General Awareness Bengali Practice Set – 19

General Awareness Bengali Practice Set

দেওয়া রইলো General Awareness Bengali Practice Set । সাধারণ জ্ঞানের ৪০টি বাংলায় প্রশ্ন ও উত্তর ।

1. ডান্ডি অভিযানে গান্ধীজির সাথে আর কতজন স্বেচ্ছাসেবী ছিলেন?
– ৭৮
– ৭২
– ৭৭
– ৫৬

2. ভারত শাসন আইনকে “charter of slavery “কে বলেছিলেন?
– বাল গঙ্গাধর তিলক
– বল্লভভাই প্যাটেল
– মহাত্মা গান্ধী
– জওহরলাল নেহেরু

3. অমিত্রাক্ষর ছন্দের সৃষ্টিকর্তা কে?
– মাইকেল মধুসূদন দত্ত
– সত্যেন্দ্রনাথ দত্ত
– দীনবন্ধু মিত্র
– রবীন্দ্রনাথ ঠাকুর

4. ভারতের কোন রাজ্যের রাজধানী সবথেকে পূর্বে অবস্থিত?
– আসাম
– অরুনাচল প্রদেশ
– মনিপুর
– নাগাল্যান্ড

5. বহির্জাত প্রক্রিয়া গুলির মধ্যে সবথেকে বেশি প্রভাব ফেলে —
– সমুদ্র তরঙ্গ
– বায়ু
– হিমবাহ
– নদী

দেখে নাওMixed General Knowledge Set in Bengali – Set 18

6. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন?
– প্রথম ধর্মপাল
– গোপাল
– দেবপাল
– ধর্মপাল

7. নিম্নলিখিত অঙ্গগুলির কোনটি বাহ্যিক আবরন পেরিকার্ডিয়াম?
– যকৃত
– বৃক্ক
– হৃদপিণ্ড
– হাড়

8. ১৯৫২ খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণীটি ভারতের বিলুপ্ত প্রায় ঘোষিত হয়েছিল?
– লিওপার্ড
– এশিয়াটিক সিঙহ
– বাঘ
– চিতা

9. Our accountant has been fired as there was some monkey business with the books
– Mischievous or deceitful behaviour
– Displacement
– Funny activity
– Stealing activities

10. মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উতস(source)কি?
– অশোকের শিলালিপি
– ইন্ডিকা
– অথশাস্ত্র
– মুদ্রারাক্ষস

11. কোন ফাইবারকে ‘Regenerated fibre ‘বলা হয়?
– নাইলন
– পলিস্টার
– টেরিলন
– রেয়ন

দেখে নাও200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners

12. ডেমিকাস কার রাজসভায় এসেছিলেন?
– বিম্বিসার
– বিন্দুসার
– মহাপদ্মনন্দ
– বিক্রমদিত্য

13. অস্টিগমাটিসম সংশোধন করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
– বাই ফোকাস লেন্স
– সিলিন্ড্রিক্যাল লেন্স
– উত্তল লেন্স
– অবতল লেন্স

14. রাগ, ভয়, ইত্যাদি মানসিক পরিস্থিতিতে কোন হরমোনের পরিমান রক্তে বেড়ে যায়?
– ADH
– এড্রিনানিল
– কোনোটিই নয়
– থাইরক্সিন

15. “A Brief History of seven killings ” বইটির লেখক হলেন?
– জুলিয়ান বার্নস
– রিচার্ড ফ্লানাগান
– হাওয়ার্ড জ্যাকবসন
– মারলন জেমস

16. NH4Cl -এ কোন ধরনের বন্ড দেখা যায়?
– Covalent
– Lonic
– Co-ordinate
– সবকটি

17. ঘাম লালা এবং অশ্রুতে লাইসোজাইম নামক এক উৎসেচক থাকে যা ধ্বংস করে—
– প্রোটোজোয়া
– ভাইরাস আক্রান্ত কোষ সমূহ
– ভাইরাস
– ব্যাকটেরিয়া

18. “Food for Work “প্রোগ্রামটি কোন পঞ্চবার্ষিকী পরীকল্পনাতে শুরু হয়েছিল?
– সপ্তম
– ষষ্ঠ
– দশম
– নবম

দেখে নাও৫০টি ইতিহাসের ছোট প্রশ্ন উত্তর

19. রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের কোনো সদস্যকে বরখাস্ত করতে পারেন—
– নিজের স্বেচ্ছাধীন খমোতা প্রয়োগ করে
– লোকসভার স্পিকারের সাথে আলোচনা করে
– উপরোক্ত সবকটি
– প্রধানমন্ত্রীর সুপারিশে

20. ‘এপসম’ লবনের রাসায়নিক নাম—
– ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
– সিলভার ক্লোরাইড
– জিঙ্ক নাইট্রেট
– ম্যাগনেসিয়াম সালফেট

21. কোথাকার হিঙসাত্মক ঘটনার পর গান্ধিজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন?
– চম্পারণ
– বরদৌলি
– খেদা
– চৌরিচৌরি

22. Indian Institute of Forest Management —ভারতের কোন শহরে অবস্থিত?
– দেরাদুন
– ভোপাল
– লখনউ
– রায়পুর

23. কোনটি বহুমুখী দ্রাবকের উদাহরণ?
– জল
– অ্যালকোহল
– কেরোসিন
– সবকটি

24. কোন ভারতীয় ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?
– আশাপূর্ণা দেবী
– জি শঙ্কর কুরুপ
– সুমিত্রানন্দন পন্থ
– মহাশ্বেতা দেবী

25. “উরুগুয়ের রাউন্ডে ” আলোচনার ফলে নিম্নলিখিত কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল?
– NATO
– IMF
– POEX
– WTO

26. আকবরের আদালতের সবচেয়ে বিখ্যাত হিন্দী কবি কে ছিলেন?
– আব্দুর রহিম খান -ই- খান্না
– রাজা মন সিঙ
– দেব দাস
– বীরবল

দেখে নাও১০০ টি General Knowledge in Bengali – প্রশ্ন ও উত্তর – সেট ১৬

27. ভারতীয় সঙবিধানের ৩২৪-৩২৮ ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্ক যুক্ত?
– নির্বাচন
– বর্ণপ্রথা
– পঞ্চায়েত ব্যবস্থা
– ট্রাইব্যুনাল

28. সুদর্শন হ্রদের বাধ কে মেরামত করেছিলেন?
– সমুদ্র গুপ্ত
– বুধগুপ্ত
– দ্বিতীয় কুমারগুপ্ত
– রুদ্রদমন

29. নেইল পালিশ রিমুভারে কি থাকে?
– ইথিলিন
– সাইট্রিক অ্যাসিড
– বেঞ্জিন
– এসিটোন

30. ১৫ ই আগস্ট কাকে হত্যা করা হয়েছিল?
– ফুলন দেবী
– প্রমোদ ভেঙ্কটেশ মহাজন
– গান্ধীজি
– শেখ মজিবর রহমান

31. আলেপ্পা কোথাকার বিদ্রোহী প্রদেশ?
– ইরাক
– ইউক্রেন
– সিরিয়া
– লেবানন

32. স্কুল ইন্সপেক্টর ক্লাসে যখন ডিকটেশন দিচ্ছিলেন তখন গান্ধীজি কোন বানানটি ভুল করেছিলেন?
– School
– Kettle
– Uniform
– Umbrella

33.সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি —
– স্বাক্ষর দানের অসম্মতি জানাতে পারেন
– লোকসভার অধ্যক্ষ এর সাথে পরামর্শ করতে পারেন
– পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন
– বিলটি সংশোধন করতে পারেন

34. পিত্ত (Bile) উৎপন্ন হয় কোথা থেকে?
– অগ্ন্যাশয়
– লিভার
– শুক্রাশয়
– থাইরয়েড গ্ৰন্থি

দেখে নাওজীবনবিজ্ঞান অধ্যায় : কোষ ও কোষের গঠন – প্রশ্ন ও উত্তর

35. ব্যাক হ্যান্ড — কথাটি কোন খেলার সাথে যুক্ত?
– পোলো
– ব্যাডমিন্টন
– বাস্কেটবল
– বিলিয়ার্ডস/স্নুকার

36. ভারতের সংবিধানের সপ্তম তফসিল (schedule) অনুযায়ী, জমি ও বাড়ির ওপর কর কোন লিস্টে রয়েছে?
– কঙকারেন্ট লিস্ট
– স্টেট লিস্ট
– ইউনিয়ন লিস্ট
– রেসিডুয়াল লিস্ট

37. সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয়?
– ১৯৮০ সালে
– ১৯৫২ সালে
– ১৯৭২ সালে
– ১৯৫৬ সালে

38. ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে কাইজার -ই-হিন্দ উপাধি দিয়েছিলেন তার —
– গোল টেবিল বৈঠক অঙশগ্ৰহন করার জন্য
– বোয়ার যুদ্ধে অবদানের জন্য
– প্রথম বিশ্বযুদ্ধে অবদানের জন্য
– অহিংসা নীতির জন্য

39. পৃথিবীর অ্যালবেডোর (albedo) গড় পরিমাণ?
– ৩২%
– ৩৬%
– ৩৪%
– ৩৮%

40. বাচ্চাদের ভিটামিন ‘A’ খাওয়ানো হয়?
– পোলিও রোগ প্রতিরোধ করার জন্য
– রাতকানা রোগ প্রতিরোধ করার জন্য
– বেরিবেরি রোগ প্রতিরোধ করার জন্য
– রিকেট রোগ প্রতিরোধ করার জন্য

Comments are closed.

Scroll to Top