বিভিন্ন ঐতিহাসিক রাজা ও তাদের উপাধি তালিকা
রাজার নাম | উপাধী | |
---|---|---|
১ | অজাতশত্রু | কুনিক |
২ | অমোঘ বর্ষা | বীর নারায়ণ |
৩ | অশোক | প্রিয়দর্শী |
৪ | ইব্রাহিম কুতুবশাহ | মল্কিবরম |
৫ | ইব্রাহিম লোদী | ইব্রাহিম শাহ |
৬ | কনিষ্ক | দেবপুত্র |
৭ | কুতুবুদ্দিন আইবক | লাখ বক্স, মালিক |
৮ | কৃষ্ণদেব রায় | যবনরাজ, স্থাপনাচার্য |
৯ | গৌতমীপুত্র সাতকর্নি | ক্ষত্রিয় দর্প মানমর্দন |
১০ | চতুর্থ বিক্রমাদিত্য | ত্রিভুবন, মাল্লা |
১১ | চন্দ্রগুপ্ত মৌর্য | স্যাক্রকোটাস, অ্যাক্রকোটাস |
১২ | জুনা খাঁ | মহম্মদ বিন তুঘলক |
১৩ | তৃতীয় গোবিন্দ | জগতুঙ |
১৪ | দ্বিতীয় চন্দ্রগুপ্ত | বিক্রমাদিত্য |
১৫ | দ্বিতীয় পুলকেশী | পরমেশ্বর |
১৬ | দ্বিতীয় বিক্রমাদিত্য | নরেন্দ্র, মৃগরাজ |
১৭ | ধননন্দ | অগ্রমিজ |
১৮ | প্রথম নরসিংহ বর্মন | মহামল্ল |
১৯ | প্রথম মহেন্দ্রবর্মন | বিচিত্রচিত্ত |
২০ | প্রথম রাজেন্দ্র চোল | গঙ্গাইকোন্ড |
২১ | বাবর | গাজী |
২২ | বিন্দুসার | অমিত্রঘাত |
২৩ | বিম্বিসার | শ্রেনীক |
২৪ | বৈরাম খান | খান বাবা |
২৫ | মহম্মদ গজনি | বুতশিকন |
২৬ | মহাপদ্মনন্দ | অগ্রসেন |
২৭ | শেরশাহ | হজরত-এ-আলা |
২৮ | হর্ষবর্ধন | শিলাদিত্য |
২৯ | হাল | কবিবৎসল |
এরকম আরও কিছু পোস্ট :
- বিভিন্ন রাজা ও তাদের সভাকবি তালিকা
- প্রাচীন ভারতের বিভিন্ন ধরণের মুদ্রা
- বিশ্বের বিভিন্ন দেশের জাতির জনক তালিকা
- কোন ঐতিহাসিক পর্যটক কার আমলে ভারতে আসেন
- ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা
Covered Topics : বিভিন্ন রাজার উপাধি, উল্লেখযোগ্য রাজা ও তার উপাধি, কুনিক কার উপাধি ছিল?, বিক্রমাদিত্যের উপাধি কী ছিল?, ঐতিহাসিক রাজা ও তাদের উপাধি, রাজাদের ডাকনাম