৫০টি জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো ৫০টি জীবনবিজ্ঞানের প্রশ্ন ও উত্তর ( Life Science GK MCQ in Bengali ) | কম্পিটিটিভ পরীক্ষা গুলির জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেলওয়ে পরীক্ষার জন্য বিশেষভাবে জেনে রাখা প্রয়োজন।
1. এড্রিনালিন গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে:-
– ACTH
– TSH
– STH
– এড্রিনালিন
2. মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় ?
– কোরয়েড
– কর্নিয়া
– স্ক্লেরা
– রেটিনা
3. ক্যালসিয়াম বিপাক বৃদ্ধি করে:-
– প্রোজেস্টরণ
– সোমাটোট্রফিক হরমোন
– ইনসুলিন
– এড্রিনালিন
4. মিশ্র স্নায়ু হলো:-
– অপটিক
– অডিটরি
– গ্লাসোফ্যারিঞ্জিয়াল
– স্পাইনাল এক্সেসরি
5. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না:-
– ইনসুলিন
– এড্রিনালিন
– থাইরক্সিন
– পেপসিন
6. দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সাথে যুক্ত মস্তিষ্কের অংশটি হলো
– হাইপো থ্যালামাস
– লঘুমস্তিস্ক
– সুষুন্মা শীর্ষক
– থ্যালামাস
7. জিব্বেরেলিন হলো:-
– পিউরিন গোষ্ঠীভুক্ত
– কোনোটিই নয়
– টারপিনয়েড গোষ্ঠীভুক্ত
– পিরিমিডিন গোষ্ঠীভুক্ত
8. স্নায়ুকোষের কোন কোষীয় অঙ্গাণু নিষ্ক্রিয় ?
– সেন্ট্রোজোম
– লাইসোজোম
– রাইবোজোম
– মেসোজোম
9. নিউরোনের বহির্মুখী শাখাকে কি বলা হয় ?
– ডেনড্রন
– নিজল দানা
– সাইটন
– অ্যাক্সণ
10. পশ্চাদ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হলো:-
– TSH
– GTH
– STH
– অক্সিটোসিন
11. রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে ও পেশিকোষে গ্লাইকোজেনে রূপান্তরকারী হরমোনটির নাম হলো :-
– ইনসুলিন
– গ্লুকাগন
– থাইরক্সিন
– এড্রিনালিন
12. স্নায়ুসন্নিধিতে নিঃসৃত রাসায়নিক পদার্থকে বলে:-
– ট্রফিক হরমোন
– নিউরোট্রান্সমিটার
– প্যারাক্রীন হরমোন
– নিউরোহরমোন
13. প্রদত্ত প্রাণী হরমোন গুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় ?
– ইনসুলিন
– STH
– এড্রিনালিন
– থাইরক্সিন
14. চোখের পিতবিন্দু রয়েছে:-
– কোরয়েডে
– রেটিনায়
– সিলিয়ারি বডিতে
– স্ক্লেরাতে
15. এন্টিকিটোজেনিক হরমোন বলা হয়:-
– প্রোল্যাকটিনকে
– STH -কে
– ইনসুলিনকে
– গ্লুকাগনকে
16. একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হলো:-
– অকিউলোমোটর
– অলফ্যাক্টরি
– অপটিক
– অডিটরি
17. স্নায়ুসন্ধি অঞ্চল থেকে নিঃসৃত হরমোনকে বলে:-
– প্যারাক্রীন হরমোন
– নিউরোহরমোন
– গ্রোথ হরমোন
– অটোক্রিন হরমোন
18. উল্লিখিত কোনটির সাথে সোয়ান কোষ যুক্ত থাকে ?
– কোষদেহ
– অ্যাক্সন
– ডেনড্রাইট
– সাইন্যাপ্স
19. সবচেয়ে স্ফীত করোটীয় স্নায়ুটি হলো:-
– ভেগাস
– অডিটরি
– ট্রাইজেমিনাল
– ট্রকলিয়ার
20. মস্তিষ্কের কোন অংশ দেহের অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে ?
– লঘুমস্তিস্ক
– হাইপোথ্যালামাস
– থ্যালামাস
– গুরুমস্তিস্ক
21. মস্তিষ্কের গহ্বরকে বলে:-
– নিউরোহিউমোর
– নিউরোসিল
– অলিন্দ
– নিলয় বা ভেন্ট্রিকল
22. স্নায়ুকোষের কোষদেহকে বলা হয়:-
– কো-ল্যাটারাল
– ডেনড্রন
– অ্যাক্সন
– নিউরোসাইটন
23. স্ত্রীদেহে ডিম্বাশয়ের ফলিকলের বৃদ্ধি ঘটিয়ে ডিম্বাণু উৎপাদন ও পুরুষের দেহে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপিত করে:-
– ADH
– STH
– FSH
– ICSH
24. ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ কোন ট্রফিক হরমোন নিয়ন্ত্রণ করে ?
– LH
– ADH
– FSH
– ACTH
25. একটি বহির্বাহী স্নায়ুর উদাহরণ হলো
– ফেসিয়াল
– অপটিক
– ভেগাস
– অকিউলোমোটর
26. প্রতিবর্ত ক্রিয়া প্রধানত নিয়ন্ত্রিত হয় ________ দ্বারা ।
– হাইপোথ্যালামাস
– থ্যালামাস
– সুষুন্মাকান্ড
– লঘুমস্তিস্ক
27. উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো:-
– থাইরক্সিন
– অক্সিন
– জিব্বেরেলিন
– সাইটোকাইনিন
28. শ্বাস ক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কোন হরমোন ?
– সবগুলি
– পনস
– সেরিবেলাম
– থ্যালামাস
29. স্বীটিও করোটীয় স্নায়ুটি হলো:-
– অকিউলমোটর
– অলফ্যাক্টরি
– অপটিক
– অডিটরি
30. কোন হরমোনটি গোনাডোট্রপিক হরমোন নয় ?
– ICSH
– LH
– ACTH
– FSH
31. স্নায়ুকোষকে পুষ্টি উপাদান সরবরাহকারী উপাদান সংশ্লেষিত হয় :-
– নিউরোগ্লিয়াতে
– গ্যাংলিয়নে
– সাইন্যাপসে
– নিউরোনে
32. প্রদত্ত কোন অন্ত:ক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয় ?
– থাইরয়েড
– শুক্রাশয়
– এড্রিনাল
– পিটুইটারি
33. প্রদত্ত কোন উৎস থেকে জিব্বেরেলিন ক্ষরিত হয় ?
– বীজের বীজপত্র ও অঙ্কুরিত চারাগাছ
– ডাবের জল
– ভুট্টার শস্য
– আপেল
34. একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন হলো:-
– কাইনিন
– অক্সিন
– জিব্বরেলিন
– অক্সিটোসিন
35. অক্সিন হলো:-
– রেচন পদার্থ
– উদ্ভিদ হরমোন
– প্রাণী হরমোন
– উৎসেচক
36. স্নায়ুর সর্ববহিস্থ আবরণীর নাম :-
– এপিনিউরিয়াম
– এন্ডো নিউরিয়াম
– নিউরোলেমা
– পেরিনিউরিয়াম
37. প্রতিবর্তী কেন্দ্র হিসেবে কাজ করে
– থ্যালামাস
– মেটাথ্যালামাস
– হাইপোথ্যালামাস
– এপিথ্যালামাস
38. ডায়াবেটিস মেলিটাস (মধুমেহ ) -এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম ?
– এড্রিনালিন
– থাইরক্সিন
– টেস্টোস্টেরন
– ইনসুলিন
39. মস্তিষ্কের কোন অংশ মানসিক আবেগ অর্থাৎ ভয়, লজ্জা, ক্রোধ, পীড়ন, চাপ, তাপ, ভালোবাসা ইত্যাদি নিয়ন্ত্রণ করে ?
– লঘুমস্তিস্ক
– থ্যালামাস
– হাইপোথ্যালামাস
– গুরুমস্তিস্ক
40. পর পর উপস্থিত এমন দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে কি বলে ?
– কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
– নিউরোসিল
– সাইন্যাপসিস
– সাইন্যাপস
41. অশ্রুতে উপস্থিত উৎসেচকটি হলো
– পেপসিন
– লাইপেজ
– লাইসোজোম
– অ্যামাইলেজ
42. প্রদত্ত কোন প্রাণীর একনেত্র দৃষ্টি হয় ?
– বাঘ
– বানর
– ব্যাঙ
– প্যাঁচা
43. মানুষের অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম নয়
– কনীনিকা
– কর্নিয়া
– লেন্স
– একুয়াস হিউমোর
44. অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন হলো :-
– ইস্ট্রোজেন
– গ্রোথ হরমোন
– এড্রিনালিন
– গ্লুকাগন
45. একটি চল্লিশোর্দ্ধ ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখছেন কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখছেন । এটি হতে পারে :-
– প্রেসবায়োপিয়া
– ক্যাটারাক্ট
– হাইপারোপিয়া
– মায়োপিয়া
46. ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখা যায় প্রদত্ত যে হরমোন দুটির মধ্যে সেটি হলো:-
– ACTH-ADH
– TSH – T4
– ইনসুলিন -গ্লুকাগন
– ACTH-STH
47. স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয়:-
– এসিটাইল কোলিন
– নিউরোপ্লাজম
– অ্যাক্সপ্লাজাম
– ডেন্ড্রোপ্লাজম
48. থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হলো :-
– শুক্রাশয়
– থাইরয়েড
– অগ্ন্যাশয়
– এড্রিনাল
49. মৃদু আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে যে কোষ তা হলো:-
– রড কোষ
– দেহ কোষ
– কোন কোষ
– জনন কোষ
50. মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হলো:-
– ACTH
– ADH
– ইস্ট্রোজেন
– TSH
Comments are closed.