লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার – ২০২৩
২৪ এপ্রিল দীননাথ মঙ্গেশকরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় ২০২৩ সালের লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হল বিভিন্ন পুরস্কার প্রাপকদের হাতে।
এবারে লতা দীননাথ পুরস্কারে ভূষিত হয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী আশা ভোঁসলে। এছাড়াও অন্যান্য বিভাগে যারা পুরস্কৃত হয়েছেন নীচে তা দেওয়া হল—
- মাস্টার দীননাথ মঙ্গেশকর পুরস্কার – পঙ্কজ উদাস (গজল শিল্পী)
- বেস্ট ড্রামা অফ দ্য ইয়ার – প্রশান্ত দামাল (থিয়েটার শিল্পী)
- ভাগবিলাসিনী পুরস্কার – গ্রন্থালি প্রকাশন
- বিশেষ পুরস্কার (সিনেমা ও নাটকে অবদান) – প্রসাদ ওক
- বিশেষ পুরস্কার (সিনেমায় অবদান)— বিদ্যা বালন