91. বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয় —-
– কাচের আচ্ছাদন
– পেতলের আচ্ছাদন
– কাচা লোহার আচ্ছাদন ✓
– রবারের আচ্ছাদন
92. কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায়?
– নারকেল ✓
– তিল
– চিনাবাদাম
– সরষে
93. কবে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন??
– 1923
– 1926
– 1916
– 1920 ✓
94. কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন?
– 718 খ্রি
– 712 খ্রি ✓
95. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি?
– মেদি
– তোর্সা
– রায়ডাক ✓
– পাগলা
96. বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত?
– বিহার
– ওড়িশা ✓
– ঝাড়খন্ড
– মহারাষ্ট্র
97. স্তন্যপায়ী প্রানীর সারভাইক্যল কশেরুকার সংখ্যা কত?
– 17
– 11
– 77
– 7 ✓
98. ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কত সালে?
– 1920
– 1855
– 1850 ✓
– 1800
99. জালালউদ্দিন মঙ্গবরনি কে ছিলেন ?
– মঙ্গোলিয়ার শাসক
– খোয়ারজিম বা খিবার শাসক ✓
– আফগানিস্তান এর শাসক
– পারস্য এর শাসক
100. চিংড়ি ক্যারপেসের যে অংশটি গিল আবরনীর কাজ করে তাকে বলা হয় –
– ব্রঙ্কাস
– ব্রঙ্কিওস্টেগাল ঝিল্লি
– ব্রঙ্কিওস্টেগাইট ✓
101. ধাওয়ার যুগের গ্ৰানাইট ও নিস শিলা পাওয়া যায় –
– ডেকান মালভূমিতে ✓
– কিরথার পর্বতমালায়
– শিবালিক পর্বতমালা
– ছোটোনাগপুর মালভূমিতে
102. বন সংরক্ষণ এর মাধ্যমে প্রতিরোধ করা যায় –
– বন্যা
– সবকটি ✓
– দূষন
– ভূমিক্ষয়
103. ভারতের শেষ গর্ভনর জেনারেল কে ছিলেন?
– আবদুল কালাম
– চক্রবর্তী রাজাগোপালাচারী ✓
– লর্ড মাউন্টব্যাটেন
– লর্ড কার্জন
104. নিম্নলিখিত কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন??
– এরা সকলেই
– অম্ভি
– পুরু ✓
– মহাপদ্মনন্দ