ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা
ভারতের কোন নদীর উৎস কোথায় এবং সেই নদী কোথায় গিয়ে পড়েছে তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো ।
নং | নদী | উৎস | পতন |
---|---|---|---|
১ | কাবেরী | ব্রহ্মগিরি শৃঙ্গ | বঙ্গোপসাগর |
২ | কৃষ্ণা | মহাবালেশ্বর শৃঙ্গ | বঙ্গোপসাগর |
৩ | গঙ্গা | গঙ্গোত্রী হিমবাহ | বঙ্গোপসাগর |
৪ | গোদাবরী | ত্রিম্বক পর্বত | বঙ্গোপসাগর |
৫ | ঘাটপ্রভা | পশ্চিমঘাট পর্বত | কৃষ্ণা নদী |
৬ | জলঢাকা | সিকিমের হিমালয় | ব্রহ্মপুত্র |
৭ | ঝিলাম | ভেরিনাগ পাহাড় | চেনাব |
৮ | তাপ্তি | মহাদেব পর্বত | কাম্বে উপসাগর |
৯ | তিস্তা | পয়োহুনরি হিমবাহ | ব্রহ্মপুত্র |
১০ | তুঙ্গভদ্রা | পশ্চিমঘাট পর্বত | কৃষ্ণা নদী |
১১ | দামোদর | খামারপাত শৃঙ্গ | হুগলী নদী |
১২ | ধানসিঁড়ি | নাগা পাহাড় | ব্রহ্মপুত্র |
১৩ | নর্মদা | অমরকন্টক শৃঙ্গ | কাম্বে উপসাগর |
১৪ | বিপাশা | রোটাং গিরিপথ | শতদ্রু নদী |
১৫ | ব্রহ্মপুত্র | চেমাযুংদুং হিমবাহ | বঙ্গোপসাগর |
১৬ | ভীমা | পশ্চিমঘাট পর্বত | কৃষ্ণা নদী |
১৭ | ময়ূরাক্ষী | ত্রিকুট পাহাড় | হুগলী নদী |
১৮ | মহানদী | সিয়াওয়ারা উচ্চভূমি | বঙ্গোপসাগর |
১৯ | মাহি | বিন্ধ পর্বত | কাম্বে উপসাগর |
২০ | মুসী | মেডাক জেলা | কৃষ্ণা নদী |
২১ | যমুনা | যমুনেত্রী হিমবাহ | ——— |
২২ | লুনি | পুস্কর ভ্যালি | কচ্ছের রান |
২৩ | শতদ্রু | রাক্ষসতাল হ্রদ | সিন্ধুর উপনদী |
২৪ | সবরমতী | আরাবল্লী পর্বত | খাম্বাত উপসাগর |
২৫ | সিন্ধু | সিন-কা-কাব উষ্ণ প্রস্রবণ | আরবসাগর |
এরকম আরও কিছু পোস্ট :
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা
বিশ্বের নদী তীরবর্তী শহর তালিকা
পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী তালিকা
ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ সমূহ
কোন নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত
Covered Topics : ভারতের নদ-নদী, ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল, উল্লেখযোগ্য নদী ও তার উৎসস্থল, Source and Mouth of Indian Rivers, Origin of Indian Rivers
Download Section
- File Name: ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা
- File Size: 80 KB
- No. of Pages: 02
- Format: PDF
- Language: Bengali