১০০ টি মিক্সড GK MCQ প্রশ্ন ও উত্তর – সেট ৬

১০০ টি মিক্সড GK MCQ প্রশ্ন ও উত্তর – সেট ৬

দেওয়া রইলো ১০০টি Mixed GK / সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর ।

দেখে নাও সাধারণ জ্ঞানের সমস্ত সেটগুলি 

1. OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত
– Vienna
– Kuwait
– France
– London

2. ভদ্রা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত
– কর্ণাটক
– বিহার
– অরুণাচল প্রদেশ
– আসাম

3. আদর্শ পানীয় জলে কলিফর্ম কাউন্টের মান কত?

–  0
–  3
– 14
– 7

4. অগ্নিপরীক্ষা কে লিখেছেন
– বেদব্যাস
– আচার্য তুলসী দাস
– কালিদাস

5. গরমপানী অভয়ারণ্যটি _ এ অবস্থিত?
– Junagarh, Gujarat
– Diphu, Assam
– Kohima, Nagaland
– Gangtok, Sikkim

6. 505) তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল
– 18
– 22
– 21
– 20

7. গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
– হরিয়ানা
– মধ্যপ্রদেশ
– পাঞ্জাব
– উত্তর প্রদেশ

8. ভারতের সর্ব প্রথম মে দিবস পালন করা হয় কোথায়
– কেরালা
– কলকাতা
– হায়দ্রাবাদ
– বোম্বে

9. দক্ষিণ – পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর কোনটি ?
– হাজিপুর
– জব্বলপুর
– সেকেন্দ্রাবাদ
– হুবলী

10. মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
– আসাম
– ছত্রিশগড়
– কোনোটিই নয়
– মেঘালয়

দেখে নাও ২৫টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর – সেট ৫ 

11. ENIGMATIC Antonyms কি

– mysterious
– enigmatic
– confusing
– straightforward

12. কার্যের এসআই একক কি
– Ampere
– Watt
– Volt
– Joule

13. ভারতবর্ষের ব্যস্ততম রেল স্টেশন কোনটি ( প্যাসেঞ্জের সংখ্যার ভিত্তিতে ) ?
– শিয়ালদহ
– ডিব্রুগড়
– ভিক্টোরিয়া টার্মিনাস
– হাওড়া

14. পশ্চিমবঙ্গের টোটো পাড়ায় বসবাস করে পৃথিবীর অন্যতম বিরল জনগোষ্ঠীর মানুষ টোটোরা । এই টোটোপাড়া পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
– জলপাইগুড়ি
– দার্জিলিং
– আলিপুরদুয়ার
– কালিম্পং

15. ভুটানের প্রবেশদ্বার নিচের কোনটিকে বলা হয় ?
– বক্সাদুয়ার দুর্গ
– নল রাজার গড়
– বাগডোগরা
– মালবাজার

16. WCO এর সদর দপ্তর কোথায়?
– বেলজিয়াম
– জেনিভা
– ভিয়েতনাম
– প্যারিস

17. পান্না টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ?
– মধ্যপ্রদেশ
– মহারাষ্ট্র
– উত্তর প্রদেশ
– কোনোটিই নয়

18. কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নাম্বার ব্যবহৃত হয় ?
– মহাকাশযান
– জাহাজ
– শব্দ
– এয়ারক্রাফট

19. সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
– চেন্নাই
– মুম্বাই
– কলকাতা
– দিল্লি

20. নিচের কোনটির মধ্যে সোডিয়াম সংরক্ষণ করে রাখা হয় ?
– জল
– ডিজেল
কেরোসিন
– পেট্রোল

Comments are closed.

Scroll to Top