রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর – কেমিস্ট্রি

রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর – কেমিস্ট্রি

দেওয়া রইলো রসায়নের ৩০টি MCQ প্রশ্ন ও উত্তর। রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর

1. ক্লোরোফর্ম এর সঙ্কেত কী ?

(A) HCI
(B) CHCl3
(C) CCl4
(D) CaCl2

Answer :
(B) CHCl3

2. টাংস্টেন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ?

(A) W
(B) Y
(C) Tb
(D) Ta

Answer :
(A) W

Also Chekজৈব রসায়নের ৫০টি প্রশ্ন ও উত্তর –  Organic Chemistry


3. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসটি সবচেয়ে বেশী পরিমাণে থাকে ?

(A) জেনন
(B) নিয়ন
(C) হিলিয়াম
(D) আর্গন

Answer :
(D) আর্গন

4. পরমাণু মধ্যস্থ নিউট্রনের আবিষ্কর্তা কে ?

(A) নিউটন
(B) চ্যাডউইক
(C) ডালটন
(D) মেন্ডেলিফ

Answer :
(B) চ্যাডউইক

5. আজ পর্যন্ত কটি ট্রান্সইউরেনিয়াম মৌলের সন্ধান পাওয়া গেছে ?

(A) 17 টি
(B) 23 টি
(C) 25 টি
(D) 29 টি

Answer :
(B) 23 টি

6. কোনটি নীল প্রস্তুতিতে ব্যবহার করা হয় ?

(A) বেঞ্জিন
(B) ন্যাপথলিন
(C) কপার সালফেট
(D) অ্যামোনিয়াম সালফেট

Answer :
(B) ন্যাপথলিন

7. সোনার গহনায় খাদ হিসাবে কী মেশানো থাকে ?

(A) জিঙ্ক
(B) কপার
(C) রুপা
(D) পিতল

Answer :
(B) কপার

Also Chekপর্যায় সারণী প্রশ্ন উত্তর –  রসায়নের প্রশ্ন ও উত্তর


8. তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায় ?

(A) টার্টারিক অ্যাসিড
(B) সাইট্রিক অ্যাসিড
(C) ম্যালিক অ্যাসিড
(D) ফরমিক অ্যাসিড

Answer :
(A) টার্টারিক অ্যাসিড

9. নীচের কোন মৌলের অণুতে দ্বিবন্ধন দেখা যায় ?

(A) O2
(B) H2
(C) N2
(D) Cl2

Answer :
(A) O2

10. নীচের কোনটি দুষ্ট মৌল ?

(A) H2
(B) Th
(C) Hg
(D) O2

Answer :
(A) H2

Also Chekবিভিন্ন মৌলের সংকেত ও পারমানবিক সংখ্যা তালিকা


11. নিম্নের কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয় ?

(A) H2SO4
(B) HCL
(C) HNO3
(D) কোনটি নয়

Answer :
(C) HNO3

12. ফসফরাস নিচের কোন মৌলের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে ?

(A) কার্বন
(B) আয়োডিন
(C) সোডিয়াম
(D) হাইড্রোজেন

Answer :
(B) আয়োডিন

13. ভিনিগার কোন ধরণের জৈব যৌগ ?

(A) অ্যারোম্যাটিক যৌগ
(B) অ্যালিফাটিক যৌগ
(C) সম্পৃক্ত হাইড্রোকার্বন
(D) অসম্পৃক্ত হাইড্রোকার্বন

Answer :
(B) অ্যালিফাটিক যৌগ

14. ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ?

(A) পাসকাল
(B) জোসেফ টমসন
(C) জেমস্ সিম্পসন
(D) মরিস গোল্ড হেবার

Answer :
(B) জোসেফ টমসন

15. অদৃশ্য কালি কাকে বলে ?

(A) সাইট্রিক অ্যাসিড
(B) গাঢ় নাইট্রিক অ্যাসিড
(C) লঘু সালফিউরিক অ্যাসিড
(D) লঘু হাইডোক্লোরিক অ্যাসিড

Answer :
(D) লঘু হাইডোক্লোরিক অ্যাসিড

16. ফরমিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায় ?

(A) ছারপোকা
(B) ড্রসোফিলা মাছি
(C) লাল পিঁপড়ে
(D) কোবড়া সাপ

Answer :
(C) লাল পিঁপড়ে

17. কোন ক্ষেত্রে পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয় ?

(A) অ্যান্টিভেনম রূপে
(B) সার উৎপাদনে
(C) পেস্টিসাইড রূপে
(D) ফটোগ্রাফিতে

Answer :
(D) ফটোগ্রাফিতে

18. যেসব মৌলের পরমাণু ক্রমাঙ্ক ৯, ১৭, ৩৫, ৫৩, তারা হল—

(A) হ্যালোজেন
(B) ক্ষার ধাতু
(C) নিষ্ক্রিয় মৌল
(D) ক্ষারীয় মৃত্তিকা ধাতু

Answer :
(A) হ্যালোজেন

19. কেন জৈব যৌগটি কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় ?

(A) গ্লুকোজ
(B) মিথেন
(C) ইথিলিন
(D) ইউরিয়া

Answer :
(D) ইউরিয়া

20. অ্যাকোয়া ফর্টিস কথার অর্থ কী ?

(A) শক্তিশালী দ্রাব
(B) শক্তিশালী দ্রাবক
(C) শক্তিশালী দ্রবণ
(D) শক্তিশালী জল

Answer :
(D) শক্তিশালী জল

21. বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত ?

(A) সিলিকন ডাই অক্সাইড
(B) ম্যাগনেশিয়াম ক্লোরাইড
(C) অ্যালুমিনিয়াম সিলিকেট
(D) ক্যালশিয়াম ক্লোরাইড

Answer :
(A) সিলিকন ডাই অক্সাইড

22. শল্য চিকিৎসায় চেতনানাশক রূপে কোন জৈবযৌগ ব্যবহার করা হয় ?

(A) বেঞ্জিন
(B) ইথিলিন
(C) ক্লোরোফর্ম
(D) ন্যাপথ্যালিন

Answer :
(C) ক্লোরোফর্ম

23. সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় কোনটি সবচেয়ে বেশী পরিমাণে থাকে ?

(A) সালফেট
(B) ক্লোরাইড
(C) সোডিয়াম
(D) ম্যাগনেশিয়াম

Answer :
(B) ক্লোরাইড

24. কোন নির্দেশক অ্যাসিড দ্রবণে এবং প্রশমন ক্ষণে বর্ণহীন হয় ?

(A) লিটমাস
(B) ফেনলথ্যালিন
(C) মিথাইল অরেঞ্জ
(D) কোনটাই নয়

Answer :
(B) ফেনলথ্যালিন

25. নীচের কোনটি ক্ষার নয় ?

(A) KOH
(B) NaOH
(C) Al(OH)3
(D) Ca(OH)2

Answer :
(C) Al(OH)3

26. স্টেইনলেস স্টিলে কোন কোন ধাতু থাকে ?

(A) জিঙ্ক
(B) নিকেল এবং ক্রোমিয়াম
(C) কপার
(D) ম্যাঙ্গানিজ

Answer :
(B) নিকেল এবং ক্রোমিয়াম

27. মেন্ডেলিফের পর্যায় সারণীতে ক’টি পর্যায় রয়েছে ?

(A) 8 টি
(B) 9 টি
(C) 5 টি
(D) 7 টি

Answer :
(D) 7 টি

28. নীচের কোন ধাতব পাত্রে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড রাখা যায় ?

(A) তামা
(B) পিতল
(C) সীসা
(D) আয়রণ

Answer :
(C) সীসা

29. কোন গ্যাসটি ইলেকট্রিক বাম্বের মধ্যে থাকে ?

(A) অক্সিজেন
(B) হাইড্রোজেন
(C) নাইট্রোজেন
(D) কার্বন-ডাই-অক্সাইড

Answer :
(C) নাইট্রোজেন

30. পর্যায় সারণীর কোন শ্রেণীকে সন্ধিগত মৌলের শ্রেণী বলা হয় ?

(A) অষ্টম
(B) পঞ্চম
(C) দ্বিতীয়
(D) প্রথম

Answer :
(A) অষ্টম

Scroll to Top