দেওয়া রইলো ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা PDF । ভারতের কোন শহর কে প্রতিষ্ঠা করেন তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো।
নং | শহর | প্রতিষ্ঠাতা | রাজ্য |
---|---|---|---|
১ | অমৃতসর | গুরু রাম দাস (চতুর্থ শিখ গুরু) | পাঞ্জাব |
২ | অম্বালা | আম্বা রাজপুত রাজা | পাঞ্জাব |
৩ | আগ্রা | সিকান্দার লোদি | উত্তরপ্রদেশ |
৪ | আজমগড় | আজম খান | উত্তরপ্রদেশ |
৫ | আজমীর | অজয়দেব | রাজস্থান |
৬ | আহমেদনগর | আহমেদ নিজাম শাহ (মানিক শাহ) | মহারাষ্ট্র |
৭ | আহমেদাবাদ | সুলতান আহমেদ শাহ-I | গুজরাট |
৮ | উদয়পুর | দ্বিতীয় উদয় সিংহ | রাজস্থান |
৯ | এলাহাবাদ (বর্তমান প্রয়াগরাজ) | আকবর | উত্তরপ্রদেশ |
১০ | কলকাতা | জব চার্নক | পশ্চিমবঙ্গ |
১১ | গাজিয়াবাদ | উজির গাজী উদ্দিন | উত্তরপ্রদেশ |
১২ | চণ্ডিগড় | লে করবুসিয়ার | চণ্ডিগড় |
১৩ | জয়পুর | দ্বিতীয় জয় সিং | রাজস্থান |
১৪ | ঝাঁসি | রাজা অর্চা | উত্তরপ্রদেশ |
১৫ | তুঘলকাবাদ | গিয়াসউদ্দিন তুঘলক | দিল্লি |
১৬ | দিল্লি(ইন্দ্রপ্রস্থ) | আনঙ্গপাল তোমার | দিল্লি |
১৭ | দৌলতাবাদ | মহম্মদ বিন তুঘলক | মহারাষ্ট্র |
১৮ | পাটনা | উদয়ীন | বিহার |
১৯ | ফতেপুর সিক্রি | আকবর | উত্তরপ্রদেশ |
২০ | ফিরোজপুর | ফিরোজ শাহ তুঘলক | পাঞ্জাব |
২১ | ফৈজাবাজ | আলী বর্দি খান | উত্তরপ্রদেশ |
২২ | বাড়মের | মাল্লিনাথ | রাজস্থান |
২৩ | বিজাপুর | ইউসুফ আদিল শাহ | কর্নাটক |
২৪ | বেঙ্গালোর | কেম্পে গৌরা | কর্নাটক |
২৫ | ভরতপুর | মহারাজা সুরথ মাল | রাজস্থান |
২৬ | ভোপাল | রাজা ভোজ/ দস্ত মহম্মদ খান | মধ্যপ্রদেশ |
২৭ | মহাবলীপুরম | নরসিংহবর্মন | তামিলনাড়ু |
২৮ | মাদ্রাজ | ফ্রান্সিস ডে ও অ্যান্ড্রু কোগান | তামিলনাড়ু |
২৯ | মুম্বাই | রাজা ভিমদেব | মহারাষ্ট্র |
৩০ | মুরাদাবাদ | রুস্তম খান | উত্তরপ্রদেশ |
৩১ | রায়পুর | ব্রহ্মদেও রায় | ছত্তিশগড় |
৩২ | হায়দ্রাবাদ | মুহাম্মদ কুলি কুতুব শাহ | তেলেঙ্গানা |
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
সিরি শহরের প্রতিষ্ঠাতা কে ?
সিরি শহর প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খলজী।
দিল্লি শহর কে প্রতিষ্ঠা করেন ?
দিল্লির প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক ।
আগ্রা শহর কে স্থাপন করেন ?
আগ্রা শহর স্থাপন করেন সিকান্দার লোদি।
তুঘলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে ?
গিয়াসউদ্দিন তুঘলক এই শহর প্রতিষ্ঠা করেন।
Download Section
- File Name: ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা
- File Size: 174 KB
- No. of Pages: 02
- Language: Bengali
- Format: PDF
- Subject: History