অ্যাসিড, ক্ষারক ও প্রশম দ্রবনে নির্দেশকের বর্ণ
অ্যাসিড, ক্ষারক ও প্রশম দ্রবনে নির্দেশকের বর্ণ তালিকা দেওয়া রইলো।
নাম | অ্যাসিড দ্রবণে বর্ণ | প্রশম দ্রবণে বর্ণ | ক্ষারকীয় দ্রবণে বর্ণ |
---|---|---|---|
ফেনলফথ্যালিন | বর্ণহীন | বর্ণহীন | গোলাপি বা পার্পল |
মিথাইল রেড | লাল | লাল | হলুদ |
মিথাইল অরেঞ্জ | লাল | কমলা | হলুদ |
লিটমাস | লাল | বেগুনী | নীল |
হলুদ | হলুদ | হলুদ | লাল |
জবাফুল | গোলাপি বা ম্যাজেন্টা | লাল | সবুজ |
নির্দেশক কাকে বলে ?
যে সকল পদার্থ অ্যাসিড ও ক্ষারের জলীয় দ্রবনের সাথে বিক্রিয়া করে বর্ণ পরিবর্তন করে তাদেরকে অ্যাসিড ক্ষার নির্দেশক বলে।
এনেধৰণৰ আন কিবা তথ্য আছেনে?