81. ভারতের কোন রাজ্যে আখ উৎপাদন সর্বাধিক?
– অন্ধপ্রদেশ
– উত্তর প্রদেশ ✓
– তামিলনাড়ু
– মহারাষ্ট্র
82. হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে?
– Mg2+
– Fe2+ ✓
– Al3+
– Mn2+
83. প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম হল –
– সুন্দরবন
– কেওলাদেও ঘানা জাতীয় অরন্য ✓
– গির অরন্য
– বন্দিপুর জাতীয় উদ্যান
84. ভারতের পাট চাষের প্রধান ক্ষেত্র হল –
– পশ্চিমবঙ্গ ✓
– হিমাচলপ্রদেশ
– তামিলনাড়ু
– কেরল
85. প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন –
– কেশব শেন
– আত্মারাম পান্ডুরঙ্গ ✓
– এম জি রানাডে
– রামমোহন রায়
86. ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে –
– কেন্দ্রীয় মন্ত্রীসভা
– সুপ্রিম কোর্ট
– সংসদ ✓
– বিশেষ ট্রাইবিউনাল
87. সব লাল হো জায়েগা উক্তিটি কার?
– রণজিৎ সিং ✓
– গুরুগোবিন্দ সিং
– জিত সিঙ
– তেগবাহাদুর
88. এপ্রিল মাসে কোথায় ঝড়বৃষ্টির আশঙ্কা খুব বেশী থাকে?
– বিহার
– পশ্চিমবঙ্গ ✓
– রাজস্থান
– অসম
89. পশ্চিমবঙ্গের বোরো ধান চাষ এর প্রাধান্য দেখা যায় —–
– উত্তর বাঙলার সমভূমিতে
– পূর্বে এর জেলা গুলিতে
– রাঢ় অঞ্চলে ✓
– পুরুলিয়া মালভূমি অঞ্চলে
90. সিসমোগ্ৰাফ হল –
– ভূমিকম্প এর তীব্রতামাপক যন্ত্র ✓
– বায়ুর চাপমাপক যন্ত্র
– সমুদ্রের গভীরতা মাপক যন্ত্র
– মেঘের ছবি তোলার যন্ত্র