সৌরজগতের গ্রহ ও বামন গ্রহের উপগ্রহ সংখ্যা
সৌরজগতের বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা
নং | গ্রহ | উপগ্রহ সংখ্যা | উল্লেখযোগ্য উপগ্রহ |
---|
১ | বুধ | ০ | – |
২ | শুক্র | ০ | – |
৩ | পৃথিবী | ১ | চাঁদ |
৪ | মঙ্গল | ২ | ফোবোস, ডিমোস |
৫ | বৃহস্পতি | ৭৯ | গ্যানিমিড, ইউরোপা |
৬ | শনি | ৮২ | টাইটান |
৭ | ইউরেনাস | ২৭ | মিরান্ডা, ওবেরন |
৮ | নেপচুন | ১৪ | ট্রাইটন |
সৌরজগতের বিভিন্ন বামন গ্রহের উপগ্রহ সংখ্যা
নং | বামন গ্রহ | উপগ্রহ সংখ্যা | উল্লেখযোগ্য উপগ্রহ |
---|
১ | প্লুটো | ৫ | হাইড্রা, নিক্স |
২ | এরিস | ১ | ডিসনোমিয়া |
৩ | হাউমেয়া | ২ | নামাকা, হিয়াকা |
৪ | মেকমেক | ১ | S/2015(136472)1 |
৫ | সেরেস | ০ | – |
সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : কত বছর পৃর্বে পৃথিবীর জন্ম হয়েছে ?
উত্তরঃ প্রায় ৫০০ কোটি বছর ।
প্রশ্ন : ধুমকেতু কি ?
উত্তরঃ মহাকাশের লেজ আকৃতিকর উজ্জল জ্যোতিষ্ককে ধুমকেতু বলে ।
প্রশ্ন : পৃথিবীর আয়াতন কত ?
উত্তরঃ প্রায় ১৯ কোটি ২০ লক্ষ মাইল ।
প্রশ্ন : কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত ?
উত্তরঃ ইউরেনাস ।
প্রশ্ন : পৃথিবী র্সূয থেকে দূরত্বের দিক দিয়ে তৃতীয় গ্রহ কোনটি ?
উত্তরঃ পৃথিবী ।
প্রশ্ন : পৃথিবীর ‘জমজ, নামে পরিচিত গ্রহ কোনটি ?
উত্তরঃ শুক্র ।
প্রশ্ন : পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
উত্তরঃ শুক্র ।
প্রশ্ন : সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
উত্তরঃ বুধ ।
প্রশ্ন : সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি ?
উত্তরঃ বৃহস্পতি ।
প্রশ্ন : সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি ?
উত্তরঃ বুধ ।
প্রশ্ন : নীহারিকা কোন পর্দাথ দ্বারা পূর্ণ থাকে ?
উত্তরঃ গ্যাসীয় পর্দাথ ।
প্রশ্ন : কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ?
উত্তরঃ ৭৬ বছর পর পর ।
প্রশ্ন : লীপ ইয়ারের বছর কত দিনে হয় ?
উত্তরঃ ৩৬৬ দিনে ।
প্রশ্ন : পৃথিবীর মেরু কতটি ?
উত্তরঃ দুটি ।
প্রশ্ন : আয়তনে সৃর্য্ পথিবী থেকে কত গুণ বড় ?
উত্তরঃ ১৩,০০,০০০ গুণ বড় ।
প্রশ্ন : পৃথিবীর উপ গ্রহ কোনটি ?
উত্তরঃ চাঁদ ।
প্রশ্ন : নক্ষত্র কোনটি ?
উত্তরঃ সৃর্য ।
প্রশ্ন : কোন কোন গ্রহের কোন উপগ্রহ নেই ?
উত্তর: বুধ এবং শুক্রের কোন উপগ্রহ নেই ।
প্রশ্ন : সৌরজগতের কতটি উপগ্রহ রয়েছে ?
উত্তর: ৪১টি ।
প্রশ্ন : সৃর্যের ব্যাস কত ?
উত্তরঃ প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার ।
প্রশ্ন : কোন তারিখে দিন রাত সমান ?
উত্তর: ২৩ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ।
প্রশ্ন : কোনটি সবচেয়ে বড় রাত ?
উত্তর: ২২ ডিসেম্বর ।
প্রশ্ন : পৃথিবীর উত্তর গোলাধে সবচেয়ে বড় দিন কোনটি ?
উত্তর: ২১ জুন ।
প্রশ্ন : কোনটি পৃথিবীর নিকটতম তারকা ?
উত্তর: সূর্য ।
প্রশ্ন : আপন অক্ষের উপর ঘুরতে পৃথিবী কত সময় লাগে ?
উত্তর: ২৪ ঘণ্টা ।
প্রশ্ন : সূর্য থেকে কোন গ্রহটির দূরত্ব সবচেয়ে কম ?
উত্তর: বুধ ।
প্রশ্ন : কোন তারিখে পৃথিবীর উত্তর গোলাধে দিন সবচেয়ে বড় ?
উত্তর: ২১ জুন ।
প্রশ্ন : কোনটি সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র ?
উত্তর: সৃর্য ।
প্রশ্ন : মহাকাশের অসংখ্যা জ্যোতিষ্ক নিয়ে যে জগৎ সৃষ্টি হয় তাকে কি বল ?
উত্তর: বিশ্বজগৎ ।
প্রশ্ন : উপগ্রহ কোনটি ?
উত্তরঃ চন্দ্র ।
প্রশ্ন : সৌরজগতের কোনটির নিজের আলো আছে ?
উত্তর: সূর্য ।
প্রশ্ন : পৃথিবীতে দিন-রাত হয় কোনটির কারণে ?
উত্তর: আহ্ণিক গতির কারণে ।