Aditya L1 Questions Anwers in Bengali : দেওয়া রইলো আদিত্য এল ১ প্রশ্ন উত্তর।
আদিত্য এল ১ মিশন কী?
উত্তর :- এটি একটি সৌর মিশন
এটি ভারতের কততম সৌর মিশন?
উত্তর :- প্রথম
“Aditya-L1”-এর পুরো কথা কী?
উত্তর :- Aditya Lagrangian Point 1
আদিত্য শব্দের অর্থ কী?
উত্তর :- সূর্য
দেখে নাও : G20 সম্মেলন 2023 প্রশ্ন উত্তর PDF -G20 Summit Question Answers in Bengali
আদিত্য এল ১ মিশনটি লঞ্চ কবে লঞ্চ করা হলো?
উত্তর :- ২০২৩ সালের ২রা সেপ্টেম্বর তারিখে সকাল ১১টা ৫০ মিনিটে
কোথা থেকে এই মিশনটি লঞ্চ করা হলো?
উত্তর :- অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে
আদিত্য এল ১ মিশনের বাজেট কত?
উত্তর :- প্রায় ৪০০ কোটি টাকা
কোন সংস্থা এই মিশনটি পরিচালনা করছে?
উত্তর :- ISRO
Aditya-L1 মিশনের প্রিন্সিপাল সাইন্টিস্ট কে?
উত্তর :- ড. শঙ্করাসুব্রমনিয়ান কে.
Aditya L1-এর কন্ট্রোল সিস্টেমের প্রোজেক্ট ম্যানেজার কে?
উত্তর :- গায়ত্রী মালহোত্রা
কোন অরবিট বা কক্ষপথে আদিত্য এল-১ রাখা হবে?
উত্তর :- Halo orbit
Aditya-L1 মিশনের মোট পরিকল্পিত সময়কাল কত?
উত্তর :- ৫.২ বছর
কোন রকেটের মাধ্যমে Aditya-L1 লঞ্চ করা হলো?
উত্তর :- PSLV-C57
PSLV-এর পুরো কথা কী?
উত্তর :- Polar Satellite Launch Vehicle
লাগারাঞ্জ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে কত দিন সময় লাগবে?
উত্তর :- ১২৫ দিন
পৃথিবী থেকে কত দূরে Lagrangian Point 1 অবস্থিত?
উত্তর :- ১.৫ মিলিয়ন কিলোমিটার
আদিত্য এল-১-কে এই লাগারাঞ্জ পয়েন্টেই রাখার কারণ কী?
উত্তর :- কোনরকম বাধা ছাড়াই সূর্যকে পর্যবেক্ষণ করা যাবে
Aditya-L1 মিশনের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর :- সূর্যের কোরোনা অংশের গতিবিধি, সৌর ঝড় ও মহাকাশ এবং পৃথিবীতে তার প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ
এই মিশনে কত গুলি প্রধান বৈজ্ঞানিক যন্ত্রসমূহ বা পেলোডস রয়েছে?
উত্তর :- ৭টি
সেই যন্ত্র সমূহ গুলি কী কী?
উত্তর :- VELC, SUIT, ASPEX, PAPA, SoLEXS, HEL1OS এবং ম্যাগনেটোমিটার
Aditya-L1-এর মোট ওজন কত?
উত্তর :- ১৪৭৫ কেজি
কেবল যন্ত্রপাতি বা পেলোডের ওজন কত?
উত্তর :- ২৪৪ কেজি
L1 পয়েন্টে পৌঁছানোর আগে প্রাথমিকভাবে কোন অরবিটে আদিত্যকে রাখা হবে?
উত্তর :- Low Earth orbit
প্রতিদিন কত গুলি করে ফটো পাঠাতে পারবে Visible Emission Line Coronagraph (VELC)?
উত্তর :- ১৪৪০টি
কবে প্রথম Aditya-L1-এর ধারণা গঠন করা হয়েছিল?
উত্তর :- ২০০৮ সালে
কোন গণিতবিদের নামানুসারে লাগারাঞ্জ পয়েন্টের নামকরণ করা হয়েছিল?
উত্তর :- Josephy-Louis Lagrange
পৃথিবী ও সূর্যের মধ্যে কত গুলি লাগারাঞ্জ পয়েন্ট রয়েছে?
উত্তর :- ৫টি
কোন সালে লাগারাঞ্জ পয়েন্ট আবিষ্কৃত হয়েছিল?
উত্তর :- ১৭৭২ সালে
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name: Aditya L1 Questions Answers in Bengali
- File Size: 130 KB
- No. of pages: 02
- Format: PDF
- Language: Bengali