61. ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে?
– 8.24
– 9.12
– 6
– 7.55 ✓
62. কে বাবরকে ভারত আক্রমনের উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন?
– দৌলত খা লোদি ✓
– শের খা
– ইব্রাহিম লোদি
– সিকন্দর লোদী
63. ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক –
– তাপমাত্রা ✓
– নিম্নবায়ুর গতিবিধি
– জেট স্টিম
– হিমালয় পর্বতের অবস্থান
64. নর্মদা নদীর উৎপত্তি কোথায় –
– পালনি পর্বত
– বিন্ধ্য পর্বতমালা
– মৈকাল পর্বতমালা
– অমরকন্টক মালভূমি ✓
65. কোন জায়গাকে সাওতালরা ‘দামিন -ই-কোহ’ বলত?
– রাজমহল পাহাড় ✓
– হাজরিবাগ
– পালামৌ
– ধলভূম
দেখে নাও : ২৫টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – সেট ২
66. কোন অভিযানে নেতৃত্বদানের সময়কালে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্য হয়??
– পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ ✓
– কার্পোল অভিযান
– চট্রগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
– ফেনি অভিযান
67. সিরাজ-উদ-দৌলা কত সালে সিংহাসনে বসেন –
– 1757
– 1707
– 1739
– 1756 ✓
68. ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যস্থান?
– মধ্যপ্রদেশ
– রাজস্থান
– মনিপুর
– পশ্চিমবঙ্গ ✓
69. বুদ্ধ জন্মগ্রহন করেন কত খ্রি. পূ. ?
– 563 ✓
– 602
– 623
– 523
70. স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেছিলেন?
– লর্ড কার্জন
– লর্ড ক্যানিং
– লর্ড লিনলিথগো
– লর্ড ডালহৌসি ✓