পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ডঃ সি ভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের শপথ বাক্য পাঠ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
দেখে নিন : পশ্চিমবঙ্গের রাজ্যপাল তালিকা – Governors of West Bengal
২৩শে নভেম্বর সকাল পৌনে ১১টাই রাজভবনে এই অনুষ্ঠান শুরু হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী। উপস্থিত আছেন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়-সহ তৃণমূলের বিধায়ক, সাংসদরা।
সিভি আনন্দ বোস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আইএএস) একজন প্রাক্তন কর্মকর্তা। তিনি পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল। জগদীপ ধনকড়ের পর বাংলার নতুন রাজ্যপাল হলেন তিনি ।