৬০১ | জনশূন্য স্থান | নির্জন |
৬০২ | কোনো কিছু থেকেই ভয় নেই যার | নির্ভীক, অকুতোভয় |
৬০৩ | মাছিও প্রবেশ করে না যেখানে | নির্মক্ষিক |
৬০৪ | নির্মাণ করার ইচ্ছা | নির্মিসা |
৬০৫ | গভীর রাত্রি | নিশীথ |
৬০৬ | যা বহন করা হচ্ছে | নীয়মান |
৬০৭ | ঈষৎ নীলবর্ণ | নীলাভ |
৬০৮ | ক্ষুদ্র প্রস্তরখণ্ড | নুড়ি |
৬০৯ | ন্যায় শাস্ত্র জানেন যিনি | নৈয়ায়িক |
৬১০ | একদিকে টেনে কথা বলে যে | পক্ষপাতী |
৬১১ | যে নারীর পঞ্চ স্বামী | পঞ্চভর্তকা |
৬১২ | আপনাকে পণ্ডিত মনে করে যে | পণ্ডিতম্মন্য |
৬১৩ | আপনাকে যে পণ্ডিত মনে করে | পণ্ডিতম্মন্য |
৬১৪ | পা দিয়ে যে চলে না | পন্নগ (সর্প) |
৬১৫ | যে নারী (বা গাভী) দুগ্ধবতী | পয়স্বিনী |
৬১৬ | অন্য গাছের ওপর জন্মে যে গাছ | পরগাছা |
৬১৭ | যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে | পরগাছা |
৬১৮ | শত্রুকে জয় করেন যিনি | পরঞ্জয় বা শত্রুজিৎ |
৬১৯ | পরকে (কোকিল শাবক) পালন করে যে | পরভৃৎ (কাক) |
৬২০ | পরের (কাকের) দ্বারা প্রতিপালিত যে | পরভৃত (কোকিল) |
৬২১ | যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা | পরভৃতা বা পরভৃতিকা |
৬২২ | রাত্রির শেষভাগ | পররাত্র |
৬২৩ | একের সঙ্গে অন্যের | পরস্পর |
৬২৪ | বড় ভাই থাকতে ছােট ভাইয়ের বিয়ে | পরিবেদন |
৬২৫ | ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন | পরিব্রাজন |
৬২৬ | ঘর্ষণ বা পেষণজাত গন্ধ | পরিমল |
৬২৭ | অক্ষির অগোচরে | পরোক্ষ |
৬২৮ | গর্জনকারী ও জলবর্ষণ মেঘ | পর্জন্য |
৬২৯ | মশত বর্ণ পদ | পৰীক |
৬৩০ | চোখের নিমেষ কাল | পল |
৬৩১ | ক্ষুদ্র গ্রাম | পল্লিগ্রাম |
৬৩২ | ঈষৎ পাগলামি যার | পাগলাটে |
৬৩৩ | খেয়া পার করে যে | পাটনী |
৬৩৪ | অতিশয় হিসাবি | পাটোয়ারি |
৬৩৫ | হাতের কজি থেকে আঙুলের ডগা পর্যন্ত | পাণি |
৬৩৬ | ক্ষুদ্র কূপ | পাতকুয়া |
৬৩৭ | ক্ষুদ্র কূপ | পাতকুয়া |
৬৩৮ | ক্ষুদ্র লেবু | পাতিলেবু |
৬৩৯ | ক্ষুদ্র হাঁস | পাতিহাঁস |
৬৪০ | পা ধােয়ার জল | পাদ্য |
৬৪১ | খেয়া পারের পয়সা | পারানি |
৬৪২ | উভয় তীর আছে যার | পারাবার |
৬৪৩ | অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান | পিজরাপোল |
৬৪৪ | ক্ষুদ্র বা নিচু কাঠের আসন | পিড়ি |
৬৪৫ | পান করার ইচ্ছা | পিপাসা |
৬৪৬ | পদ্মের ন্যায় অক্ষি বা চোখ | পুণ্ডরীকাক্ষ |
৬৪৭ | পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন | পুণ্যাহ |
৬৪৮ | অভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে দেবতার পূজার্চনা | পুরশ্চরণ |
৬৪৯ | গ্রন্থের শেষে গ্রন্থকারের নাম উল্লেখ | পুষ্পিকা |
৬৫০ | রাত্রির প্রথম ভাগ | পূর্বরাত্র |
৬৫১ | দিনের পূর্ব ভাগ | পূর্বাহ |
৬৫২ | যা পান করার যােগ্য | পেয় |
৬৫৩ | পূর্ব ও পরের অবস্থা | পৌর্বাপর্যয় |
৬৫৪ | পৌষ মাসে উৎপন্ন ফসল | পৌষালি |
৬৫৫ | হাতের কনুই থেকে কজি পর্যন্ত অংশ | প্রকোষ্ঠ |
৬৫৬ | প্রতিকার করার ইচ্ছা | প্রতিচিকীর্ষা |
৬৫৭ | প্রতিবিধান করার ইচ্ছা | প্রতিবিধিৎসা |
৬৫৮ | অক্ষির সমক্ষে/অভিমুখে বর্তমান | প্রত্যক্ষ |
৬৫৯ | অক্ষির সমক্ষে বর্তমান | প্রত্যক্ষ |
৬৬০ | মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া | প্রত্যুৎগমন |
৬৬১ | উপস্থিত বুদ্ধি আছে যার | প্রত্যুৎপন্নমতি |
৬৬২ | সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা | প্রত্যুদৃগমন |
৬৬৩ | অগ্রসর হয়ে অভ্যর্থনা | প্রত্যুদ্গমন |
৬৬৪ | বিদেশে থাকে যে | প্রবাসী |
৬৬৫ | ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ | প্রব্রজ্যা |
৬৬৬ | প্রায় প্রভাত হয়েছে এমন | প্রভাতকল্পা |
৬৬৭ | চার অভ্রান্ত জ্ঞান | প্রমা |
৬৬৮ | চার অভ্রান্ত জ্ঞান | প্রমা |
৬৬৯ | প্রশংসার যােগ্য | প্রশংসাৰ্য |
৬৭০ | ঐতিহাসিককালেরও আগের | প্রাগৈতিহাসিক |
৬৭১ | জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান | প্রান্তর |
৬৭২ | অনশনে মৃত্যু | প্রায় |
৬৭৩ | যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে | প্রােষিতপত্নীক বা প্রােষিতভার্য |
৬৭৪ | যে নারীর স্বামী (ভর্তা) বিদেশে থাকে | প্রােষিতভর্তৃকা |
৬৭৫ | যে নারী প্রিয় বাক্য বলে | প্রিয়ংবদা |
৬৭৬ | প্রিয় কাজ করার ইচ্ছা | প্রিয়চিকীর্ষা |
৬৭৭ | খুশি করতে ইচ্ছুক | প্রিয়চিকীর্ষু |
৬৭৮ | লাফিয়ে চলে যে | প্লবগ (ব্যাঙ/বানর) |
৬৭৯ | ক্ষুদ্র বিন্দু | ফুটকি |
৬৮০ | ফুল হতে জাত | ফুলেল |
৬৮১ | ক্ষুদ্র ফোঁড়া | ফুসকুড়ি |
৬৮২ | ফেলে দেবার যােগ্য | ফেনায়ক |
৬৮৩ | অধর-প্রান্তের হাসি | বক্রোষ্ঠিকামর |
৬৮৪ | যা বলা হচ্ছে | বক্ষ্যমাণ |
৬৮৫ | ঈষৎ বক্র | বঙ্কিম |
৬৮৬ | অতিশয় ঘটা বা জাকজমক | বড়ম্বর |
৬৮৭ | যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না | বনস্পতি |
৬৮৮ | কোথাও উঁচু কোথাও নিচু | বন্ধুর |
৬৮৯ | যা কোথাও উঁচু কোথাও নিচু | বন্ধুর |
৬৯০ | যে নারীর সন্তান হয় না | বন্ধ্যা |
৬৯১ | যার বরাহের (শূকর) মতাে খুর | বরাখুরে |
৬৯২ | আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা | বরাভয় |
৬৯৩ | আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা | বরাভয় |
৬৯৪ | আপনার বর্ণ বা রং লুকায় যে | বর্ণচোরা |
৬৯৫ | যার প্রকৃত বর্ণ ধরা যায় না | বর্ণচোরা |
৬৯৬ | ক্রমশ বর্ধিত হচ্ছে যা | বর্ধিষ্ণু |
৬৯৭ | যা ক্রমশ বর্ধিত হচ্ছে | বর্ধিষ্ণু |
৬৯৮ | ছাদের উপরিস্থিত ঘর | বলভি, চিলেকোঠা |
৬৯৯ | ক্ষুদ্র জাতীয় বক | বলাক |
৭০০ | ক্ষুদ্র জাতীয় বক | বলাক |