২০১ | আশাকে অতিক্রম করে | আশাতীত |
২০২ | আসমানের মত রং যার | আসমানি |
২০৩ | সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত | আসমুদ্রহিমাচল |
২০৪ | আবর্জনা ফেলার জায়গা | আস্তাকুঁড় |
২০৫ | ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার | আস্তিক |
২০৬ | আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার | আস্তিক |
২০৭ | অতীত কাহিনী | ইতিহাস |
২০৮ | ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি | ইতিহাসবেত্তা |
২০৯ | ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি | ইতিহাসবেত্তা |
২১০ | ইতি মধ্যকার ঘটনা | ইদানীং |
২১১ | ইহার তুল্য | ইদৃশ |
২১২ | নীল বর্ণ পদ্ম | ইন্দির |
২১৩ | ইন্দ্রকে জয় করেন যিনি | ইন্দ্রজিৎ |
২১৪ | ইন্দ্রকে জয় করেন যিনি | ইন্দ্রজিৎ |
২১৫ | অভিলাষিত বিষয়ে সাফল্য | ইষ্টসিদ্ধি |
২১৬ | অভীষ্ট বস্তুর প্রাপ্তি | ইষ্টাপত্তি |
২১৭ | ইন্দ্রের অশ্ব | উচ্চৈঃশ্রবা |
২১৮ | ইন্দ্রের অশ্ব | উচ্চৈঃশ্রবা |
২১৯ | ঋণ দেয় যে | উত্তমর্ণ |
২২০ | উদক বা জল পানের ইচ্ছা | উদন্যা |
২২১ | যা উদিত হচ্ছে | উদীয়মান |
২২২ | উদিত হচ্ছে যা | উদীয়মান |
২২৩ | জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা | উদ্বর্তন |
২২৪ | যে বাতু থেকে উৎখাত হয়েছে | উদ্বাস্তু |
২২৫ | যা মাটি ভেদ করে ওঠে | উদ্ভিদ |
২২৬ | অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি | উন্নাসিক |
২২৭ | অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি | উন্নাসিক |
২২৮ | যে সুপথ থেকে কুপথে যায় | উন্মার্গগামী |
২২৯ | উপকার করেন যিনি | উপকারক |
২৩০ | কূলের সমীপে | উপকূল |
২৩১ | অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ | উপচার |
২৩২ | উপকার করার ইচ্ছা | উপচিকীর্ষা |
২৩৩ | উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান | উপজ্ঞা |
২৩৪ | স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান (ঘুষ) | উপদা |
২৩৫ | আকস্মিক দুর্দৈব | উপদ্রব |
২৩৬ | মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন | উপবৃত্ত |
২৩৭ | উপলব্ধি করা হয়েছে এমন | উপলব্ধ |
২৩৮ | উপলব্ধি করা যাচ্ছে যা | উপলভ্যমান |
২৩৯ | ক্ষুদ্র অঙ্গ | উপাঙ্গ |
২৪০ | জলে ও স্থলে চরে যা | উভচর |
২৪১ | যা জলে ও স্থলে চরে | উভচর |
২৪২ | উরস বা বক্ষ দিয়ে হাঁটে যে | উরগ (সর্প) |
২৪৩ | উর্ণা নাভিতে যার | উর্ণনাভ |
২৪৪ | ঊরুর হাড় | উর্বস্থি |
২৪৫ | গরম জল | উষ্ণোদক |
২৪৬ | যে নারীর বিয়ে হয়েছে | ঊঢ়া |
২৪৭ | ঊর দিয়ে যায় যে | ঊরগ |
২৪৮ | ঊর্ধ্বে অবস্থিত | ঊর্ধ্ব |
২৪৯ | সমুদ্রের ঢেউ | ঊর্মি |
২৫০ | যে জমিতে ফসল জন্মায় না | ঊষর |
২৫১ | ঋণ শোধের জন্য যে ঋণ করা হয় | ঋণার্ণ |
২৫২ | ঋণগ্রস্ত অবস্থা | ঋণিতা |
২৫৩ | ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি | ঋত্বিক |
২৫৪ | ঋষির তুল্য | ঋষিকল্প, ঋষিতুল্য |
২৫৫ | গ্রহদের কুদৃষ্টি | ঋষ্টি |
২৫৬ | এক গোঁ যার | একগুঁয়ে |
২৫৭ | একের ভাব | একতা |
২৫৮ | এক বিষয়ে নিবিষ্ট চিত্ত যার | একাগ্রচিত্ত |
২৫৯ | এক থেকে শুরু করে ক্রমাগত | একাদিক্রমে |
২৬০ | এক থেকে শুরু করে ক্রমাগত | একাদিক্রমে |
২৬১ | দিনে যে একবার আহার করে | একাহারী |
২৬২ | একতানের ভাব | ঐকতান |
২৬৩ | এক মতের ভাব | ঐক্যমত্য |
২৬৪ | ইক্ষু সম্বন্ধীয় | ঐক্ষর |
২৬৫ | ইচ্ছার অনুরূপ বা অধীন | ঐচ্ছিক |
২৬৬ | ইতয়ার পুত্র | ঐতরেয় |
২৬৭ | ইতিহাস রচনা করেন যিনি | ঐতিহাসিক |
২৬৮ | ইতিহাস রচনা করেন যিনি | ঐতিহাসিক |
২৬৯ | ইন্দ্রজাল (জাদু) বিদ্যায় পারদর্শী | ঐন্দ্রজালিক |
২৭০ | ইরাবতে জাত | ঐরাবত |
২৭১ | ঈশান কোণ | ঐশানী |
২৭২ | ঈশ্বর বিষয়ক | ঐশ্বরিক |
২৭৩ | ঈশ্বরের ভাব | ঐশ্বর্য |
২৭৪ | ঐশ্বর্যের অধিকারী যে | ঐশ্বর্যবান |
২৭৫ | একবার ফল দিয়ে মরে যায় যে গাছ | ওষধি |
২৭৬ | ফল পাকলে যে গাছ মরে যায় | ওষধি |
২৭৭ | ওষধি থেকে উৎপন্ন | ওষুধ |
২৭৮ | ওষ্ঠ ও অধর | ওষ্ঠাধর |
২৭৯ | ঔষধি থেকে জাত | ঔষধ |
২৮০ | ঔষধের বিপণি | ঔষধালয় |
২৮১ | যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় | ঔষধি |
২৮২ | কংসের শত্রু যিনি | কংসারি |
২৮৩ | এক ধরনের ছোট সাদা ঝিনুক | কড়ি |
২৮৪ | কদম ফুলের আকৃতি বিশেষ | কদমা |
২৮৫ | কুৎসিত আকার যার | কদাকার |
২৮৬ | যার আকার কুৎসিত | কদাকার |
২৮৭ | হাতের পঞ্চম আঙুল | কনিষ্ঠা |
২৮৮ | চোখের মনি | কনীনিকা, অক্ষিতারা |
২৮৯ | যে মেয়ের বয়স দশ বৎসর | কন্যকা |
২৯০ | বাতাসে (ক-তে) চরে যে | কপােত |
২৯১ | কালো হলুদের মিশানো রঙ | কপিশ,কপিল |
২৯২ | ক বা বায়ু যার পোত তুল্য | কপোত |
২৯৩ | ঈষৎ উষ্ণ | কবোষ্ণ |
২৯৪ | ঈষৎ উষ্ণ | কবোষ্ণ, ঈষদুষ্ণ |
২৯৫ | কম্পিত হচ্ছে যা | কম্পমান |
২৯৬ | ঈষৎ পাংশু বর্ণ | কয়রা |
২৯৭ | হাতের তেলাে বা তালু | করতল |
২৯৮ | উটের বা হস্তীর শাবক | করভ |
২৯৯ | কাজে অভিজ্ঞতা আছে যার | করিতকর্মা |
৩০০ | কর্মে অতিশয় তৎপর | করিৎকর্মা |