Bengali Gk MCQ Practice Sets – 100+ MCQ Questions
1. ভিল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল ?
– ছোটোনাগপুর
– সাতারা
– খান্দেশ ✓
– সিঙভূম
2. পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজের উৎপত্তিস্থল হল –
– থাইরয়েড
– অগ্ন্যাশয় ✓
– মস্তিষ্ক
– রক্ত
3. নিম্নলিখিত কে দীন- ই- ইলাহি এর সদস্য হন?
– রাজা বীরবল ✓
– টোডমরল
– রাজা মানসিং
– তানসেন
4. গন্ডোয়ানা স্তর কীসের জন্য বিখ্যাত?
– কয়লা ✓
– পেট্রোলিয়াম
– বক্সাইট
– লৌহ
5. নীচের কোন যৌগটির আবিস্কার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ?
– HgO
– Hg2Cl2
– HgCl2 ✓
– H2O2
দেখে নাও : Bangla MCQ Question and Answer – General Knowledge
6. 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে?
– জওহরলাল নেহেরু
– সুভাষচন্দ্র বোস ✓
– জয়প্রকাশ নারায়ন
– বল্লভভাই প্যাটেল
7. কোন রাশির একক ডাইন-সেকেন্ড ?
– শক্তি
– বল ✓
– ক্ষমতা
– ভরবেগ
8. কে নীলদর্পণ নাটকটি অনুবাদ করেছিলেন?
– উইলিয়াম কেরি
– কোনোটিই নয়
– উইলিয়াম জোন্স
– মাইকেল মধুসূদন দত্ত ✓
9. কোন হিন্দুশাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়েছিলেন?
– সুলভা সূত্র
– মনুস্মৃতি ✓
– পরাশর সংহিতা
– ভগবত গীতা
10. কবে ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল?
– 15 আগস্ট 1947 ✓
– 2 অক্টোবর 1942
– 3 ডিসেম্বর 1972
– 26 জানুয়ারি 1950