়
প্রশ্ন : ‘ক্ষুন্নিবৃত্তি’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
[A] ক্ষুধা + নিবৃত্তি
[B] ক্ষুন্নি + বৃত্তি
[C] ক্ষুণ + নিবৃত্তি
[D] ক্ষুধ + নিবৃত্তি
প্রশ্ন : ‘গতানুগতিক’ এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
[A] গত + আনুগতিক
[B] গতা + অনুগতিক
[C] গতানু + গতিক
[D] গত + অনুগতিক
প্রশ্ন : ‘পুরাধ্যক্ষ’ শব্দের বিচ্ছেদ কোনটি?
[A] পুর + আধ্যক্ষ
[B] পুর + অধ্যক্ষ
[C] পুরা + আধ্যক্ষ
[D] পুরা + অধ্যক্ষ
প্রশ্ন : ‘উদ্ধার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] উৎ + হার
[B] উৎ + ধার
[C] উত + হার
[D] উদ্ + ধার
প্রশ্ন : ‘জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসরণে করা হয়েছে?
[A] ত + ঝ = জ্জ
[B] দ + জ = জ্জ
[C] ত + জ = জ্জ
[D] দ + ঝ = জ্জ
প্রশ্ন : ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
[A] গব + এষণা
[B] গো + এষণা
[C] গো + ষণা
[D] গ + বেষণা
প্রশ্ন : ‘সতীশ’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
[A] সতি + ইশ
[B] সতি + ঈশ
[C] সতী + ইশ
[D] সতী + ঈশ
প্রশ্ন : কোনটি অশুদ্ধ?
[A] মনঃ + কষ্ট = মনঃকষ্ট
[B] প্রাতঃ + কাল = প্রাতঃকাল
[C] মনঃ + কামনা = মনঃকামনা
[D] অন্তঃ + করণ = অন্তঃকরণ
প্রশ্ন : ‘পশ্বধম’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
[A] পশু + অধম
[B] পদ্মা + অধম
[C] পশা + অধম
[D] পশু + ধম
প্রশ্ন : ‘মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি কোনটি?
[A] মহ + আর্ষি
[B] মহো + ঋষি
[C] মহা + অর্ষি
[D] মহা + ঋষি
প্রশ্ন : কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
[A] উৎ + শাস = উচ্ছ্বাস
[B] উৎ + ডীণ = উড্ডীন
[C] লভ + ধ = – লব্ধ
[D] বৃহৎ + ঢক্কা = বৃহঢক্কা
প্রশ্ন : নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? [
[A] পরিষ্কার
[B] আশ্চর্য
[C] ষড়ানন
[D] সংস্কার
প্রশ্ন : ‘বৃষ্টি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] বৃষ + টি
[B] বৃশ + তি
[C] বৃষ + তি
[D] বৃ + তি
প্রশ্ন : ‘নবোঢ়া” শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] নবো + উঢ়া
[B] নব + উড়া
[C] নৌ + ওঢ়া
[D] নব + ঊঢ়া
প্রশ্ন : ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
[A] ক্ষুধা + ঋত
[B] ক্ষুধ + আর্ত
[C] ক্ষুধা + রত
[D] ক্ষুধার + ত
প্রশ্ন : জাতি + অভিমান = ?
[A] জাত্যাভিমান
[B] জাত্যভিমান
[C] জাতভিমান
[D] জাতিভিমান
প্রশ্ন : কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
[A] রাজ + জ্ঞী = রাজ্ঞী
[B] সম্ + চয় = সঞ্চয়
[C] শ + অন = শয়ন
[D] মনো + কষ্ট = মনঃকষ্ট
প্রশ্ন : ‘অত্যধিক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] অতি + ধিক
[B] অত্যা + অধিক
[C] অতি + অধিক
[D] অ + তাধিক
প্রশ্ন : বিসর্গ সন্ধির একটি উদাহরণ হলো
[A] আচ্ছন্ন
[B] গোষ্পদ
[C] সংস্কৃত
[D] জ্যোতিরিন্দ্র
প্রশ্ন : ‘স্বাধীন’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] স + অধীন
[B] স্ব + অধীন
[C] সু + অধীন
[D] স্ব + অধিন
প্রশ্ন : ‘প্রাতঃকাল’ এর সন্ধি বিচ্ছেদ কানটি?
[A] প্রাতঃ + কাল
[B] প্রতি + কাল
[C] প্রাতশ + কাল
[D] প্রাত্ + কাল
প্রশ্ন : ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] গা + ওক
[B] গা + য়ক
[C] গা + অক
[D] গৈ + অক
প্রশ্ন : নিচের কোন সন্ধি বিচ্ছেদটি শুদ্ধ নয় ?
[A] অগ্নি + উৎপাত = অগ্ন্যুৎপাত
[B] বিদ্যা + আলয় = বিদ্যালয়
[C] অতি + অধিক = অত্যাধিক
[D] পুনঃ + বণ্টন = পুনর্বণ্টন
প্রশ্ন : সন্ধি বিচ্ছেদ করুন: ‘নরাধম’?
[A] নর + আধম
[B] নর + অধম
[C] নর + ধম
[D] কোনোটিই নয়
প্রশ্ন : ‘মনীষা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] মনী + ঈশা
[B] মনস্ + ঈষা
[C] মনস + ঈশা
[D] মণী + ঈষা
প্রশ্ন : ‘বিষয় বহির্ভূত অথচ প্রচলিত’ – ব্যাকরণে একে বলা হয়
[A] ব্যতিক্রম
[B] ব্যাভিচার
[C] অনিয়ম
[D] নিপাতনে সিদ্ধ
প্রশ্ন : সন্ধি সহযোগে গঠিত শুদ্ধ শব্দ কোনটি?
[A] প্রীত্যান্তে
[B] বৃহদংশ
[C] জাত্যাভিমান
[D] দুরাবস্থা
প্রশ্ন : ‘সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] সং + গীত
[B] সং + গিত
[C] সম + গিত
[D] সম + গীত
প্রশ্ন : ‘দৃষ্টান্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] দৃষ্টি + অন্ত
[B] দৃষ্ট + আন্ত
[C] দৃষ্টি + আন্ত
[D] দৃষ্ট + অন্ত
প্রশ্ন : ‘পর্যালোচনা’ সঠিক সন্ধি বিচ্ছেদ
[A] পর্য + আলোচনা
[B] পর্যা + লোচনা
[C] পরি + লোচনা
[D] পরি + আলোচনা
প্রশ্ন : ‘মৃন্ময়’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] মৃন + ময়
[B] মৃৎ + ময়
[C] মৃং + ময়
[D] মৃঃ + ময়
প্রশ্ন : বক + কচ্ছপ = ‘বকচ্ছপ’ – এই রীতিতে গঠিত শব্দকে বলা হয় –
[A] সন্ধিবদ্ধ শব্দ
[B] নিপাতনে সিদ্ধ শব্দ
[C] জোড়কলম
[D] মিশ্র শব্দ
প্রশ্ন : ‘শশাঙ্ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] শশ + অঙ্ক
[B] শস + অঙ্ক
[C] শশা + অঙ্ক
[D] শম + অঙ্ক
প্রশ্ন : ‘অহরহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] অহ + রহ
[B] অহঃ + রহ
[C] অহঃ + অহ
[D] অহো + রহ
প্রশ্ন : ‘ব্যর্থ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো –
[A] বি + অর্থ
[B] ব্যা + অর্থ
[C] বি + আর্থ
[D] ব্য + অর্থ
প্রশ্ন : সন্ধি বিচ্ছেদ করুন: তিরস্কার
[A] তিরস + কার
[B] তির + স্কার
[C] তিরসঃ + কার
[D] তিরঃ + কার
প্রশ্ন : ‘শীতার্ত’ এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
[A] শীত + তার্ত
[B] শীত + আর্ত
[C] শীত + ঋত
[D] শীত + আরত
প্রশ্ন : ‘বিদ্যালয়’ এর সন্ধি বিচ্ছেদ –
[A] বিদ্যা + আলয়
[B] বিদ্যা + লয়
[C] বিদ + আলয়
[D] বিদ্য + আলয়
প্রশ্ন : ‘সংলাপ’ শব্দের সন্ধি বিচ্ছেদ:
[A] সম্ + লাপ
[B] সং + লাপ
[C] স + আলাপ
[D] সু + আলাপ
প্রশ্ন : ‘পরস্পর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] পরস + পর
[B] পর + পর
[C] পরসঃ + পর
[D] পরঃ + পর
প্রশ্ন : কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
[A] জল + ওকা = জলৌকা
[B] নিঃ + রব = নীরব
[C] ষট্ + দশ = ষোড়শ
[D] বাক্ + দান = বাগদান
প্রশ্ন : পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কী বলে? (
[A] ধ্বনি বিপর্যয়
[B] অপিনিহিতি
[C] সন্ধি
[D] সমাস
প্রশ্ন : কোন সন্ধি বিচ্ছেদটি ভুল?
[A] গৈ + অক = গায়ক
[B] সু + অল্প = স্বল্প
[C] আ + চর্য = আশ্চর্য
[D] দু + লোক = দ্যুলোক
প্রশ্ন : ‘ঢাকেশ্বরী’ শব্দের প্রকৃত সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] ঢাকে + ঈশ্বরী
[B] ঢাকা + ঈশ্বরী
[C] ঢাক + ঈশ্বরী
[D] ঢাকাই + ঈশ্বরী
প্রশ্ন : নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
[A] বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
[B] সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
[C] ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গের সন্ধি করা অনুচিত
[D] কোনোটিই নয়
প্রশ্ন : ‘মনোযোগ’ শব্দটি কোন সন্ধির নিয়মে গঠিত?
[A] নিপাতনে সিদ্ধ
[B] ব্যঞ্জন সন্ধি
[C] স্বর সন্ধি
[D] বিসর্গ সন্ধি
প্রশ্ন : দুটি ধ্বনির পরস্পরের মিলনকে কী বলে?
[A] সন্ধি
[B] কারক
[C] প্রত্যয়
[D] সমাস
প্রশ্ন : ‘মাথায়’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] মাথা + আয়
[B] মাথা + য়
[C] মাথা + য়
[D] মাথা + এ
প্রশ্ন : কোনটি নির্ভুল?
[A] দূঃ + ঘটনা = দূর্ঘটনা
[B] দূর + ঘটনা = দূর্ঘটনা
[C] দুঃ + ঘটনা = দূর্ঘটনা
[D] দুঃ + ঘটনা = দুর্ঘটনা
প্রশ্ন : কোনটি স্বরসন্ধির উদাহরণ?
[A] অহরহ
[B] হিমালয়
[C] বনস্পতি
[D] সংসার
প্রশ্ন : কাঁদ + না – এটি কোন সন্ধি?
[A] ব্যঞ্জন সন্ধি
[B] বিসর্গ সন্ধি
[C] স্বরসন্ধি
[D] খাঁটি বাংলা সন্ধি
প্রশ্ন : ‘ছেলেমি’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] ছে + লেমি
[B] ছেলে + মি
[C] ছে + এলেমি
[D] ছেলে + আমি
প্রশ্ন : ‘রূপালি’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] রূপা + আলি
[B] রূপ + আলি
[C] রূপা + লি
[D] রূপ + লি
প্রশ্ন : ‘বিচ্ছিন্ন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ করুন –
[A] বিচ + ছিন্ন
[B] বিৎ + ছিন্ন
[C] বি + ছিন্ন
[D] বিৎ + ছিন
প্রশ্ন : ‘মনস্তাপ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] মনঃ + তাপ
[B] মন + তাপ
[C] মনো + তাপ
[D] মনস + তাপ
প্রশ্ন : ‘পরীক্ষা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] পরি + ঈক্ষা
[B] পরি + ইক্ষা
[C] পরিঃ + ইক্ষা
[D] পরিঃ + ঈক্ষা
প্রশ্ন : ‘বিচ্ছেদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] বিৎ + ছেদ
[B] বি + ছেদ
[C] বিচু + ছেদ
[D] বিঃ + ছেদ
প্রশ্ন : ‘দুর্যোগ’ এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
[A] দুহঃ + যোগ
[B] দুর + যোগ
[C] দুরঃ + যোগ
[D] দুঃ + যোগ
প্রশ্ন : ‘দুশ্চরিত্র’ এর সন্ধি বিচ্ছেদ –
[A] দুশ্চ + চিত্র
[B] দু+ চরিত্র
[C] দুশঃ + চরিত্র
[D] দুঃ + চরিত্র
প্রশ্ন : ‘অত্যন্ত’ এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
[A] অতি + অন্ত
[B] অতী + অন্ত
[C] অতৎ + অন্ত
[D] অত + অন্ত
প্রশ্ন : ‘ধনুষ্টংকার” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
[A] ধনুষ + টঙ্কার
[B] ধনুঃ + টঙ্কার
[C] ধনু + টঙ্কার
[D] ধনুট + ঙ্কার
প্রশ্ন : সন্ধি বিচ্ছেদ করুন – ‘পুরস্কার’?
[A] পুর + কার
[B] পুর + শকার
[C] পুরস + কার
[D] পুরঃ + কার
প্রশ্ন : ‘বৈঠক’ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে –
[A] বৈঠ্ + অক
[B] বৈঠ + ক
[C] বি + ঠক
[D] বৈ + ঠক
প্রশ্ন : ‘দিগন্ত’ এর সন্ধি বিশ্লেষণ –
[A] দিক্ + অন্ত
[B] দিগ্ + অন্ত
[C] দি + অন্ত
[D] দিখ্ + অন্ত
প্রশ্ন : ‘তৃষ্ণার্ত’ এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
[A] তৃষ্ণা + আর্ত
[B] তৃষ্ণা + ঋত
[C] তৃষ্ণা + রিত
[D] তৃষ্ণা + যত
প্রশ্ন : ‘অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন –
[A] অন্ব + এষণ
[B] অনু + এষণ
[C] অন্ব + এষন
[D] অন + এষণ
প্রশ্ন : সন্ধির উদ্দেশ্য কোনটি?
[A] ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
[B] শব্দের মিলন
[C] বর্ণের মিল
[D] শব্দগত মাধুর্য সৃষ্টি
প্রশ্ন : ‘সদাশয়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] সদ + আশয়
[B] সদা + আশয়
[C] সৎ + শয়
[D] সৎ + আশয়
প্রশ্ন : ‘বহ্ন্যুৎসব’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই –
[A] বহ্ন্য + উৎসব
[B] বহ্ন্যি + উৎসব
[C] বহ্নি + উৎসব
[D] বহ্ন + উৎসব
প্রশ্ন : ‘শুভেচ্ছা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] শুভ + ইচ্ছা
[B] C.শু + বেচ্ছা
[C] শু + ইচ্ছা
[D] শুভ + চ্ছা
প্রশ্ন : ‘উল্লাস’ এর সন্ধিবিচ্ছেদ –
[A] উৎ + লাস
[B] উঃ + লাস
[C] উল + লাস
[D] উৎ + লাশ
প্রশ্ন : ‘স্বাগত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] স্ব + আগত
[B] স্বা + গত
[C] সা + আগত
[D] সু + আগত
প্রশ্ন : সন্ধিবদ্ধ শুদ্ধ বানান কোনটি?
[A] ভবিষ্যদ্বাণী
[B] ভবিষ্যৎবানী
[C] ভবিষ্যৎবাণী
[D] ভবিষ্যতবাণী
প্রশ্ন : ‘দংশন’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] দম্ + শন
[B] দম্ + সন
[C] দম্ + ষন
[D] দন্ + শন
প্রশ্ন : কোনটি ‘এদ্দূর’ এর সন্ধি বিচ্ছেদ?
[A] এ + দ্দুর
[B] এত + দূর
[C] এৎ + দূর
[D] এ + দূর
প্রশ্ন : ‘ইতস্তত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] ইত + তত
[B] ইতস্ + তত
[C] ইতঃ + তত
[D] ইত + স্তত
প্রশ্ন : ‘নিশ্চয়’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] নিশ্চয় + য়
[B] নি + চয়
[C] নিশ + চয়
[D] নিঃ + চয়
প্রশ্ন : যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে –
[A] স্বরসন্ধি
[B] নিপাতনে সিদ্ধ সন্ধি
[C] বিসর্গ সন্ধি
[D] ব্যঞ্জন সন্ধি
প্রশ্ন : নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
[A] অন্তঃ + ধান = অন্তৰ্ধান
[B] তদ্ + কাল = তৎকাল
[C] সম্ + তান = সন্তান
[D] গো + পদ = গোষ্পদ
প্রশ্ন : সন্ধির উদ্দেশ্য কোনটি?
[A] শব্দের মিলন
[B] শব্দগত মাধুর্য সৃষ্টি
[C] বর্ণের মিলন
[D] ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
প্রশ্ন : কোনটি স্বরসন্ধির উদাহরণ?
[A] ণিজন্ত
[B] বিদ্যালয়
[C] অহরহ
[D] দুঃশ্চিন্তা
প্রশ্ন : ‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] বাগ + আম্বর
[B] বাগ + আড়ম্বর
[C] বাক্ + আড়ম্বর
[D] বাক + অম্বর
প্রশ্ন : সন্ধি বিচ্ছেদ করুন – কথাচ্ছলে
[A] কথ + ছলে
[B] কথা + চ্ছলে
[C] কথা + ছলে
[D] কোনোটিই নয়
প্রশ্ন : ‘কাঁদুনি’ শব্দের সন্ধি-বিচ্ছেদ –
[A] কাঁদ + নি
[B] কাঁদো + উনি
[C] কাঁদ্ + উনি
[D] কাঁদ + ইনি
প্রশ্ন : ‘পাগলামি’ শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায় –
[A] পাগল + লামি
[B] পাগল + মি
[C] পাগলা + মি
[D] পাগল + আমি
প্রশ্ন : ‘বিদ্যালয়’ এর সন্ধি-বিচ্ছেদ-
[A] বিদ্যা + আলয়
[B] বিদ্য + আলয়
[C] বিদ + আলয়
[D] বিদ্যা + লয়
প্রশ্ন : কোনটি ‘নিরাময়’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
[A] নির + আময়
[B] নিঃ + ময়
[C] নির + ময়
[D] নিরা + ময়
প্রশ্ন : ‘বনস্পতি’র সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
[A] বন + পতিঃ
[B] বনঃ + পতি
[C] বন্ + পতি
[D] বন + স্পতি
এরকম আরও কিছু পোস্ট :
৭৫০+ বাংলা শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা | Suddho o Osuddho Banan
অনেক ভুল।।।