চোখের আলো প্রকল্প – চক্ষু চিকিৎসায় নতুন দিশা
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবান কল্যাণ দপ্তরের অধীনে এক নতুন অভিনব উদ্যোগ – চোখের আলো প্রকল্প ।
চোখের এল প্রকল্পকে নতুন ভাবে শুরু করছেন মমতা বন্দোপাধ্যায়। এই প্রকল্পে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হত । এবার এই কাজে আশা কর্মীদের বাড়ি বাড়ি সমীক্ষার কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আশা কর্মীদের বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তারা জানবেন বয়স্কদের চোখের স্বাস্থ্যের বিষয়ে। এর জন্য অতিরিক্ত ৩৫০ টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে আশাকর্মীদের।
চোখের আলো প্রকল্প সম্পর্কিত কিছু তথ্য :
- বিনামূল্যে রাজ্যবাসীর চক্ষু চিকিৎসা এবং অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্যেই ২০২১ সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
- ৫ বছরের মধ্যে ২০ লক্ষের বেশি মানুষের বিনামূল্যে ছানি অপারেশন কথা ঘোষণা করা হয়।
- জেলায় জেলায় বেঁধে দেওয়া ছানি অপারেশন হচ্ছে কী না তা খতিয়ে দেখতে একটি করে টাস্ক ফোর্স গঠন হবে।
এরকম আরও কিছু পোস্ট :