বিভিন্ন মহাদেশের প্রণালী সমূহ – বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী
মহাদেশভিত্তিক বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী সমূহের তালিকা নিচে দেওয়া রইলো।
এশিয়া মহাদেশের বিভিন্ন প্রণালী
প্রণালী |
সংযুক্ত করেছে |
বিচ্ছিন্ন করেছে |
১০ ডিগ্রি চ্যানেল |
বঙ্গোপসাগর ও আন্দামান সাগর |
লিটল আন্দামান ও কার নিকোবর দ্বীপপুঞ্জ |
কোরিয়া প্রণালী |
জাপান ও পূর্ব চীনসাগর |
দক্ষিন কোরীয়া ও জাপান |
ডানপকান প্যাসেজ |
বঙ্গোপসাগর ও আন্দামান সাগর |
গ্রেট আন্দামানের র্যাটল্যান্ড দ্বীপ ও লিটল আন্দামান |
তাইওয়ান প্রণালী |
পূর্ব চীন ও উত্তর চীন সাগর |
তাইওয়ান ও এশিয়া ভূখন্ড |
তাতার প্রণালী |
ওখটক্স ও জাপান সাগর |
রাশিয়া ও সাখালিন |
বেরিং প্রণালী |
সাইবেরিয়া সাগর ও বেরিং সাগর |
এশিয়া ও উত্তর আমেরিকা |
মাকাসার প্রনালী |
সেলেবস সাগর ও জাভা সাগর |
বোর্নিও সেলেবস দ্বীপ পুঞ্জ |
মালাক্কা প্রনালী |
জাভা সাগর ও বঙ্গোপসাগর |
মালয় উপদ্বীপ ও সুমাত্রা |
লাজোন প্রণালী |
দক্ষীণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর |
তাইওয়ান ও ফিলিপিন্স |
সুন্ডা প্রণালী |
জাভা সাগর ও ভারত মহাসাগর |
জাভা ও সুমাত্রা |
হর্মুজ প্রণালী |
ওমান ও পারস্য উপসাগর |
আরব আমিরশাহি ও ইরান |
উত্তর আমেরিকার বিভিন্ন প্রণালী
প্রণালী |
সংযুক্ত করেছে |
বিচ্ছিন্ন করেছে |
ডেভিস প্রণালী |
বাফিন উপসাগর ও লাব্রাডর সাগর |
বাফিন দ্বীপ ও লাব্রাডর উপদ্বীপ |
নায়ারস্ প্রণালী |
আর্কটিক মহাসাগর ও বাফিন উপসাগর |
গ্রিনল্যান্ড ও এলিস্মেয়ার দ্বীপ |
ফ্লোরিডা প্রণালী |
মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর |
ফ্লোরিডা ও কিউবা |
বেরিং প্রণালী |
আর্কটিক সাগর ও বেরিং সাগর |
এশিয়া ও উত্তর আমেরিকা |
বেল আইল প্রণালী |
আটলান্টিক মহাসাগর ও সেন্ট লরেন্স উপসাগর |
বাফিন দ্বীপ ও ল্যাব্রাডর উপদ্বীপ |
হাডসন প্রণালী |
হাডসন উপসাগর ও লাব্রাডর সাগর |
বাফিন দ্বীপ ও লাব্রাডর উপদ্বীপ |
দক্ষিন আমেরিকা মহাদেশের বিভিন্ন প্রণালী
প্রণালী |
সংযুক্ত করেছে |
বিচ্ছিন্ন করেছে |
ম্যাগেলান প্রণালী |
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর |
দক্ষিন আমেরিকার মূল ভূখন্ডের দিক্ষিন অংশ ও তিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জ |
ওশিয়ানিয়া মহাদেশের বিভিন্ন প্রণালী
প্রণালী |
সংযুক্ত করেছে |
বিচ্ছিন্ন করেছে |
বালি প্রণালী |
ভারত মহাসাগর ও বালি সাগর |
জাভা এবং বালি দ্বীপপুঞ্জ |
ব্যাস প্রণালী |
গ্রেট অস্ট্রেলিয়ান সাগর ও তাসমান সাগর |
তাসমানিয়া দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়ার মূল ভূখন্ড |
আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রণালী
প্রণালী |
সংযুক্ত করেছে |
বিচ্ছিন্ন করেছে |
জিব্রাল্টার প্রণালী |
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর |
ইউরোপ ও আফ্রিকা |
তিরাণ প্রণালী |
অ্যাকুয়া উপসাগর ও লোহিত সাগর |
সাইনাই ও আরব উপদ্বীপ |
বাব-এল-মান্দের প্রণালী |
লোহীত সাগর ও এডেন সাগর |
জিবৌতি ও ইয়েমেন |
জাঞ্জিবার প্রণালী |
ভারত মহাসাগর |
জাঞ্জিবার দ্বীপপুঞ্জ ও তানজানিয়া |
ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রণালী
প্রণালী |
সংযুক্ত করেছে |
বিচ্ছিন্ন করেছে |
সিসিলি প্রণালী |
পশ্চিম ও পূর্ব ভূমধ্যসাগর |
সিসিলি দ্বীপপুঞ্জ ও তিউনেশিয়া |
ওটরান্টো প্রণালী |
ইতালি ও আলবেনিয়া |
অ্যাড্রিয়াটিক ও গ্রেট ব্রিটেন |
কর্ফু প্রণালী |
অ্যাড্রিয়াটিক সাগর ও আয়োনিয়ান সাগর |
আলবেনিয়া ও গ্রিস |
সেন্ট জর্জ চ্যানেল |
আইরিশ সাগর ও সেল্টিক সাগর |
আয়াল্যান্ড ও গ্রেট ব্রিটেন |
আরও দেখে নাও :
Covered Topics : Major Straits of the world, বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী, অনুযায়ী বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালী, বিভিন্ন মহাদেশের প্রণালী, The Channel of Different Continents, Important Straits and Channels in the World, বিভিন্ন মহাদেশের প্রণালী সমূহ, বিভিন্ন প্রণালীর নাম,অবস্থান,সংযুক্তকরণ,বিভক্তিকরণ