১০১ | গানের ধুয়া ও আভোগের মাঝখানের অংশ | অন্তরা |
১০২ | অন্তরে যা ঈক্ষণ (দেখার) যোগ্য | অন্তরিক্ষ |
১০৩ | অন্ত নেই যার | অন্তহীন |
১০৪ | গুরুগৃহে বাস করে যে | অন্তেবাসী |
১০৫ | যে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মে | অন্ত্যজ |
১০৬ | অন্বেষণ করার ইচ্ছা | অন্বেষা |
১০৭ | অনেকের মধ্যে একজন | অন্যতম |
১০৮ | অনেকের মধ্যে একজন | অন্যতম |
১০৯ | দুয়ের মধ্যে একটি | অন্যতর |
১১০ | যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল | অন্যপূর্বা |
১১১ | অপকার করার ইচ্ছা | অপচিকীর্ষা |
১১২ | দিনের অপর ভাগ | অপরাহু |
১১৩ | যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না | অপরিণামদর্শী |
১১৪ | যা ক্রমশ দূরে সরে যাচ্ছে | অপসৃয়মাণ |
১১৫ | ক্রমশ দূরে সরে যাচ্ছে যা | অপস্রিয়মাণ |
১১৬ | পঙক্তিতে বসার অনুপযুক্ত | অপাঙতেয় |
১১৭ | এক পঙক্তিতে বসার অযোগ্য | অপাঙতেয় |
১১৮ | চোখের কোণ | অপাঙ্গ |
১১৯ | যার পুত্র নেই | অপুত্রক |
১২০ | যা প্রতিরােধ করা যায় না | অপ্রতিরােধ্য |
১২১ | যা প্রমাণ করা যায় না | অপ্রমেয় |
১২২ | আবক্ষ জলে নেমে স্নান | অবগাহন |
১২৩ | ঊর্ধ্ব থেকে নিম্নে গমন | অবতরণ |
১২৪ | অবশ্য হবে/ঘটবে যা | অবশ্যম্ভাবী |
১২৫ | কখনো নষ্ট হয় না যা | অবিনশ্বর |
১২৬ | যা কখনাে নষ্ট হয় না | অবিনশ্বর |
১২৭ | যে অগ্র-পশ্চাৎ চিন্তা না-করে কাজ করে | অবিমৃশ্যকারী |
১২৮ | অগ্র পশ্চাৎ না ভেবে যে কাজ করে | অবিমৃষ্যকারী |
১২৯ | যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে | অবিমৃষ্যকারী |
১৩০ | যে বিষয়ে কোনাে বিতর্ক (বা বিসংবাদ) নেই | অবিসংবাদিত |
১৩১ | যে নারীর স্বামী ও পুত্র মৃত | অবীরা |
১৩২ | যা প্রকাশ করা হয় নি | অব্যক্ত |
১৩৩ | আচ্ছন্ন হয়ে পড়া | অভিভূত |
১৩৪ | মিলনের ইচ্ছায় নায়ক বা নায়িকার সঙ্কেত স্থানে গমন | অভিসার |
১৩৫ | খাওয়া হয়নি যার | অভুক্ত |
১৩৬ | যা পূর্বে কখনাে হয় নি | অভূতপূর্ব |
১৩৭ | অভ্রকে (মেঘ) লেহন বা স্পর্শ করে যা | অভ্রংলিহ |
১৩৮ | মায়া (ছল) জানে না যে | অমায়িক |
১৩৯ | যা বিনা যত্নে লাভ করা গিয়েছে | অযত্বলন্ধ |
১৪০ | সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ | অয়নাংশ |
১৪১ | অরিকে দমন করে যে | অরিন্দম |
১৪২ | অরিকে দমন করে যে | অরিন্দম |
১৪৩ | যার অর্থ নেই | অর্থহীন |
১৪৪ | চোখের জল | অশ্রু |
১৪৫ | যা পূর্বে শােনা যায় নি | অশ্রুতপূর্ব |
১৪৬ | অশ্রুর দ্বারা সিক্ত | অশ্রুসিক্ত |
১৪৭ | যার বেশবাস সংবৃত নয় | অসংবৃত |
১৪৮ | যে পরের গুণেও দোষ ধরে | অসূয়ক |
১৪৯ | যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) | অসূর্যম্পশ্যা |
১৫০ | চক্ষু ফেরানো যায় না যার দিক থেকে | অসেচনক |
১৫১ | যা অস্ত যাচ্ছে | অস্তায়মান |
১৫২ | অহংকার করে যে | অহংকারী |
১৫৩ | আঁশ গন্ধ যার | আঁশটে |
১৫৪ | আমিষ (আঁষ) গন্ধ যার | আঁষটে |
১৫৫ | ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার | আঁষটে |
১৫৬ | কণ্ঠ পর্যন্ত | আকণ্ঠ |
১৫৭ | কর্ণ পর্যন্ত | আকর্ণ |
১৫৮ | অকালে উৎপন্ন | আকালিক, অকালজাত, অকালজ |
১৫৯ | আকাশে বেড়ায় যে | আকাশচারী, খেচর |
১৬০ | যে গাছ কোনাে কাজে লাগে না | আগাছা |
১৬১ | আচারে নিষ্ঠা আছে যার | আচারনিষ্ঠ, আচারনিষ্ঠা |
১৬২ | আচারে নিষ্ঠা আছে যার | আচারনিষ্ঠ |
১৬৩ | জন্ম থেকে আরম্ভ করে | আজন্ম |
১৬৪ | জানু পর্যন্ত | আজানু |
১৬৫ | জানু পর্যন্ত লম্বিত | আজানুলম্বিত |
১৬৬ | জীবন পর্যন্ত | আজীবন |
১৬৭ | আট প্রহর যা পরা যায় | আটপৌরে |
১৬৮ | আটমাসে জন্মগ্রহণ করেছে যে শিশু | আটাসে |
১৬৯ | আঠা যুক্ত আছে যাতে | আঠালো |
১৭০ | অণু থেকে তৈরি | আণবিক |
১৭১ | অতর্কিত অবস্থায় আক্রমণকারী | আততায়ী |
১৭২ | আতপ বা রৌদ্র থেকে ত্রাণ করে যা | আতপত্র (ছাতা) |
১৭৩ | অতিথির আপ্যায়ন | আতিথ্য |
১৭৪ | আপনাকে কেন্দ্র করে চিন্তা যার | আত্মকেন্দ্রিক |
১৭৫ | আপনাকে হত্যা করে যে | আত্মঘাতী |
১৭৬ | আদি থেকে অন্ত পর্যন্ত | আদ্যন্ত, আদ্যোপান্ত |
১৭৭ | আদি থেকে অন্ত পর্যন্ত | আদ্যন্ত, আদ্যোপান্ত |
১৭৮ | ঈষৎ কম্পিত | আধুত |
১৭৯ | ঈষৎ নীলাভবিশিষ্ট | আনীল |
১৮০ | অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ী | আনুপূর্বিক |
১৮১ | আপনাকে ভুলে থাকে যে | আপনভোলা |
১৮২ | পা থেকে মাথা পর্যন্ত | আপাদমস্তক |
১৮৩ | ঈষৎ পীতবর্ণ যুক্ত | আপীত |
১৮৪ | ভুলহীন ঋষি বাক্য | আপ্তবাক্য |
১৮৫ | ঈষৎ মধুর | আমধুর |
১৮৬ | রােদে শুকোনাে আম | আমশি |
১৮৭ | আয়ুর পক্ষে হিতকর | আয়ুষ্য |
১৮৮ | ঈষৎ রক্তবর্ণ | আরক্ত |
১৮৯ | আরাধনার যোগ্য | আরাধ্য |
১৯০ | উপরে উঠেছে যে | আরূঢ় |
১৯১ | ঋজুর ভাব | আর্জব |
১৯২ | ঋতুর সম্বন্ধে | আর্তব |
১৯৩ | ঋষির দ্বারা উক্ত বা কথিত | আর্ষ |
১৯৪ | জল সেচন করার জন্য গাছের গোড়ায় মাটির ঘের | আলবাল |
১৯৫ | কুমোরের চাকা | আলাত |
১৯৬ | আলাপ করতে তৎপর | আলাপী |
১৯৭ | লবণ কম দেওয়া হয়েছে এমন | আলুনি |
১৯৮ | আলোচনার বিষয়বস্তু | আলোচ্য |
১৯৯ | আলো ছড়ায় যে পাখি | আলোরপাখি |
২০০ | ঈষৎ চঞ্চল | আলোল |