100 MCQ – Life Science GK in Bengali

100 MCQ – Life Science GK in Bengali

100 MCQ – Life Science GK in Bengali – ১০০ টি বায়োলজির MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো ।

1. এড্রিনালিন গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে –
– ACTH
– STH
– এড্রিনালিন
– TSH

2. স্নায়ুকোষের কোষদেহকে বলা হয় –
– কো-ল্যাটারাল
– নিউরোসাইটন
– অ্যাক্সন
– ডেনড্রন

3. ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখা যায় প্রদত্ত যে হরমোন দুটির মধ্যে সেটি হলো –
– ACTH-ADH
– ইনসুলিন -গ্লুকাগন
– ACTH-STH
– TSH – T4

4. মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় ?
– রেটিনা
– স্ক্লেরা
– কোরয়েড
– কর্নিয়া

5.  অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন হলো  –
– গ্রোথ হরমোন
– ইস্ট্রোজেন
– এড্রিনালিন
– গ্লুকাগন

দেখে নাওLife Science Questions And Answers in Bengali PDF

6. একটি চল্লিশোর্দ্ধ ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখছেন কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখছেন । এটি হতে পারে  –
– মায়োপিয়া
– ক্যাটারাক্ট
– প্রেসবায়োপিয়া
– হাইপারোপিয়া

7. নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয় ?
– অগ্ন্যাশয়
– ডিম্বাশয়
– শুক্রাশয়
– পিত্তাশয়

8. জরায়ুর প্রাচীর সংকোচনে সহায়তা করে  –
– প্রোজেস্টরণ
– ইস্ট্রোজেন
– প্রোল্যাকটিন
– অক্সিটোসিন

9. অপটিক স্নায়ু যে অনুভূতি গ্রহণ করে তা হলো –
– শ্রবণ
– ঘ্রান
– দর্শন
– স্বাদ

10. নিউরোনের কোষদেহগুলি মিলিত হয়ে গঠন করে –
– স্নায়ুসন্ধি
– স্নায়ুগ্রন্থি
– নিউরোগ্লিয়া
– স্নায়ু

Scroll to Top