31. পৃথিবী পৃষ্ঠে যে অংশে জীবন বিরাজ করে তা হল??
– বায়োস্ফিয়ার ✓
– লিথোস্ফিয়ার
– অ্যাটমোস্ফিয়ার
– হাইড্রোস্ফিয়ার
32. বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত কোন দ্রব্যের সাথে সম্পর্কিত?
– টারটারিক অ্যাসিড
– বেঞ্জিন ✓
– অ্যাধথ্রাসিন
– মিথাইল অ্যালকোহল
33. বঙ্গোপসাগরে সাইক্লোন প্রাধান্য লক্ষ করা যায় –
– বর্ষার প্রথমে
– শীতকাল
– গ্ৰীস্মকাল
– বর্ষার শেষে ✓
34. রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশি আন্দোলনের সমালোচনা পাওয়া যায়?
– চতু্রঙ্গ
– ঘরে বাইরে ✓
– চোখের বালি
– চার অধ্যায়
35. ভারতের কোথায় আর্যরা প্রথম স্থায়ী বসতি স্থাপন করে?
– সিন্ধু ✓
– রাজস্থান
– গুজরাট
– পাঞ্জাব
দেখে নাও : 100 Geography Questions Answers in Bengali
36. ভারতের জাতীয় কংগ্রেস এর প্রথম অধিবেশন কোথায় হয়??
– মাদ্রাজ
– পুনে
– বোম্বে ✓
– কলকাতা
37. কে বলেছিলেন ‘আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে ‘?
– জি কে গোখলে ✓
– মৌলান আবুল কালাম আজাদ
– মোতিলাল নেহেরু
– ওপরের কোনোটিই নয়
38. ‘স্যার ক্রিক’ সংক্রান্ত বিবাদ যে দেশগুলির সঙ্গে সম্পর্কিত?
– ভারত ও নেপাল
– ভারত ও শ্রীলঙ্কা
– ভারত ও পাকিস্তান ✓
– ভারত ও বাঙলাদেশ
39. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
– অরুনাচল প্রদেশ
– হিমাচলপ্রদেশ
– মনিপুর ✓
– জম্মু ও কাশ্মীর
40. আইহোল প্রশস্তি কে রচনা করেন?
– হরিষেন
– রবিকীর্তি ✓
– কৌটিল্য
– নায়নিকার