কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে তার একটি তালিকা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। ভারতের ৮টি রাজ্যের ওপর দিয়ে এই রেখা গিয়েছে। এই রাজ্যগুলি হল – গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম ।
কর্কটক্রান্তি রেখা (Topic of Cancer )
দেখে নেওয়া যাক কর্কটক্রান্তি রেখা সম্পর্কিত কিছু তথ্য ।
- কর্কটক্রান্তি রেখা বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা।
- রেখাটির দৈর্ঘ্য ৩৬,৭৮৭.৫৫৯ কিমি বলে ধরা হয় যদিও উপরোল্লিখিত কারণে এত সঠিক মাপ বলা সম্ভব নয়।
- ১৭ টি দেশের মধ্যে দিয়ে এই কর্কটক্রান্তি রেখা যায়।
- ভারতের ৮টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখে গিয়েছে। এই রাজ্যগুলি হল – গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম।
- মাহি নদীকে কর্কটক্রান্তি রেখা দু’বার অতিক্রম করে।
ভারতের কর্কটক্রান্তি রেখার অবস্থান
নং | রাজ্য | অবস্থান |
---|---|---|
১ | গুজরাট | জাসদান |
২ | রাজস্থান | কালিনজর |
৩ | মধ্যপ্রদেশ | শাজাপুর |
৪ | ছত্তিসগড় | সোনহাট |
৫ | ঝাড়খণ্ড | লোহরদাগা |
৬ | পশ্চিমবঙ্গ | কৃষ্ণনগর |
৭ | ত্রিপুরা | উদয়পুর |
৮ | মিজোরাম | চাম্পাই |
এরকম আরও কিছু পোস্ট :
ভারতের প্রতিবেশী দেশ এবং তাদের সীমান্তবর্তী রাজ্য সমূহ