WBPSC Food SI Practice Set – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট
দেওয়া রইলো WBPSC Food SI Practice Set – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট । ১০০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন তোমাদের এই পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে ।
1. লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা—
(A) 7
(B) 10
(C) 15
(D) 20
2. ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত?
(A) ল্যাসেন
(B) হেগ
(C) জাকার্তা
(D) নিউইয়র্ক
3. নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
(A) হকি
(B) ব্যাডমিন্টন
(C) ফুটবল
(D) ক্রিকেট
4. অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয়?
(A) লাল
(B) নীল
(C) বেগুনি
(D) বর্ণহীন
দেখে নাও : West Bengal Police Constable Practice Set – General Knowledge
5. কোন বেদ থেকে সংস্কৃত সাহিত্যের উৎপত্তি হয়েছে?
(A) যজুর্বেদ
(B) অথর্ববেদ
(C) সামবেদ
(D) ঋগবেদ
6. নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
(A) প্রথম সূত্র
(B) দ্বিতীয় সূত্র
(C) তৃতীয় সূত্র
(D) কোনোটিই নয়
7. গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়?
(A) আর্যভট্ট
(B) উপগুপ্ত
(C) বরাহমিহির
(D) চরক
8. মোটর গাড়িতে দেখার জন্য ব্যবহৃত আয়নাটি কি প্রকৃতির?
(A) উত্তল আয়না
(B) সমতল আয়না
(C) অবতল আয়না
(D) কোনটাই নয়
9. থেয়াম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য?
(A) মিজোরাম
(B) কেরালা
(C) সিকিম
(D) আসাম
10. বাকপতিরাজ কোন রাজ্যের সভাপতি ছিলেন?
(A) কনৌজরাজ যশোবর্মন
(B) মালব রাজ গোনন্দ
(C) কর্কট রাজ দুর্লভ বর্মন
(D) প্রতিহার রাজ হরিচন্দ্র
11. রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
(A) উত্তরাখণ্ড
(B) মধ্যপ্রদেশ
(C) হিমাচল প্রদেশ
(D) গুজরাট
12. SI পদ্ধতিতে বলের পরম একক কোনটি?
(A) নিউটন
(B) ডাইন
(C) আর্গ
(D) ওয়াট
13. অ্যালুমিনিয়ামের আকরিক হল—
(A) বক্সাইট
(B) হেমাটাইট
(C) চালকোপাইরাইট
(D) ফেলসপার
14. সুন্দরবন রামসার সাইট কবে ঘোষিত হয়েছে?
(A) 1971
(B) 1986
(C) 2019
(D) 2021
15. কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?
(A) রাজমহল পাহাড়
(B) সিংভূম
(C) মেদিনীপুর
(D) খান্দেশ
16. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(A) দেবেন্দ্রনাথ ঠাকুর
(B) অক্ষয় কুমার দত্ত
(C) প্যারীচাঁদ মিত্র
(D) ঈশ্বর গুপ্ত
17. নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল?
(A) AFC
(B) TVA
(C) DDC
(D) কোনোটিই নয়
18. সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?
(A) নিরুপমা রাও
(B) রঞ্জন মাথাই
(C) অজিত দোভাল
(D) এস জয়শঙ্কর
19. পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয়?
(A) কালিম্পং
(B) মংপু
(C) লোলেগাঁও
(D) লামাহাটায়
20. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
(A) সালফারের গলন
(B) জলের স্ফুটন
(C) সলফারের জ্বলন
(D) সম্পৃক্ত দহন থেকে চিলির কেলাস প্রস্তুতকরণ
21. কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত?
(A) নসক
(B) গাল্লাবক্স
(C) জাবতি
(D) কানকুট
22. বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন?
(A) নামদেব
(B) রামানন্দ
(C) নানক
(D) কবীর
23. কোন মুঘল রাজপুত্র ভাগবত গীতা পার্সিতে অনুবাদ করেন?
(A) দারা শিকোহ
(B) সুলেমান শিকোহ
(C) খসরু
(D) মুরাদ
24. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোন অর্থবিল পেশ করা যায় না?
(A) প্রধানমন্ত্রী
(B) লোকসভায় অধ্যক্ষ
(C) অর্থমন্ত্রী
(D) রাষ্ট্রপতি
25. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
(A) লর্ড হেস্টিংস
(B) লর্ড কর্নওয়ালিস
(C) লর্ড কার্জন
(D) লর্ড ডালহৌসি
26. নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়?
(A) মাধ্যাকর্ষণ বল
(B) ঘর্ষণজনিত বল
(C) স্থিরতড়িৎ বল
(D) স্থির চুম্বকীয় বল
27. যুগান্তর দলের নেতা কে ছিলেন?
(A) যতীন্দ্রনাথ মুখার্জী
(B) শচীন্দ্রনাথ সান্যাল
(C) রাসবিহারী বসু
(D) সুভাষচন্দ্র বসু
28. জাহাঙ্গীর তাঁর আত্মজীবনী – কোন ভাষায় রচনা করেন?
(A) আরবী
(B) তুর্কী
(C) ফার্সী
(D) উর্দু
29. হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন—
(A) এম এম যোশি
(B) ভি ভি প্যাটেল
(C) জি এল নন্দ
(D) দাদাভাই নওরোজী
30. সালোকসংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়?
(A) প্লাস্টিডে
(B) গ্রানায়
(C) স্ট্রোমায়
(D) ওপরের কোনটিই নয়
31. শেষ মৌর্য সম্রাট হলেন—
(A) বাসুদেব
(B) বিম্বিসার
(C) নন্দীবর্ধন
(D) বৃহদ্রথ
32. হিমালয়ের সমান্তরাল শৃঙ্গ গুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটি?
(A) শিবালিক
(B) হিমাদ্রি
(C) হিমাচল
(D) ধুলাধর
33. কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু হয়?
(A) 1863
(B) 1860
(C) 1876
(D) 1888
34. ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক?
(A) উড়িষ্যা
(B) পশ্চিমবঙ্গ
(C) ঝাড়খন্ড
(D) ছত্রিশগড়
35. কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্তমাল্যদ কোন ভাষায় রচনা করেন?
(A) তেলেগু
(B) কন্নড়
(C) মালায়লম
(D) তামিল
36. মারাঠা পত্রিকার সম্পাদক ছিলেন—
(A) লালা হরদয়াল
(B) বাল গঙ্গাধর তিলক
(C) লালা লাজপত রায়
(D) অ্যানি বেসান্ত
37. ন্যাশনাল ডেভলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(A) হংকং
(B) সাংহাই
(C) ম্যানিলা
(D) জাকাত
38. কোন রাজ্য ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করল?
(A) ঝাড়খন্ড
(B) ছত্রিশগড়
(C) পশ্চিমবঙ্গ
(D) কর্ণাটক
39. পৃথিবীর সব থেকে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে কোন দেশ?
(A) সিঙ্গাপুর
(B) সংযুক্ত আরব আমিরশাহী
(C) জার্মানি
(D) দক্ষিণ কোরিয়া
40. নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের রিলে স্টেশন?
(A) সেরিব্রাম
(B) সেরিবেলাম
(C) মেডালা
(D) থ্যালামাস
41. মুদ্রাস্ফীতির সময় করের হার—
(A) বৃদ্ধি করা উচিত
(B) হ্রাস করা উচিত
(C) একই রাখা উচিত
(D) বাড়ানো কমানো করা উচিত
42. ডান্ডি মার্চ -এর সঙ্গে শুরু হয়—
(A) হোমরুল আন্দোলন
(B) অসহযোগ আন্দোলন
(C) আইন অমান্য আন্দোলন
(D) ভারত ছাড়ো আন্দোলন
43. কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়?
(A) বি জি খের
(B) জে বি কৃপালিনী
(C) সর্দার পাটেল
(D) ডাঃ আম্বেদকর
44. নির্মলা সীতারামন কোন রাজ্যে মাই প্যাড মাই রাইট, এই সিস্টেম চালু করেছেন?
(A) মেঘালয়
(B) তেলেঙ্গানা
(C) মিজোরাম
(D) ত্রিপুরা
45. লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম কোথায় অবস্থিত?
(A) নিউ দিল্লী
(B) জম্মু ও কাশ্মীর
(C) মধ্যপ্রদেশ
(D) কর্ণাটক
46. বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়?
(A) ১৫ জানুয়ারি
(B) ১৫ ফেব্রুয়ারি
(C) ১৫ মার্চ
(D) ১৫ এপ্রিল
47. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?
(A) ধর্মপাল
(B) ধ্রুব
(C) দেব পাল
(D) বল্লাল সেন
48. পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কী?
(A) হাতি
(B) তিমি
(C) ডায়নোসর
(D) জলহস্তী
49. যে পেশীকে ইচ্ছামতো পরিচালনা করা যায়—
(A) সরেখ ঐচ্ছিক
(B) সরেখ অনৈচ্ছিক
(C) অরেখ ঐচ্ছিক
(D) অরেখ অনৈচ্ছিক
50. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্ট কে?
(A) জর্জ ইয়ুল
(B) উইলিয়াম ওয়েডারবার্ন
(C) এ ও হিউম
(D) হেনরি কটন
51. তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে?
(A) কেরালা এবং কর্ণাটক
(B) তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ
(C) তামিলনাড়ু এবং কর্ণাটক
(D) অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক
52. পরিবেশের জৈব উপাদান কোনটি?
(A) শক্তি
(B) বিকিরণ
(C) জল
(D) সবুজ উদ্ভিদ
53. গ্রাব কিসের লার্ভা?
(A) পতঙ্গ
(B) ক্রাস্টেসিয়া
(C) বীটল
(D) স্পঞ্জ
54. করোনা ভাইরাস মানব দেহের কোন অংশকে আক্রান্ত করে?
(A) ফুসফুস
(B) হৃৎপিন্ড
(C) লিভার
(D) চোখ
55. পশ্চিমবঙ্গে রিষড়া কি জন্য বিখ্যাত?
(A) রাসায়নিক শিল্প
(B) পাট শিল্প
(C) তাপবিদ্যুৎ কেন্দ্র
(D) জলবিদ্যুৎ কেন্দ্র
56. ঞ্জিত সিংহ কোন মিশলের নেতা ছিলেন?
(A) সুকারচাকিয়া মিশল
(B) ভেঙ্গি মিশল
(C) কানহেয়া মিশল
(D) গোবিন্দ মিশল
57. ভারতের প্রাচীনতম লিপির নাম কি?
(A) জুনাগর শিলালেখা
(B) সোহাগোর তাম্রলিপি
(C) বাদাল শিলালেখা
(D) নাসিক প্রসস্তি
58. পল্লবদের রাজধানী কোথায় ছিল?
(A) থাঞ্জাভুর
(B) কাঞ্জিপুরম
(C) মাদুরায়
(D) ভেঙ্গে
59. সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত গিরিপথটি হল—
(A) জোজিলা
(B) রোটাং
(C) নাথুলা
(D) খাইবার
60. কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না?
(A) গামা
(B) বিটা
(C) আলফা
(D) এক্স রশ্মি
61. স্পঞ্জ কী?
(A) জীবাশ্ম
(B) ছত্রাক
(C) জীবদেহ
(D) উদ্ভিদ
62. কলিঙ্গরাজ খারবেল কোন বংশের রাজা ছিলেন?
(A) গজপতি
(B) চেদি
(C) জিজুকা ভুত্তি
(D) সোলাঙ্কি
63. ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে কবে পালিত হয়?
(A) 31 জুলাই
(B) 1 আগস্ট
(C) 25 ফেব্রুয়ারি
(D) 30 মে
64. টিপু সুলতানের রাজধানী ছিল—
(A) শ্রীরঙ্গপত্তনাম
(B) মাইসোর
(C) বেলুর
(D) হাম্পি
65. কোন ইউরোপীয়রা প্রথম ভারতে আসেন বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য?
(A) পর্তুগিজ
(B) জার্মান
(C) ওলন্দাজ
(D) ব্রিটিশ
66. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়—
(A) ১৯৫০ সালে
(B) ১৯৫১ সালে
(C) ১৯৫২ সালে
(D) ১৯৫৪ সালে
67. সারা ভারত কৃষক সভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
(A) এলাহাবাদ
(B) কলকাতা
(C) লক্ষ্ণৌ
(D) পাটনা
68. রাষ্ট্রীয় ইস্পাত নিগমের চেয়ারম্যান এবং এম ডি হলেন—
(A) অতুল ভাট
(B) টিভি নরেন্দ্রন
(C) ভি রঘুনাথন
(D) নারায়ণ তাতু রানে
69. অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়?
(A) এক বছর
(B) তিন বছর
(C) পাঁচ বছর
(D) সাত বছর
70. তুর্কির মুদ্রা কি নামে পরিচিত?
(A) পাউন্ড
(B) সিলিং
(C) পেসো
(D) লিরা
71. বিখ্যাত মারকানা মার্বেলের খনি কোন রাজ্যে অবস্থিত?
(A) গুজরাট
(B) রাজস্থান
(C) মধ্যপ্রদেশ
(D) মহারাষ্ট্র
72. বাহমনি রাজ্যের রাজধানীর নাম কি ছিল?
(A) গুলবর্গা
(B) বিজাপুর
(C) হাম্পি
(D) আগ্রা
73. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন—
(A) আনন্দলাল বসু
(B) সুভাষচন্দ্র বসু
(C) অরবিন্দ ঘোষ
(D) চিত্তরঞ্জন দাশ
74. ক্লোরোফিলে কোন ধাতু আছে?
(A) লোহা
(B) দস্তা
(C) অ্যালুমিনিয়াম
(D) ম্যাগনেসিয়াম
75. ‘লীলাবতী’ লিখেছিলেন—
(A) হেমচন্দ্র আচার্য
(B) মহাবীরাচার্য
(C) ভাস্করাচার্য
(D) কল্পাচার্য
76. ভারতে ভোট দেওয়া ও নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি—
(A) মৌলিক অধিকার
(B) সাংবিধানিক অধিকার
(C) প্রাকৃতিক অধিকার
(D) আইনত অধিকার
77. ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য হল—
(A) বিহার
(B) অন্ধ্রপ্রদেশ
(C) উত্তরপ্রদেশ
(D) তামিলনাড়ু
78. ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন?
(A) মুক্ত অর্থনীতি
(B) মিশ্র অর্থনীতি
(C) সমাজতান্ত্রিক অর্থনীতি
(D) গান্ধীবাদী অর্থনীতি
79. তুন্দ্রা অঞ্চলে খুব শীতল বায়ুকে কি বলে?
(A) সিরক্কো
(B) বোরা
(C) মিষ্ট্রাল
(D) ব্লিজার্ড
80. ভারতের 48 তম প্রধান বিচারপতির নাম কি?
(A) এন ভি রমন
(B) ইউ ইউ ললিত
(C) এ এম খানউইলকার
(D) কোনটিই নয়
81. ত্রিপোলি কোন দেশের রাজধানী?
(A) স্পেন
(B) লিবিয়া
(C) রোমানিয়া
(D) কিউবা
82. ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে চালু করেছিলেন?
(A) শক
(B) মৌর্য
(C) গুপ্ত
(D) কুষান
83. লেন্সের ক্ষমতা মাপা হয় কোন এককে?
(A) ডপলার
(B) ডায়াপটার
(C) অপটিক্স
(D) অ্যাপলিটিউড
84. এনজাইম হচ্ছে—
(A) প্রোটিনধর্মী
(B) কার্বোহাইড্রেটধর্মী
(C) ষ্টেরয়েডধর্মী
(D) লিপিডধর্মী
85. নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত?
(A) উড়িষ্যা
(B) কেরালা
(C) মেঘালয়
(D) মহারাষ্ট্র
86. দাঁতের ফাক বন্ধ করতে ব্যবহৃত হয়—
(A) টিন অ্যামালগ্রাম
(B) জিংক অ্যামালগাম
(C) অ্যালুমিনিয়াম অ্যামাগাম
(D) সিলভার অ্যামালগাম
87. সবুজ সোনা কাকে বলা হয়?
(A) চা
(B) কফি
(C) সোনা
(D) ধান
88. লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা—
(A) 7
(B) 10
(C) 15
(D) 20
89. মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি GSM এর পুরো কথাটি হল—
(A) Global System for Mobile
(B) Geo Station for Mobility
(C) Global System for Mobility
(D) Geo Satellite for Mobile
90. ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়?
(A) মাকরানা
(B) ভরতপুর
(C) যোধপুর
(D) জয়সলমীর
91. বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে?
(A) আবুধাবি
(B) জেকোবাবাদ
(C) নিউ দিল্লি
(D) ইসলামাবাদ
92. দিল্লির প্রাচীন নাম কি ছিল?
(A) গয়া
(B) ইন্দ্রপ্রস্থ
(C) অযোধ্যা
(D) কামরূপ
93. নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়?
(A) মাধ্যাকর্ষণ বল
(B) ঘর্ষণজনিত বল
(C) স্থিরতড়িৎ বল
(D) স্থির চুম্বকীয় বল
94. মুদ্রা তে কোন প্রাচীন রাজাদের সংগীত প্রিয়তা প্রকাশ পেয়েছে?
(A) চোল
(B) নন্দ
(C) গুপ্ত
(D) মৌর্য
95. মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়?
(A) তামিলনাড়ু
(B) কেরল
(C) কর্ণাটক
(D) মহারাষ্ট্র
96. কাঁদানে গ্যাস হল—
(A) নাইট্রিক অক্সাইড
(B) নাইট্রাস অক্সাইড
(C) ক্লোরোপিকরিন
(D) নাইট্রোজেন
97. হান্টার কমিশন কে গঠন করেন?
(A) লর্ড কার্জন
(B) লর্ড ওয়েলিংট
(C) লর্ড রিপন
(D) লর্ড অকল্যান্ড
98. অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়?
(A) এক বছর
(B) তিন বছর
(C) পাঁচ বছর
(D) সাত বছর
99. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল —
(A) গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
(B) হিন্দুস্থান শিপইয়র্ড, বিশাখাপত্তনম
(C) মার্মা গাঁও ডক, মুম্বাই
(D) কোচিন শিপইয়ার্ড, কচি
100. বায়ুর চাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে—
(A) মাল্টিমিটার
(B) বারগ্রাফ
(C) অ্যান্ড্রয়েড ব্যারোমিটার
(D) হাইগ্রোমিটার