ভারতের ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজ তালিকা – ধ্রুপদী ভাষা
ধ্রুপদী ভাষা (Classical language) বলতে এমন সব ভাষাকে বোঝায় যেগুলি অত্যন্ত প্রাচীন (আজ থেকে প্রায় ১৫০০ বা তারও বেশি বছর পুরনো), যাদের একটি বৃহৎ ও অত্যন্ত সমৃদ্ধ প্রাচীন সাহিত্য আছে, এবং যাদের প্রাচীন সাহিত্যের ঐতিহ্যটি অপর কোন সাহিত্যিক ঐতিহ্যের পরম্পরায় নয়, বরং স্বাধীন ও স্বাবলম্বীভাবে, গড়ে উঠেছিল।
ভারতে এরকম মোট ৬টি ভাষাকে ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে। এগুলি হল –
ভাষা | মর্যাদা সাল |
---|---|
তামিল | ২০০৪ |
সংস্কৃত | ২০০৫ |
তেলেগু | ২০০৮ |
কন্নড় | ২০০৮ |
মালায়ালম | ২০১৩ |
ওড়িয়া | ২০১৪ |