লক্ষ্মীর ভান্ডার প্রকল্প
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা ২০২১ সালে চালু করা এক প্রকল্প যার মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের গৃহবধূদের স্বনির্ভর করা। এই প্রকল্পের আওতায় প্রায় ১.৬ কোটি পরিবারের গৃহবধূরা প্রতিমাসে কিছু পরিমান আর্থিক সাহায্য সরাসরি পেয়ে যাবে তাদের ব্যাঙ্ক একাউন্ট এ ।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যোগ্যতা
- পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে হবে।
- গৃহস্থ বধূ হতে হবে।
- আবেদনের সময় ২৫-৬০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিছু তথ্য
প্রকল্পের নাম | লক্ষ্মীর ভান্ডার প্রকল্প |
---|---|
কারাপাবে | গৃহস্থ মহিলা |
মাসিকটাকা | ৫০০-১০০০ হাজার |
বছরে টাকা | ৬-১২ হাজার |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
আবেদন শুরু | ১৬ আগস্ট ২০২১ |
আবেদন শেষ | ১৫ সেপ্টেম্বর ২০২১ |
টাকা ঢোকা শুরু হবে | ১ সেপ্টেম্বর থেকে, ২০২১ |
আবেদন মাধ্যম | দুয়ারে সরকারক্যাম্প |
কারা কত টাকা পাবেন
- সাধারণ ঘরের মহিলারা পাবেন প্রতিমাসে ৫০০ টাকা
- তফসিলি জাতি / উপজাতি ঘরের মহিলারা প্রতিমাসে পাবেন ১০০০ টাকা করে।
এই স্কিমে বাজেট ধরা হয়েছে ১২ হাজার ৯০০ কোটি টাকা।