২৫টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর
দেওয়া রইলো ২৫টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর সেট ।
দেখে নাও – ৩০টি সাধারণ জ্ঞান প্রাকটিস সেট – ৪
1. ডয়টেরিয়ামে নিউট্রন ও প্রোটনের অনুপাত কত?
– 1.5:2
– 1:2
– 1:1
– 2:1
2. ‘ডেড হার্টিস’ কোনটিতে হয়?
– বাজরা
– ভুট্টা
– ধান
– আখ
3. নিম্নের কোনটিকে দাবানল বলা হয়?
– জ্যাকোরান্ডা ম্যামোসোফোলিয়া
– বহিনিয়ান ভারিয়াগাটা
– বুটিয়া মনোস্পামা
– টেকটোনা গ্রেডিংস
4. পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে ঝাড়খন্ডের সীমানা স্পর্শ নেই?
– পশ্চিম মেদিনীপুর
– বীরভূম
– ঝাড়গ্রাম
– মুর্শিদাবাদ
5. কেনিয়া দেশটি কোন মহাদেশের অন্তর্গত?
– ইউরোপ
– এশিয়া
– দক্ষিণ আমেরিকা
– আফ্রিকা
6. ভারতের সবচেয়ে কম তপশিলি জাতি রয়েছে—-
– গোয়া
– মিজোরাম
– পাঞ্জাব
– মধ্যপ্রদেশ
7. “বাটভিয়া” কোন নিন্মোক্ত কোন স্থানের আদি/পুরোনো নাম?
– সুরিনাম
– জাকার্তা
– হারারে
– লাওস
8. ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার প্রাপক হলেন—-
– ভিভ রিচার্ডস
– ডন ব্র্যাডম্যান
– সি. কে নাইডু
– সেলিম দুরানি
9. ‘ভূবন সোম’ ছবিটির পরিচালক হলেন—–
– রাজকুমার সন্তোষী
– যশ চোপড়া
– বিমল রায়
– মৃণাল সেন
10. ভারতের প্রথম বৈদুতিক ট্রেন চালু হয় কত সালে?
– 1927 সালে
– 1925 সালে
– 1934 সালে
– 1931 সালে
দেখে নাও – জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – সেট ৩
11. “এরিকসন” সংস্থার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
– সুইডেন
– তাইওয়ান
– দক্ষিণ কোরিয়া
– জার্মানি
12. কত সালে মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়??
– 1975 সালে
– 1982 সালে
– 1973 সালে
– 1978 সালে
13. বরদা চরিত্রের স্রষ্টা কে?
– নারায়ন গঙ্গোপাধ্যায়
– নিহার রঞ্জন গুপ্ত
– শরদিন্দু গঙ্গোপাধ্যায়
– হেমেন্দ্রকুমার রায়
14. কৃষি মন্ত্রকের শ্রেণিবিন্যাস অনুসারে, ভারতের মোট মাইক্রো এগ্রিকালচার জলবায়ু অঞ্চল রয়েছে—-
– 132 টি
– 127 টি
– 125 টি
– 122 টি
15. *নেলসন ম্যান্ডেলা* দিবস কবে পালিত হয়?
– 21 জুন
– 28 মার্চ
– 12 এপ্রিল
– 18 জুলাই
16. ‘বানজারা’ উপজাতি দেখা যায়—–
– ছত্তিসগড়
– মিজোরাম
– কেরালা
– রাজস্থান
17. ডাল জাতীয় খাদ্যে কোন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড টি অনুপস্থিত থাকে?
– থ্রিওনিন
– ট্রিপটোফেন
– মিথিওনিন
– ভ্যালিন
18. LTH হরমোনের উৎস হল—
– পারস্ ইন্টারমিডিয়া
– পারস্ এস্ট্যালিস
– পারস্ ডিস্ট্যালিস
– নিউরো হাইপোফাইসিস
19. মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর তাঁর কোন গ্রন্থ প্রকাশিত হয়?
– মায়াকানন
– কৃষ্ণ কুমারী
– ব্রজাঙ্গনা
– শর্মিষ্ঠা
20. তহকিক-ই-হিন্দ বইটির লেখক কে?
– বিলহন
– আলবিরুনী
– পতঞ্জলি
– বাদাউনি
দেখে নাও – ২৫টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – সেট ২
21. কলেজ অব্ ডিফেন্স ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি অবস্থিত——-
– সেকেন্দ্রাবাদ
– নিউ দিল্লী
– পুনে
– ঔরঙ্গাবাদ
22. নিম্নের কোন রাজ্যটি ছত্তিসগড় রাজ্যের সীমানা স্পর্শ করেনি?
– বিহার
– উত্তর প্রদেশ
– ওড়িশা
– মধ্যপ্রদেশ
23. দিল্লি থেকে ভারত—পাকিস্তান বর্ডার যাত্রাপথটি গিয়েছে কত নম্বর জাতীয় রাজপথ দ্বারা?
– NH-21
– NH-8
– NH-10
– NH-24
24. বাংলার টপ্পা গানের প্রচলন করেন—–
– নারায়ন দেবনাথ
– নিখিল সরকার
– রাধানাথ শিকদার
– রামনিধি গুপ্তা
25. ভাইটালিস্টিক মতবাদের আবিষ্কর্তা কে?
– ফ্রান্সিস বেকন
– টরিসেলি
– জগদীশ চন্দ্র বসু
– আইজ্যাক নিউটন
Comments are closed.