ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা তালিকার দেওয়া রইলো ।
নং | রাজ্য | সরকারি ভাষা |
---|---|---|
১ | অন্ধ্রপ্রদেশ | তেলেগু |
২ | অরুণাচল প্রদেশ | ইংরেজি |
৩ | আসাম | অসমিয়া |
৪ | উত্তরপ্রদেশ | হিন্দি |
৫ | উত্তরাখণ্ড | হিন্দি |
৬ | ওড়িশা | ওড়িয়া |
৭ | কর্ণাটক | কন্নড় |
৮ | কেরল | মালয়ালম |
৯ | গুজরাট | গুজরাটি |
১০ | গোয়া | কোঙ্কনি |
১১ | ছত্রিশগড় | হিন্দি |
১২ | ঝাড়খণ্ড | হিন্দি |
১৩ | তামিলনাড়ু | তামিল |
১৪ | তেলেঙ্গানা | তেলেগু |
১৫ | ত্রিপুরা | বাংলা, ইংরেজি, ককবরক |
১৬ | নাগাল্যান্ড | ইংরেজি |
১৭ | পশ্চিমবঙ্গ | বাংলা |
১৮ | পাঞ্জাব | পাঞ্জাবি |
১৯ | বিহার | হিন্দি |
২০ | মণিপুর | মণিপুরি |
২১ | মধ্যপ্রদেশ | হিন্দি |
২২ | মহারাষ্ট্র | মারাঠি |
২৩ | মিজোরাম | মিজো, হিন্দি, ইংরেজি |
২৪ | মেঘালয় | ইংরেজি |
২৫ | রাজস্থান | হিন্দি |
২৬ | সিকিম | ইংরেজি |
২৭ | হরিয়ানা | হিন্দি |
২৮ | হিমাচল প্রদেশ | হিন্দি |
ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা
নং | কেন্দ্রশাসিত অঞ্চল | সরকারি ভাষা |
---|---|---|
1 | আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ | হিন্দি, ইংরেজি |
2 | চণ্ডীগড় | ইংরেজি |
3 | দাদরা ও নগর হাভেলি | মারাঠি, গুজরাটি এবং হিন্দি |
4 | দমন ও দিউ | কঙ্কানি এবং গুজরাটি |
5 | দিল্লি | হিন্দি |
6 | লাক্ষাদ্বীপ | মালয়লম এবং ইংরেজি |
7 | পুদুচেরি | তামিল |
8 | জম্মু ও কাশ্মীর | উর্দু |
9 | লাদাখ | উর্দু, ইংরেজি |
এরকম আরও কিছু পোস্ট :
- ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা তালিকা
- ভারতের বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম
- কোন নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত
- ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য
- ভারতের বিভিন্ন যমজ শহরের তালিকা
Covered Topics : ভারতের বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা, List of Indian States and their Official Languages , ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী ভাষা, ভারতের সরকারি ভাষাসমূহ, ভারতের ২৮ টি রাজ্যের সরকারি ভাষা তালিকা
Download Section
- File Name: ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা তালিকা
- File Size: 106 KB
- No. of Pages: 03
- Format: PDF
- Language: Bengali