51. কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয় ?
– 1785
– 1784 ✓
– 1794
– 1796
52. একটি বরফের ঘনক একটি বড়ো বিকারের জলের মধ্যে ভাসানো আছে। বরফের ঘনকটিতে একটি বড়ো বায়ুর বুদবুদ আছে। যখন বরফটি সম্পূর্ণ গলে যাবে, তখন বিকারের জলতলের কি পরিবর্তন হবে??
– অপরিবর্তিত থাকবে ✓
– উঠে যাবে
– প্রথমে উঠবে তারপর নেমে যাবে
– নেমে যাবে
53. ক্ষেত্রফল হিসাবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে –
– পঞ্চম
– সপ্তম ✓
– নবম
– দশম
54. বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত কোন দ্রব্য থেকে লঘুকৃত?
– অ্যাকোয়া রিজিয়া
– হাইড্রোক্লোরিক অ্যাসিড ✓
– অ্যাসিটিক অ্যাসিড
– অক্সালিক অ্যাসিড
55. 1940 এ মুসলিম লিগের কোন অধিবেশনে মুসলমানের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়?
– পূরী
– তমলুক
– কাথি ✓
– কটক
দেখে নাও : ৫০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর
56. শস্যক্ষেত্রে DDT স্প্রে করলে দূষিত হয় –
– বাতাস , মাটি , জল ✓
– বাতাস ও মাটি
– বাতাস
– বাতাস ও জল
57. পানীয় জলে কার উপস্থিতি কাম্য –
– Ca
– As
– K ✓
– Fe
58. ভারতের উৎপাদিত মোট ধানের ——— উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে?
– 25%
– 15% ✓
– 10%
– 20%
59. গদর পার্টি কাকে হত্যা করতে চেয়েছিল?
– ঔরঙ্গজেব
– কিঙসফোর্ড ✓
– শাহজাহান
– হাডিঞ্জ
60. পর্দাবিহীন উভচর প্রানী যে বর্গের অন্তগর্ত তা হল??
– জিমনোফাওনা
– ইউরোডেলা
– অ্যানুরা ✓
– ওপরের কোনোটিই নয়