প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা
দেওয়া রইলো প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা তালিকা।
নং | গ্রন্থ | রচয়িতা |
---|---|---|
১ | অদ্ভুতসাগর | বল্লাল সেন |
২ | অভিজ্ঞান শকুন্তলম | কালিদাস |
৩ | অমরকোষ | অমরসিংহ |
৪ | অর্থশাস্ত্র | কৌটিল্য |
৫ | অষ্টাধ্যায়ী | পাণিনি |
৬ | আয়ুর্বেদ দীপিকা | চক্রপাণি দত্ত |
৭ | কথাসরিৎসাগর | সোমদেব |
৮ | কামসূত্র | বাৎসায়ন |
৯ | কিরাতার্জুনীয়ম | ভারবি |
১০ | গীতগোবিন্দ | জয়দেব |
১১ | চরকসংহিতা | চরক |
১২ | চাচনামা | কাজী ইসমাইল |
১৩ | দশকুমারচরিত | দণ্ডিণ |
১৪ | দানসাগর | বল্লাল সেন |
১৫ | দায়ভাগ | জীমূতবাহন |
১৬ | নাট্যশাস্ত্র | ভরতমুনি |
১৭ | পঞ্চতন্ত্র | বিষ্ণুশর্মা |
১৮ | পঞ্চসিদ্ধান্তিকা | বরাহমিহির |
১৯ | পবনদূত | ধোয়ী |
২০ | প্রিয়দর্শিকা | হর্ষবর্ধন |
২১ | বুদ্ধচরিত | অশ্বঘোষ |
২২ | বৃহৎকথা | গুণাঢ্য |
২৩ | ভোজপ্রবন্ধ | বল্লাল |
২৪ | মঙ্গলকাব্য | বিজয়গুপ্ত |
২৫ | মত্তবিলাস | মহেন্দ্রবর্মন |
২৬ | মহাভাষ্য | পতঞ্জলি |
২৭ | মালবিকাগ্নিমিত্রম | কালিদাস |
২৮ | মুদ্রারাক্ষস | বিশাখদত্ত |
২৯ | মৃচ্ছকটিকম | শূদ্রক |
৩০ | মেঘদূতম | কালিদাস |
৩১ | যুক্তিকল্পতরু | ভোজ |
৩২ | রত্নাবলী | হর্ষবর্ধন |
৩৩ | রামচরিত | সন্ধ্যাকর নন্দী |
৩৪ | রামচরিতমানস | গোস্বামী তুলসীদাস |
৩৫ | সপ্তসতী | গোবর্ধন |
৩৬ | সুশ্রুত সংহিতা | সুশ্রুত |
৩৭ | স্বপ্নবাসবদত্তা | ভাস |
এরকম আরও কিছু পোস্ট :
প্রশ্ন ও উত্তর
মুদ্রারাক্ষস কার লেখা ?
মুদ্রারাক্ষস লিখেছেন বিশাখদত্ত।
মৃচ্ছকটিক কার লেখা ?
শুদ্রক
সূর্যসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে?
আর্যভট্ট
বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে?
বরাহমিহির ।