৪০১ | চণকের পুত্র | চাণক্য |
৪০২ | করার ইচ্ছা | চিকীর্ষা |
৪০৩ | করার ইচ্ছা | চিকীর্ষা |
৪০৪ | করতে ইচ্ছুক | চিকীর্ষু |
৪০৫ | ক্ষমা করার ইচ্ছা | চিক্ষমিষা |
৪০৬ | ক্ষমা করার ইচ্ছা | চিক্ষমিষা, তিতিক্ষা |
৪০৭ | চিত্রে অর্পিতা বা নিবদ্ধা যে নারী | চিত্রার্পিতা |
৪০৮ | পিতৃগৃহবাসিনী | চিরন্টী |
৪০৯ | চিরকালব্যাপী স্থায়ী | চিরস্থায়ী |
৪১০ | চিরদিন মনে রাখার যোগ্য | চিরস্মরণীয় |
৪১১ | আজীবন সধবা যে নারী | চিরায়ুষ্মতী |
৪১২ | ছিন্ন বস্ত্র | চীর |
৪১৩ | চৈত্র মাসের ফসল | চৈতালি |
৪১৪ | চুষে খেতে হয় যা | চোষ্য, চূষ্য |
৪১৫ | যা চুষে খাবার যােগ্য | চোষ্য |
৪১৬ | চৌত্রিশ অক্ষরে স্তব | চৌতিশা |
৪১৭ | চার পা বিশিষ্ট | চৌপায়া |
৪১৮ | চার রাস্তার মিলনস্থল | চৌরাস্তা |
৪১৯ | জগতে যার বিশেষ খ্যাতি রয়েছে | জগদ্বিখ্যাত |
৪২০ | গমন করতে পারে যে | জঙ্গম |
৪২১ | জজ বা বিচারকের বৃত্তি | জজিয়াতী |
৪২২ | জয়ের জন্য যে উৎসব | জয়ন্তী |
৪২৩ | জয়সূচক উৎসব | জয়ন্তী |
৪২৪ | জয়ের জন্য যে উৎসব | জয়োৎসব |
৪২৫ | জলে চরে যা | জলচর |
৪২৬ | যা জলে চরে | জলচর |
৪২৭ | জলে জন্মে যা | জলজ |
৪২৮ | জল দেয় যে | জলদ (মেঘ) |
৪২৯ | অন্ন-ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য | জলপান |
৪৩০ | জলখাবার বা জলপানের জন্য দেয় অর্থ | জলপানি (বৃত্তি) |
৪৩১ | জলই আশ্রয় যার | জলৌকা |
৪৩২ | জেগে আছে যে | জাগ্রত |
৪৩৩ | জ্বল জ্বল করছে যা | জাজ্বল্যমান |
৪৩৪ | জ্বল জ্বল করছে যা | জাজ্বল্যমান |
৪৩৫ | আজন্ম শত্রু | জাতশত্রু |
৪৩৬ | যার পূর্বজন্মের কথা স্মরণ আছে | জাতিস্মর |
৪৩৭ | জমদগ্নির পুত্র | জামদগ্ন্য |
৪৩৮ | জীর্ণ করে যা | জারক |
৪৩৯ | জহ্নু মুনির কন্যা | জাহ্নবী |
৪৪০ | গমন করার ইচ্ছা | জিগমিষা |
৪৪১ | জয় করার ইচ্ছা | জিগীষা |
৪৪২ | জয় করতে ইচ্ছুক | জিগীষু |
৪৪৩ | হনন করার ইচ্ছা | জিঘাংসা |
৪৪৪ | গ্রহণ করার ইচ্ছা | জিঘৃক্ষা |
৪৪৫ | জীবিত থাকার ইচ্ছা | জিজীবিষা |
৪৪৬ | বেঁচে থাকার ইচ্ছা | জিজীবিষা |
৪৪৭ | জানার ইচ্ছা | জিজ্ঞাসা |
৪৪৮ | জানতে ইচ্ছুক | জিজ্ঞাসু |
৪৪৯ | ইন্দ্রিয়কে জয় করেন যিনি | জিতেন্দ্রিয় |
৪৫০ | ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি | জিতেন্দ্রিয় |
৪৫১ | জয়লাভ করতে অভ্যস্ত যে | জিষ্ণু |
৪৫২ | জীবিত থেকেও যে মৃত | জীবন্মৃত |
৪৫৩ | গোপন করার ইচ্ছা | জুগুপ্সা |
৪৫৪ | গোপন করতে ইচ্ছুক | জুগুপ্সু |
৪৫৫ | জয় করার যোগ্য | জেতব্য |
৪৫৬ | জানা আছে যা | জ্ঞাত |
৪৫৭ | জানিবার যোগ্য | জ্ঞাতব্য |
৪৫৮ | অনেক জ্ঞান আছে যার | জ্ঞানী |
৪৫৯ | জানায় যে | জ্ঞাপক |
৪৬০ | জানা উচিত | জ্ঞেয় |
৪৬১ | জ্বরযুক্ত উদরাময় রোগ | জ্বরাতিসার |
৪৬২ | জ্বলছে যে অর্চি (শিখা) | জ্বলদর্চি |
৪৬৩ | বাদ্যযন্ত্রের ধ্বনি | ঝংকার |
৪৬৪ | ঝগড়া করা স্বভাব যার | ঝগড়াটে |
৪৬৫ | ঝনঝন শব্দ | ঝঙ্কার, ঝনৎকার |
৪৬৬ | অসির শব্দ | ঝঞ্জনা |
৪৬৭ | ঝট করে টান | ঝটকা |
৪৬৮ | ঝলকে ঝলকে উজ্জ্বলতা প্রকাশ পায় যার | ঝলমলে |
৪৬৯ | ঝাড়া-মোছা হয় যা দিয়ে | ঝাড়ন |
৪৭০ | ঝড়ের প্রচণ্ড ধাক্কা | ঝাপটা |
৪৭১ | ঝুলছে যা | ঝুলন্ত |
৪৭২ | ধনুকের ধ্বনি | টঙ্কার |
৪৭৩ | উচ্চস্থানে অবস্থিত ক্ষুদ্র কুটির | টঙ্গি |
৪৭৪ | টপটপ করে পড়ে যা | টপটপে |
৪৭৫ | টসটস করছে যা | টসটসে |
৪৭৬ | ক্ষুদ্রকায় ঘােড়া | টাটু |
৪৭৭ | ক্ষুদ্রকায় ঘোড়া | টাটু, টাট্টু |
৪৭৮ | ছোট ঘোড়া | টাটু/টাট্টু |
৪৭৯ | ঠকায় যে | ঠক |
৪৮০ | থেমে থেমে চলার যে ভঙ্গি | ঠমক |
৪৮১ | ঠাকুরের পূজা করার ঘর | ঠাকুরঘর |
৪৮২ | ঠাকুরের ভাব | ঠাকুরালি |
৪৮৩ | ঠিকরে পড়ে যা | ঠিকরানো |
৪৮৪ | ঠেঙিয়ে ডাকাতি করে যারা | ঠ্যাঙারে |
৪৮৫ | ঠেঙিয়ে ডাকাতি করে যারা | ঠ্যাঙারে |
৪৮৬ | ডাকঘরের চিঠি বিলি করে যে | ডাকপিয়ন |
৪৮৭ | ডাকের জন্য নির্ধারিত মাশুল | ডাকমাশুল |
৪৮৮ | ডাক বহন করে যে | ডাকহরকরা |
৪৮৯ | ডাকাতের বুকের মত বুক যার | ডাকাবুকো |
৪৯০ | ডিম্বাশয়ের প্রাণকোষ | ডিম্বাণু |
৪৯১ | ডুবিবার উপক্রম হয়েছে এমন | ডুবুডুবু |
৪৯২ | ঢাকায় প্রস্তুত | ঢাকাই |
৪৯৩ | ছুতারের বৃত্তি বা কাজ | তক্ষণ |
৪৯৪ | তনুর ভাব | তনিমা |
৪৯৫ | তার আছে যাতে | তন্ত্রী |
৪৯৬ | তবলায় যে দক্ষ | তবলচি |
৪৯৭ | ঋণের দলিল | তমসুক |
৪৯৮ | তমঃ বা অন্ধকার দূর করে যে | তমোনাশ |
৪৯৯ | হাতের দ্বিতীয় আঙুল | তর্জনী |
৫০০ | উদ্দাম নৃত্য | তাণ্ডব |