ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর
শহর | যে নদীর তীরে অবস্থিত | রাজ্য | |
---|---|---|---|
১ | রাজমুন্দ্রি | গোদাবরী | অন্ধ্রপ্রদেশ |
২ | বিজয়ওয়াড়া | কৃষ্ণা | অন্ধ্রপ্রদেশ |
৩ | নেল্লোর | পেন্নর | অন্ধ্রপ্রদেশ |
৪ | নিজামাবাদ | গোদাবরী | অন্ধ্রপ্রদেশ |
৫ | ডিব্রুগড় | ব্রম্ব্রপুত্র | আসাম |
৬ | গুয়াহাটি | ব্রম্ভ্রপুত্র | আসাম |
৭ | মথুরা | যমুনা | উত্তর প্রদেশ |
৮ | বারাণসী | গঙ্গা | উত্তর প্রদেশ |
৯ | এলাহাবাদ | গঙ্গা | উত্তর প্রদেশ |
১০ | অযোধ্যা | সরয়ু | উত্তর প্রদেশ |
১১ | আগ্রা | যমুনা | উত্তর প্রদেশ |
১২ | কানপুর | গঙ্গা | উত্তর প্রদেশ |
১৩ | ফারুকাবাদ | গঙ্গা | উত্তর প্রদেশ |
১৪ | ফতেগড় | গঙ্গা | উত্তর প্রদেশ |
১৫ | কনৌজ | গঙ্গা | উত্তর প্রদেশ |
১৬ | গোরোখপুর | রাপ্তি | উত্তর প্রদেশ |
১৭ | লক্ষ্ণৌ | গোমতি | উত্তর প্রদেশ |
১৮ | কানপুর ক্যান্ট | গঙ্গা | উত্তর প্রদেশ |
১৯ | শুক্লাগঞ্জ | গঙ্গা | উত্তর প্রদেশ |
২০ | বদ্রীনাথ | অলকানন্দা | উত্তরাখন্ড |
২১ | হরিদ্বার | গঙ্গা | উত্তরাখন্ড |
২২ | কটক | মহানদী | ওড়িশা |
২৩ | সম্বলপুর | মহানদী | ওড়িশা |
২৪ | রাউলকেল্লা | ব্রাম্ভ্রণী | ওড়িশা |
২৫ | বেঙ্গালুরু | বৃষভাবতী | কর্ণাটক |
২৬ | শিমোগা | তুঙ্গা নদী | কর্ণাটক |
২৭ | ভদ্রাবতী | ভদ্রা | কর্ণাটক |
২৮ | হাম্পি | তুঙ্গভদ্রা | কর্ণাটক |
২৯ | কারোয়ার | কালি | কর্ণাটক |
৩০ | বাগলকোট | ঘাটপ্রভা | কর্ণাটক |
৩১ | হোন্নাভর | শরাবতী | কর্ণাটক |
৩২ | আহমেদাবাদ | সবরমতী | গুজরাট |
৩৩ | সুরাট | তাপ্তি | গুজরাট |
৩৪ | ভাদোদরা | বিশ্বমিত্রি | গুজরাট |
৩৫ | শ্রীনগর | ঝিলাম | জম্মু ও কাশ্মীর |
৩৬ | মাদুরাই | ভাইগাই | তামিলনাড়ু |
৩৭ | তিরুচিরাপল্লি | কাবেরী | তামিলনাড়ু |
৩৮ | চেন্নাই | কুম, আদার | তামিলনাড়ু |
৩৯ | কোয়াম্বাটোর | নোয়াল | তামিলনাড়ু |
৪০ | তিরুনেলভেলি | থমিরাবারনী | তামিলনাড়ু |
৪১ | হায়দ্রাবাদ | মুসী | তেলেঙ্গানা |
৪২ | দমন | দমন গঙ্গা | দমন |
৪৩ | নতুন দিল্লি | যমুনা | দিল্লি |
৪৪ | কলকাতা | হুগলী | পশ্চিমবঙ্গ |
৪৫ | ফিরোজপুর | শতদ্রু | পাঞ্জাব |
৪৬ | ভাগলপুর | গঙ্গা | বিহার |
৪৭ | পাটনা | গঙ্গা | বিহার |
৪৮ | হাজিপুর | গঙ্গা | বিহার |
৪৯ | জব্বলপুর | নর্মদা | মধ্যপ্রদেশ |
৫০ | উজ্জয়িনী | শিপ্রা | মধ্যপ্রদেশ |
৫১ | গোয়ালিয়র | চম্বল | মধ্যপ্রদেশ |
৫২ | মালিগাঁও | গিরনা নদী | মহারাষ্ট্র |
৫৩ | পুণে | মুলা, মুথা | মহারাষ্ট্র |
৫৪ | কার্জট | উল্লাস | মহারাষ্ট্র |
৫৫ | নাসিক | গোদাবরী | মহারাষ্ট্র |
৫৬ | মহদ | সাবিত্রি | মহারাষ্ট্র |
৫৭ | নন্দেদ | গোদাবরী | মহারাষ্ট্র |
৫৮ | সাঙ্গলি | কৃষ্ণা | মহারাষ্ট্র |
৫৯ | কারাদ | কৃষ্ণা, কোয়না | মহারাষ্ট্র |
৬০ | কোটা | চম্বল | রাজস্থান |
ভারতের নদী তীরবর্তী শহর থেকে প্রশ্ন ও উত্তর
১. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : মুসি নদীর তীরে অবস্থিত।
২. সুরাট কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : তাপ্তি নদীর তীরে অবস্থিত।
৩. নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : গোদাবরী নদীর তীরে অবিস্থত।
৪. আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : সবরমতি নদীর তীরে অবস্থিত।
৫. লখনৌ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : গোমতী নদীর তীরে অবস্থিত।
৬. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : অযোধ্যা সরযূ নদীর তীরে অবস্থিত।
৭. লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : লুধিয়ানা শতদ্রু নদীর তীরে অবস্থিত।
৮. কটক কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : কটক মহানদীর তীরে অবস্থিত।
দেখে নাও :
ভারতের জলপ্রপাত – Waterfalls of India
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা
WBCS Previous Years General Knowledge Questions Set
ভারতের বিভিন্ন উপজাতি তালিকা – List of Tribes of India in Bengali
ভারতের নদীর তীরে অবস্থিত বিভিন্ন শহরের তালিকা, List of Cities of India on Banks of Rivers in Bengali, গুরুত্বপূর্ণ শহরগুলি বিভিন্ন নদীর তীরে, List of Important Indian Cities on River Banks , ভারতের গুরুত্বপূর্ণ নদী ও তাদের তীরবর্তী শহর তালিকা, ভারতের বিভিন্ন শহর কোন কোন নদীর তীরে অবস্থিত, ভারতের বিভিন্ন নদীর তীরবর্তী বিভিন্ন শহরের, নদীর তীরবর্তী শহর, ভারতের নদী তীরবর্তী শহর
Very good
If you wish for to іmprove your experience simply kеep visіtіng this site and be updated with the most up-to-date
news posted here.