বাংলাদেশের সংবিধান সংশোধনী তালিকা ২০২২

বাংলাদেশের সংবিধান সংশোধনী তালিকা ২০২২

আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের সংবিধান সংশোধনী তালিকা ২০২২ । আমরা দেখে নেবে এখনো পর্যন্ত কতবার বাংলাদেশের সংবিধানকে সংশোধন করা হয়েছে এবং সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য । constitutional amendments of bangladesh.

প্রথম সংশোধনী

  • উত্থাপনের তারিখ :১২ই জুলাই ১৯৭৩
  • সংসদে পাশের তারিখ : ১৫ই জুলাই, ১৯৭৩
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ১৭ই জুলাই , ১৯৭৩
  • বিষয়বস্তু : যুদ্ধ অপরাধী ও অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিন্ত করা।

দ্বিতীয় সংশোধনী

  • উত্থাপনের তারিখ :১৮ই সেপ্টেম্বর ১৯৭৩
  • সংসদে পাশের তারিখ : ২০ই সেপ্টেম্বর , ১৯৭৩
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ২২শে সেপ্টেম্বর , ১৯৭৩
  • বিষয়বস্তু : অভ্যন্তরীণ ও বহিরাক্রমণ গোলোযোগে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন রক্ষার স্বার্থে জরুরি অবস্থা ঘোষণার বিধান।

তৃতীয় সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ২১শে নভেম্বর, ১৯৭৪
  • সংসদে পাশের তারিখ : ২৩শে নভেম্বর, ১৯৭৪
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ২৭শে নভেম্বর, ১৯৭৪
  • বিষয়বস্তু : বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি ও তদানুযায়ী ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় বিধান প্রণয়ন করা।

চতুর্থ সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ২৫শে নভেম্বর,১৯৭৫
  • সংসদে পাশের তারিখ : ২৫শে নভেম্বর, ১৯৭৫
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ২৫শে নভেম্বর, ১৯৭৫
  • বিষয়বস্তু : সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন।

পঞ্চম সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ৪ঠা এপ্রিল,১৯৭৯
  • সংসদে পাশের তারিখ : ৬ই এপ্রিল,১৯৭৯
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ৬ই এপ্রিল,১৯৭৯
  • বিষয়বস্তু : ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৭৯ সালের ৫ এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয়। সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করা হয়। বাঙালির বদলে করা হয় বাংলাদেশি জাতীয়তাবাদ।

ষষ্ঠ সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ১লা জুলাই, ১৯৮১
  • সংসদে পাশের তারিখ : ৮ই জুলাই, ১৯৮১
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ৯ই জুলাই, ১৯৮১
  • বিষয়বস্তু : বিচারপতি আব্দুস সাত্তারের উপরাষ্ট্রপতি পদে বহাল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত করা হয়।

সপ্তম সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ১০ নভেম্বর, ১৯৮৬
  • সংসদে পাশের তারিখ : ১০ নভেম্বর, ১৯৮৬
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ১০ নভেম্বর, ১৯৮৬
  • বিষয়বস্তু : ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত এরশাদের সামরিক শাসনের বৈধতা দেওয়া হয়।

অষ্টম সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ১১ মে, ১৯৮৮
  • সংসদে পাশের তারিখ : ৭ই জুন, ১৯৮৮
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ৯ই জুন, ১৯৮৮
  • বিষয়বস্তু : রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতিদান করা হয়। ঢাকার বাইরে ৬টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন। Dacca-এর নাম Dhaka এবং Bengali-এর নাম Bangla-তে পরিবর্তন করা
    হয়।

নবম সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ৬ই জুলাই, ১৯৮৯
  • সংসদে পাশের তারিখ : ১০ই জুলাই, ১৯৮৯
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ১১ই জুলাই, ১৯৮৯
  • বিষয়বস্তু : রাষ্ট্রপতি পদে কোন ব্যক্তি পর পর দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন একই সাথে করতে হবে।

দশম সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ১০ই জুন, ১৯৯০
  • সংসদে পাশের তারিখ : ১২ই জুন, ১৯৯০
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ২৩শে জুন, ১৯৯০
  • বিষয়বস্তু : রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান। সংসদে মহিলাদের ৩০টি আসন আরও ১০
    বছর কালের জন্য সংরক্ষণ করার বিধান করা হয়।

একাদশ সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ২শরা জুলাই, ১৯৯১
  • সংসদে পাশের তারিখ : ৬ই আগস্ট, ১৯৯১
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ১০ই আগস্ট, ১৯৯১
  • বিষয়বস্তু : অস্থায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে নির্বাচন শেষে প্রধান বিচারপতির পদে ফিরে যাওয়ার বিধান।

দ্বাদশ সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ২শরা জুলাই, ১৯৯১
  • সংসদে পাশের তারিখ : ৬ই আগস্ট, ১৯৯১
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ১৮ই সেপ্টেম্বর, ১৯৯১
  • বিষয়বস্তু : রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পাল্টিয়ে সংসদীয় সরকার পদ্ধতি পুনরায় প্রবর্তন করা হয়। বিলুপ্ত করা হয় উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ।

ত্রয়োদশ সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ২১শে মার্চ, ১৯৯৬
  • সংসদে পাশের তারিখ : ২৭শে মার্চ, ১৯৯৬
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ২৮শে মার্চ, ১৯৯৬
  • বিষয়বস্তু : নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন মাস মেয়াদের ‘নির্দলীয়’-‘নিরপেক্ষ’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।

চতুর্দশ সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ২৭শে মার্চ,২০০৪
  • সংসদে পাশের তারিখ : ১৬ই মে, ২০০৪
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ১৭ই মে, ২০০৪
  • বিষয়বস্তু : সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে ৪৫টি করা হয়।

পঞ্চদশ সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ২৫শে জুন,২০১১
  • সংসদে পাশের তারিখ : ৩০শে জুন,২০১১
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ৩রা জুলাই,২০১১
  • বিষয়বস্তু : ১৯৭২ সালের সংবিধানের মৌলিক কিছু বিষয় ফিরিয়ে আনা হয়। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়। সংবিধানে ৭ অনুচ্ছেদের পরে ৭ (ক) ও ৭ (খ) অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয় ৷

ষোড়শ সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ৭ই সেপ্টেম্বর, ২০১৪
  • সংসদে পাশের তারিখ : ১৭ই সেপ্টেম্বর, ২০১৪
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ২২শে সেপ্টেম্বর, ২০১৪
  • বিষয়বস্তু : বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়ার বিধান পাস করা হয়৷

সপ্তদশ সংশোধনী

  • উত্থাপনের তারিখ : ১০ই এপ্রিল, ২০১৮
  • সংসদে পাশের তারিখ : ৮ই জুলাই, ২০১৮
  • রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ : ২৯শে জুলাই, ২০১৮
  • বিষয়বস্তু : ৫০টি সংরক্ষিত নারী আসন আরও ২৫ বছর বহাল রাখার বিধান আনা হয়েছে।

এরকম আরও কিছু পোস্ট

বাংলাদেশের উপজাতি তালিকা

Scroll to Top