বাংলা সমার্থক শব্দ তালিকা – প্রতিশব্দ

বাংলা সমার্থক শব্দ তালিকা – প্রতিশব্দ

বাংলা সমার্থক শব্দ তালিকা – প্রতিশব্দ ( Somarthok Shobdo ) তালিকা দেওয়া রইলো । সমার্থক শব্দ লিস্টবাংলা প্রতিশব্দ , bengali samarthak shabd

নংশব্দ সমার্থক শব্দ বা প্রতিশব্দ
অক্লান্তক্লান্তিহীন, শ্রান্তিহীন, অনলস, নিরলস, অদম্য, উদ্যমী, পরিশ্রমী, অশ্রান্ত
অক্ষয়চিরন্তন, ক্ষয়হীন, নাশহীন, অশেষ, অনন্ত, অব্যয়, অবিনাশী, অলয়, অনশ্বর, লয়হীন, অমর, স্থায়ী
অখন্ডসম্পূর্ণ, আস্ত, গোটা, অক্ষত, পূর্ণ, সমগ্র, সমাগ্রিক
অগ্নিঅনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি
অঙ্গদেহ, শরীর, অবয়ব, গা, গাত্র, বপু, তনু, গতর, কাঠামো, আকৃতি, দেহাংশ
অতনুমদন, অনঙ্গ, কাম, কন্দর্প
অন্ধকারআঁধার, তমঃ, তমিস্রা, তিমির, আন্ধার, তমস্র, তম
অপূর্বঅদ্ভুত, আশ্চর্য, অলৌকিক, অপরূপ, অভিনব, বিস্ময়কর, আজব, তাজ্জব, চমকপ্রদ, অবাক করা, মনোরম, সুন্দর
অবকাশসময়, ফূসরত, অবসর, ছুটি, সুযোগ, বিরাম
১০অবস্থাদশা, রকম, প্রকার, গতিক, হাল, স্তিতি, অবস্থান, পরিবেশ, ঘটনা, ব্যাপার, প্রসঙ্গ, হালচাল, স্টাটাস
১১আইনবিধান, কানুন, বিহিতক, অধিনিয়ম, বিধি, অনুবিধি, উপবিধি, ধারা, বিল, নিয়ম, নিয়মাবলি, বিধিব্যবস্থা
১২আকাশআসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ
১৩আদিপ্রথম, আরম্ভ, অগ্র, পূর্ব, প্রাচীন, মূল
১৪আনন্দহর্ষ, হরষ, পুলক, সুখ, স্ফূতর্ত, সন্তোষ, পরিতোষ, প্রসন্নতা, আমোদ, প্রমোদ, হাসি, উল্লাস, মজা, তুষ্টি, খুশি, হাসিখুশি
১৫আলোকআলো, জ্যোতি, কিরণ, দীপ্তি, প্রভা
১৬আসলখাঁটি, মূলধন, মৌলিক, মূল, প্রকৃত, যথার্থ
১৭ইচ্ছাআকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা
১৮উঁচুউচ্চ, তুঙ্গ, সমুন্নত, আকাশ-ছোঁয়া, গগনচূম্বী, অভ্রভেদী, অত্যুচ্চ, সুউচ্চ
১৯উত্তমপ্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, ভালো, অগ্রণী, অতুল
২০উত্তরজবাব, প্রতিবাক্য, মীমাংশা, সাড়া, সিদ্ধান্ত
২১উদাহরণদৃষ্টান্ত, নিদর্শন, নজির, নমুনা, উল্লেখ, অতিষ্ঠা
২২একতাঐক্য, মিলন, একত্ব, অভেদ, সংহতি, ঐক্যবদ্ধ, একাত্মতা, একীভাব
২৩কন্যামেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া
২৪কপালললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক
২৫কবুতরপারাবত, কপোত, পায়রা, নোটন, লোটন, প্রাসাদকুক্কুট
২৬কষ্টমেহনত, যন্ত্রনা, ক্লেশ, আয়াস, পরিশ্রম, দু:খ
২৭কুলবংশ, গোত্র, জাতি, বর্ণ, গণ, সমূহ, অনেক, যূথ, জাত, শ্রেণী, ইত্যাদি
২৮কোকিলপরভৃত, পিক, বসন্তদূত
২৯খ্যাতিযশ, প্রসিদ্ধি, সুখ্যাতি, সুনাম, নাম, সুবাদ, প্রখ্যাতি, সুযশ, বিখ্যাতি, নামযশ, নামডাক, প্রখ্যা, প্রচার, হাতযশ, প্রতিপত্তি, প্রতিষ্ঠা
৩০গরুগো, গাভী, ধেনু
৩১ঘরগৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান
৩২ঘোড়াঅশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম
৩৩চক্ষুচোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়
৩৪চতুরবুদ্ধিমান, নিপুণ, কুশল, ধূর্ত, ঠগ, চালাক, সপ্রতিভ
৩৫চন্দ্রচাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত
৩৬চাঁদসুধাকর, শশী, শশধর, দ্বিজরাজ, বিধু, সোম, নিশাপতি, সুধানিধি, রাকেশ, সুধাময়, ইন্দু, তারানাথ
৩৭চুলচিকুর, কুন্তল, কেশ, অলক
৩৮ছাত্রশিষ্য, শিক্ষানবিশ, পড়ুয়া
৩৯জটিলজড়ানো, কঠিন, শক্ত, খটমট, জটাযুক্ত
৪০জননীমা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী
৪১ঢেউতরঙ্গ, ঊর্মি, লহরী, বীচি, মওজ
৪২তীরকূল, তট, পাড়, সৈকত, পুলিন, ধার, কিনারা
৪৩দক্ষনিপুণ, পটু, পারদশী, কর্মঠ, সুনিপুন, কামিল
৪৪দখলঅধিকার, আয়ত্ত, জ্ঞান, কতৃত্ব, অধীনতা, পটুতা
৪৫দিনদিবা, দিবস, দিনমান
৪৬দেবতাঅমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর
৪৭দ্বন্দ্ববিরোধ, ঝগড়া, কলহ, বিবাদ, যুদ্ধ
৪৮ধরাপৃথিবী, ধারণ করা, হাত দেয়া, ছোঁয়া, স্পশর্, ধরণি, ধরিত্রী, পাকড়ানো
৪৯নদীতটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী
৫০নারীরমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী
৫১নিদ্রাঘুম, তন্দ্রা, নিদ, সুপ্তি, গাঢ়ঘুম, নিষুপ্তি
৫২নৌকানাও, তরণী, জলযান, তরী
৫৩পণ্ডিতবিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ
৫৪পত্নীজায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী, জীবন সাথী, বউ, দারা, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নী
৫৫পদ্মকমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ
৫৬পর্বতশৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র
৫৭পাখিপক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ
৫৮পানিজল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়
৫৯পুত্রতনয়, সুত, আত্মজ, ছেলে, নন্দন
৬০পৃথিবীধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল
৬১ফুলপুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন
৬২বনঅরণ্য, জঙ্গল, কানন, বিপিণ, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন
৬৩বাতাসবায়ু, পবন, সমীর, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, শব্দবহ, অগ্নিশখ, বহ্নিসখ, হাওয়া
৬৪বায়ুবাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ
৬৫বিদ্যুতবিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, অচিরপ্রভা, শম্পা
৬৬বৃক্ষগাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ
৬৭মাটিক্ষিতি, মৃত্তিকা
৬৮মানুষমানব, মনুষ্য, লোক, জন, নৃ, নর
৬৯মৃত্যুমরা, ইন্তেকাল, বিনাশ, মরণ, নাশ, নিধন, নিপাত, প্রয়ান, লোকান্তরপ্রাপ্তি, চিরবিদায়, প্রাণত্যাগ, জীবননাশ, দেহান্ত, লোকান্তর, , মারা যাওয়া, পটল তোলা, মহাপ্রয়াণ
৭০মেঘঘন, অভ্র, নিবিড়, জলধর, গাঢ়, জমাট, গভীর
৭১রাজানরপতি, নৃপতি, ভূপতি, বাদশাহ
৭২রাতরাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা
৭৩রাত্রিরাত, রাত্তির, নিশি, নিশীথ, রাত, রজনী, যামিনী, যামী, যামিকা, শমনী, বিভাবরী, ক্ষণদা, নক্ত, তামসী, অসুরা
৭৪লাললোহিত, রক্তবর্ণ
৭৫শরীরদেহ, বিগ্রহ, কায়, কলেবর, গা, গাত্র, তনু, অঙ্গ, অবয়ব
৭৬সমসমান, তুল্য, সদৃশ, যুদ্ন, অনুরূপ
৭৭সমুদ্রসাগর, সায়ব, অর্ণব, সিন্ধু, দরিয়া, জলধি, পাথার, পারাবার, প্রচেতা, অকূল, জলধর, নদীকান্ত, নীরধি, তোয়াধি, পয়োধি, বারিধর, বারীন্দ্র, ইরাবান, দ্বীপী
৭৮সর্পসাপ, অহি, আশীবিষ, উরহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ, ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক
৭৯সাগরসমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি
৮০সাহসীঅভীক, নির্ভীক
৮১সূর্যরবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা
৮২স্ত্রীপত্নী, জায়া, সহধর্মিণী, ভার্যা, বেগম, বিবি, বধূ,”
৮৩স্বর্গদেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, দ্যু, ত্রিদশালয়, ইন্দ্রালয়, দিব্যলোক, জান্নাত
৮৪স্বর্ণসোনা, কাঞ্চন, কনক, হেম, হিরণ্য, মহাধাতু, গোল্ড
৮৫হস্তীহাতি, করী, দন্তী, মাতঙ্গ, গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ, বারণ, কুঞ্জর, নাগ
৮৬হাতকর, বাহু, ভুজ, হস্ত, পাণি
বাংলা সমার্থক শব্দ তালিকা

protisobdo bengali, somarthok sobdo, bangla protishobdo , pratisabda in bengali

Source : সমার্থক শব্দ বা প্রতিশব্দ তালিকা

৯০০+ বাংলা এক কথায় প্রকাশ । Bengali One Word Substitution

Scroll to Top