Nobel 2023 – Winner List : ২০২৩ সালের নোবল জয়ীদের তালিকা দেওয়া রইলো ।
বিভাগ | নোবল জয়ী | দেশ | কারণ |
---|---|---|---|
চিকিৎসা বিজ্ঞান | ক্যাটালিন কারিকো ড্রু উইসম্যান | হাঙ্গারি মার্কিন যুক্তরাষ্ট্র | কোভিড-১৯ এর বিরুদ্ধে এমআরএনএ (mRNA) টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য |
পদার্থ বিজ্ঞান | পিয়েরে অ্যাগোস্টিনি ফেরেঙ্ক ক্রাউস অ্যান ল’হুইলিয়ার | মার্কিন যুক্তরাষ্ট্রে জার্মানি সুইডেন | ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় অ্যাটোসেকেন্ড পালস তৈরির পরীক্ষামূলক পদ্ধতির জন্য |
রসায়ন | মৌঙ্গি জি বাওয়েন্দি লুইস ই ব্রুস অ্যালেক্সি আই একিমভ | মার্কিন যুক্তরাষ্ট্র | কোয়ান্টাম ডটস বা সেমিকন্ডাক্টর ন্যানোক্রিস্টাল কণার আবিষ্কার ও এর সংশ্লেষণ প্রক্রিয়ার বিশ্লেষণের জন্য |
সাহিত্য | জন ওলাভ ফসে | নরওয়ে | তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য যা অকথ্যকে কণ্ঠ দেয় |
শান্তি | নার্গিস মোহাম্মদী | ইরান | ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য |
অর্থনীতি | এখনও দেওয়া হয়নি |
তথ্যসূত্র : বাংলা কুইজ ও নোবেল
Note : সমস্ত বিভাগে এখনও নোবেল পুরস্কার দেওয়া হয়নি । আমরা ক্রমাগত আপডেট করতে থাকবো । সমস্ত বিভাগে নোবল দেওয়া হয়ে গেলে PDF ফাইল দিয়ে দেওয়া হবে ।