ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা – Festivals of India
ভারতের কোন রাজ্যে কোন উৎসব পালন করা হয় তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো।
রাজ্য | উৎসব |
---|---|
অন্ধ্রপ্রদেশ | ব্রহ্মোৎসব, শ্রী রাম নবমী, উগাদি বা তেলেগু নববর্ষ |
আসাম | বিহু, দীপান্বিতা, কামাখ্যা মেলা ,মে-ডাম-মে-ফী, অম্বুবাচী মেলা, জোনবিল মেলা |
উড়িষ্যা | রথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব |
উত্তরপ্রদেশ | রামনবমী, রামলীলা, কুম্ভমেলা |
উত্তরাখণ্ড | গঙ্গা দুসেরা, কুম্ভমেলা |
কর্নাটক | হাম্পি, পাত্তাদকল, হয়্সালা, গৌরী, গনেশ চতুর্থী, কাম্বালা |
কেরালা | বিশু, ওনাম, তিস্ক, কুরম, নিশাগান্ধি |
গুজরাট | নভরাত্রি, হোলি, ঘুড়ি উৎসব, গঞ্চা |
গোয়া | ঘুমট, গোকুল অষ্টমী, মান্দ , গোয়া কার্নিভাল, শিগমো |
ছত্রিশগড় | হরেলী, কুম্ভমেলা, মাদাই |
জম্মু ও কাশ্মীর | টিউলিপ উৎসব, লোরি, লোসার, সিন্ধু দর্শন, অমরনাথ যাত্রা |
ঝাড়খন্ড | ছট পূজা, বন্দনা, সারহুল, রহিন |
তামিলনাড়ু | পোঙ্গল, জাল্লিকাট্টু, |
তেলেঙ্গানা | বোনালু, উগাদি, দুশেরা |
ত্রিপুরা | দূর্গাপূজা, গঙ্গা পূজা, গিয়ারিয়া পূজা, খেরচি পূজা, কের পুজা |
দিল্লি | কুতুব উৎসব, রোশেনারা, শালিমার |
নাগাল্যান্ড | পাখি উৎসব, হেগা উৎসব, সেক্রেনি, হর্নবিল উৎসব |
পশ্চিমবঙ্গ | নববর্ষ, দূর্গাপূজা, দীপাবলী, দোল বা বসন্ত উৎসব |
পাঞ্জাব | লহরী, বৈশাখী, সাতোয়া, |
বিহার | ছট পূজা, করম উৎসব, পারুল |
মধ্যপ্রদেশ | লোকরং, খাজুরাহ, কুম্ভমেলা |
মনিপুর | বিহু, পরাগ, সংগাই, চেইরাওবা, য়াওসাং বা হোলি, কূট উৎসব |
মহারাষ্ট্র | গনেশ চতুর্থী, নাগপঞ্চমী, চিকু উৎসব |
মিজোরাম | চাপচারকূট, মিমকূট |
মেঘালয় | ওয়াংগালা, আহাইয়া |
রাজস্থান | আদিবাসী কুম্ভমেলা, ব্রজ, তিজ, মরু উৎসব |
সিকিম | সাগা দাবা, লোসার, চাইতা, লোসাং, তিহার |
হরিয়ানা | দিওয়ালি, লোহরী, বসন্ত পঞ্চমী,বৈশাখী |
হিমাচলপ্রদেশ | হরিয়ালি, বৈশাখী, জাগরা, দুশেরা |
এরকম আরো কিছু পোস্ট :
ভারতের বিভিন্ন রাজ্যের প্রাদেশিক নৃত্যের তালিকা
ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য
কোন নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত
ভারতের গুরুত্বপূর্ণ নদী বাঁধ সমূহ
ভারতের নদনদী - উৎস, পতনসস্থল, উপনদী ও অন্যান্য তথ্য
Download Section
- File Name: ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা – Festivals of India
- File Size: 83 KB
- No. of Pages: 02
- Format: PDF
- Language: Bengali