অ্যাসিড, ক্ষারক ও প্রশম দ্রবনে নির্দেশকের বর্ণ

অ্যাসিড, ক্ষারক ও প্রশম দ্রবনে নির্দেশকের বর্ণ

অ্যাসিড, ক্ষারক ও প্রশম দ্রবনে নির্দেশকের বর্ণ তালিকা দেওয়া রইলো।

নামঅ্যাসিড দ্রবণে বর্ণপ্রশম দ্রবণে বর্ণ  ক্ষারকীয় দ্রবণে বর্ণ
ফেনলফথ্যালিনবর্ণহীনবর্ণহীনগোলাপি বা পার্পল
মিথাইল রেডলাললালহলুদ
মিথাইল অরেঞ্জলালকমলাহলুদ
লিটমাসলালবেগুনীনীল
হলুদহলুদহলুদলাল
জবাফুলগোলাপি বা ম্যাজেন্টালালসবুজ

নির্দেশক কাকে বলে ?

যে সকল পদার্থ অ্যাসিড ও ক্ষারের জলীয় দ্রবনের সাথে বিক্রিয়া করে বর্ণ পরিবর্তন করে তাদেরকে অ্যাসিড ক্ষার নির্দেশক বলে।

এরকম আরও কিছু পোস্ট :

অ্যাসিড ও ক্ষার – প্রশ্ন ও উত্তর

কোন অ্যাসিড কোথায় থাকে – জৈব অ্যাসিড এর উৎস

বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান তালিকা

1 thought on “অ্যাসিড, ক্ষারক ও প্রশম দ্রবনে নির্দেশকের বর্ণ”

Comments are closed.

Scroll to Top