41. পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোনবিশিষ্ট স্থানগুলিকে যোগ করে যদি রেখা টানা হয়, তাহলে সেই রেখা গুলিকে বলা হয়?
– সমচৌম্বকনতি
– সমোষ্ণ রেখা
– শূন্যদিকপাতী
– সমোন্নতি রেখা ✓
42. ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমান সর্বাধিক?
– ছত্তিশগড়
– ঝাড়খন্ড ✓
– ওড়িশা
– পশ্চিমবঙ্গ
43. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়?
– মহারাষ্ট্র
– অন্ধপ্রদেশ
– গুজরাট ✓
– পাঞ্জাব
44. কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্ৰহন করে?
– 1930
– 1928
– 1929 ✓
– 1931
45. পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কত উচ্চতায় টেম্পারেট জঙ্গল দেখা যায়?
– 1500 মিটার ✓
– 1200 মিটার
– 2000 মিটার
– 1000 মিটার
দেখে নাও : 200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners
46. ভারতের কয়লা প্রধানত কী জাতীয়?
– পিট
– লিগনাইট
– অ্যানথ্রাসাইট
– বিটুমিনাস ✓
47. বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
– ধর্মপাল
– লক্ষন সেন
– গোপাল
– বল্লাল সেন ✓
48. ভারতের সর্বশেষ জনগননা হয়েছে?
– 2005
– 2001
– 2011 ✓
– 1991
49. সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজ এর সদস্য ছিলেন না –
– জি এস ধীলন
– ক্যাপ্টেন মোহনসিং ✓
– শাহনওয়াজ
– পি কে সাহগাল
50. গুপ্তবীজী উদ্ভিদে ত্রি-সংযোজন ঘটার ফলে প্রস্তুত হয় –
– বীজত্বক
– ভ্রন
– সাসপেন্সর
– শস্য ✓