অ্যাসিড ও ক্ষার – প্রশ্ন ও উত্তর
অ্যাসিড ও ক্ষার চ্যাপ্টার থেকে দেওয়া রইলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ।
1. পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে?
– টারটারিক অ্যাসিড
– আয়োডিক অ্যাসিড
– অ্যাসিটিক অ্যাসিড
– ফরমিক অ্যাসিড
2. নিন্মের কোন অ্যাসিড এ অক্সিজেন আছে?
– হাইড্রাসিডে
– জৈব অ্যাসিডে
– অক্সিঅ্যাসিডে
– অজৈব অ্যাসিডে
3. রেড লিটমাসকে লাল রং থেকে নীল রং করে দেয় কে?
– Base
– Mineral Acid
– Sodium
– Alkali
4. নিচের কোনটি জটিল লবণ (Complex Salt) এর উদাহরণ?
– PbSO4
– [Ca(NH3)4]SO4
– (Al2)3SO4
– [Na(KOH3)2SO4
5. Mohr’s Salt- কাকে বলা হয়?
– Feso4, (NH4)2SO4 কে
– Bleaching Powder কে
– HCl কে
– H2SO4 কে
6. (NH4)2 SO4 এর Positive আয়ন কোনটি?
– NH4+
– NH2–
– NH4–
– SO4+
7. লবণকে কয় ভাগে ভাগ করা যায়?
– 7 ভাগে
– 4 ভাগে
– 6 ভাগে
– 5 ভাগে
8. অ্যাসিড এবং বেসের (Base) বিক্রিয়া ঘটলে নিচের কোনটি উৎপন্ন হয়?
– পটাসিয়াম সালফাইড
– ম্যাগনেসিয়াম
– লবন এবং জল
– সোডিয়াম বাই কার্বনেট
9. Bleaching Powder এর সংকেত কি?
– PSO4
– CaOCl2
– Ca(OH)2
– NaCl
10. H3PO4 এর ক্ষারক গ্রাহীতা কত?
– 1
– 2
– 4
– 3
11. HCL (হাইড্রোক্লোরিক অ্যাসিড) এর ক্ষারক গ্রাহীতা (Basicity of Acid) কত?
– 2
– 3
– 4
– 1
12. নিন্মের কোনটি Normal Salt এর উদাহরণ?
– Al2SO4
– PSO4
– NaCl2
– Na2so4
13. খাদ্য লবণের সংকেত নিন্মের কোনটি?
– NaOH
– NaCO3
– NaCl
– K2SO4
14. উৎস অনুযায়ী Acid কে কয় ভাগে ভাগ করা যায়?
– 3 ভাগে
– 6 ভাগে
– 2 ভাগে
– 4 ভাগে
15. নিন্মের কোনটি Organic Acid (জৈব অ্যাসিড)?
– HCOOH
– CH3COOH
– উপরের দুটিই
– শুধুমাত্র A
Comments are closed.