১০০ টি জেনারেল নলেজ GK প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো ১০০টি জেনারেল নলেজ GK প্রশ্ন ও উত্তর।
দেখে নাও : General Awareness in Bengali – MCQ – set 14
1. প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন-
– দেবিকা রাণী
– রিতা ফারিয়া
– নার্গিস দত্ত
– রাজ কাপুর
2. নেগ্রিটো জনজাতির বসবাস দেখা যায় –
– আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
– লাক্ষাদ্বীপ
– রাজস্থান
– কেরালা
3. হাজার হ্রদের দেশ বলা হয় –
– ফিনল্যান্ড
– আয়ারল্যান্ড
– নেদারল্যান্ড
– গ্রিনল্যান্ড
4. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হল –
– মান্ডি
– কুলু
– ধর্মশালা
– সিমলা
5. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন —
– গিরিশচন্দ্র ঘোষ
– শিশিরকুমার ঘোষ
– হরিশচন্দ্র মুখোপাধ্যায়
– দীনবন্ধু মিত্র
6. নিচের কোন শহর কে মুক্তার শহর বলা হয়?
– কোচি
– তুতিকোরিন
– কান্ডালা
– হায়দ্রাবাদ
7. কলকাতার প্রথম সংবাদপত্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
– 1790
– 1780
– 1770
– 1778
8. চক : ব্ল্যাক বোর্ড অনুরূপভাবে কোন জোড়াটি হবে –
– গাড়ি : গ্যারেজ
– টাইপরাইটার : ছাপা
– চেয়ার : টেবিল
– কলম : কাগজ
9. ভারতের প্রথম পাট-কলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
– ত্রিপুরায় অরুন্ধুতীতে
– অন্ধ্রপ্রেদেশের গুন্টুরে
– অসমের শিলঘাট
– পশ্চিমবঙ্গের রিষড়ায়
10. ভারতে জাতীয় গণিত দিবস কবে পালন করা হয়?
– December 20
– June 29
– March 14
– December 22
দেখে নাও : ৭৫ টি বাংলা সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর – সেট ১৩
11. লিমোনাইটে লোহার পরিমাণ কত% ?
– 48.2
– 70.2
– 72.6
– 62.9
12. গোয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত?
– তিস্তা
– শোন
– হুগলি
– ব্রহ্মপুত্র
13. সংযুক্তা পাণিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত?
– ভারতনাট্যম
– ওডিশি
– কত্থক
– কথাকলি
14. সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি?
– সিরিয়াস
– গ্যানিমিডি
– প্রক্সিমা সেনটাওরী
– ডেইমস
15. এরিথ্রোসাইটে অবাত শ্বসন ঘটার কারণ কী?
– লাইসোজোমের অভাব
– কোনোটিই নয়
– রাইবোজোমের অভাব
– মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতি
16. ভারতীয় 2000 টাকার নোটের উল্টোদিকে অঙ্কন করা মঙ্গলযানটি কী প্রদশর্ন করে?
– ভারতীয় মহাকাশযান শক্তি
– ভারতের আর্থিক উন্নয়ন
– মহাকাশে ভারতের প্রথম আন্তঃগ্রহ অভিযান
– ভারতের প্রযুক্তির উন্নতি
17. মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন
– তমলুকে
– বরিশালে
– সুতাহাটায়
– বীরভূমে
18. সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে?
– সরাবতী
– নর্মদা
– কাবেরী
– মহানন্দা
19. সোডিয়াম কে কিসের মধ্যে সংরক্ষণ করা হয়?
– জল
– কেরোসিন
– অ্যালকোহল
– পেট্রল
20. গ্রহের গতিবিষয়ক সূত্রটি কার?
– রাদারফোর্ড
– প্রিস্টলি
– জোহানেস কেপলার
– আইজাক নিউটন
21. রােলার জীবের জন্য মানুষের ________ ক্রোমােজোমের জিন দায়ী।
– পঞ্চম
– নবম
– সপ্তম
– অষ্টম
22. কো – এনজাইম কীভাবে কাজ করে?
– স্বাধীন অ্যাপোএনজাইম রূপে
– প্রোটিনের সহযোগী রূপে
– ভিটামিনের সহযোগী হিসেবে
– অ্যাপোএনজাইমের সহযোগী হিসেবে
23. নেপালের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা সংযোগ রয়েছে
– 6 টি
– 3 টি
– 5 টি
– 4 টি
24. ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন?
– First Debpal
– Laxman Sen
– Bijay Sen
– Sasanka
25. ফরাসি সেনাপতি ডুপ্লে কত সালে পন্ডিচেরীর গভর্নর নিযুক্ত হন?
– 1746
– 1742
– 1792
– 1739
দেখে নাও : 50 – General Awareness MCQ in Bengali – set 12
26. চতুর্থ করোটিয় স্নায়ুর নাম কী?
– অ্যাবডুসেন্স
– ফেসিয়াল
– অলফ্যাক্টরি
– ট্রকলিয়ার
27. পদার্থের পরিমানের একক
– ক্যান্ডেলা
– কুলম্ব
– মৌল
– অ্যাম্পিয়ার
28. নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়া হল –
– Micrococcus
– Pseudomonas
– Nitrosomonas
– Azotobactor
29. RrWw জিনােটাইপযুক্ত জীব থেকে যত প্রকার গ্যামেট সৃষ্টি হয় তার সংখ্যা—
– 4টি
– 2টি
– 6টি
– ৪টি
30. ”দক্ষিণ ভারতের শস্যভান্ডার” বলা হয় কাকে?
– উপরের কোনোটিই নয়
– কেরালা কে
– তাঞ্জাভুর জেলাকে
– কর্ণাটককে
31. ক্লোরোফ্লুরোকার্বন (chlorofluorocarbons) (CFC) গ্যাস কোথায় ব্যবহার করা হয়?
– ফ্রিজ
– টিউব লাইট
– কুকিং ওভেন
– টেলিভিশন
32. ‘ফিলােজফিক জুয়লজিক’ গ্রন্থটির রচয়িতা হলেন—
– ওপারিন
– হুগো দ্য ভ্রিস
– ডারউইন
– ল্যামার্ক
33. নেফ্রেকটমি পদ্ধতিতে কোন অঙ্গের চিকিৎসা করা হয়?
– ফুসফুস
– মস্তিষ্ক
– অন্ত্র
– বৃক্ক
34. ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়?
– পোলিও
– রিকেট
– বেরিবেরি
– স্কার্ভি
35. ক্যানবেরা কোন দেশের রাজধানী?
– Spain
– Canada
– Australia
– Egypt
36. বার্ড ফ্লু ভাইরাসের নাম কি?
– H1N1
– H5N1
– N1N1
– কোনটাই নয়
37. IR-৪, পদ্মা হল অধিক ফলনশীল – _________ বীজ।
– গম
– ধান
– যব
– ভূট্টা
38. নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয়?
– হাইড্রোজেন
– নাইট্রোজেন
– মিথেন
– ইথেন
39. যে হরমােনের উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে তা হল-
– জিব্বেরেলিন
– ইথিলিন
– অক্সিন
– সাইটোকাইনিন
40. নামদাফা, মৌলিং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
– অরুণাচল প্রদেশ
– তামিলনাড়ু
– কেরালা
– অন্ধ্রপ্রদেশ
41. বৎস মহাজনপদের রাজধানীর নাম কী?
– কৌশাম্বী
– কাম্পিল্য
– রাজপুর
– পাওয়াপুরী
42. ডায়ালিসিস পদ্ধতিতে কোন অঙ্গের চিকিৎসা করা হয় –
– যকৃত
– মস্তিষ্ক
– বৃক্ক
– ফুসফুস
43. এরোপ্লেন : রাইট ব্রাদার্স : : স্টিম ইঞ্জিন : ?
– মার্টিন ওয়াভেল
– জেমস ওয়াট
– জেমস বন্ড
– মার্কনি
44. মাদারি পাশি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?
– বারদৌলি সত্যাগ্রহ
– নীল বিদ্রোহ
– আইন অমান্য আন্দোলন
– একা আন্দোলন
45. অটোজোমবাহিত জিনগত রােগ হল—
– হিমােফিলিয়া
– রাতকানা
– বর্ণান্ধতা
– থ্যালাসেমিয়া
দেখে নাও : জেনারেল নলেজ – General Knowledge in Bengali – সেট ১০
46. শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানীর নাম কী?
– নেপাইদাও
– জাংথা
– কলম্বো
– থিম্পু
47. ভারতে ‘পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা’ বলা হয় –
– চার্টার আইনকে
– উডের ডেসপ্যাচকে
– কোনোটাই নয়
– মেকলে মিনিটসকে
48. BRICS কত সালে প্রতিষ্ঠিত হয়?
– 2002
– 2001
– 1999
– 2005
49. হেলমান্দ ও আমুদরিয়া কোন দেশের প্রধান নদী?
– ভূটান
– আফগানিস্তান
– পাকিস্তান
– মালদ্বীপ
50. ভারতের আয়তন পাকিস্তানের কত গুণ?
– 6
– 4
– 9
– 5
51. 2011 সালের জনগননা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত?
– 64.78
– 82.14
– 74.04
– 68.84
52. নেতাজী সুভাষচন্দ্র বসুর দ্বারা জার্মানিতে শুরু করা রেডিও স্টেশনের নাম কী?
– Azad India Radio
– Indian Radio
– Azad Hind Radio
– Jai Hind Radio
53. নিম্নলিখিত কোনটি একটি লালাগ্রন্থি?
– অ্যাড্রিনাল গ্রন্থি
– ল্যাক্রিমাল গ্রন্থি
– সাবলিঙ্গুয়াল গ্রন্থি
– ব্রুনার গ্রন্থি
54. ঋকবেদে ইন্দ্রের উদ্দেশ্যে কয়টি স্তোত্র রচিত হয়েছে?
– 400 টি
– 250 টি
– 300 টি
– 200 টি
55. রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 2020 বিজয়িনী ‘ মণিকা বাত্রা ‘ কোন খেলার সাথে যুক্ত?
– রেসলিং
– টেবিল টেনিস
– কবাডি
– প্যারা অ্যাথলেটিক্স
56. মেন্ডেলের একসংকর জননের জিনােটাইপের অনুপাত হল—
– 1:1:1:1
– 1:2:1
– 9:3:3:1
– 3:1
57. অন্ধ্রপ্রদেশের অনন্তপুর কিসের জন্য বিখ্যাত?
– অভ্র
– সোনা
– তামা
– জিঙ্ক
58. ‘E-Commerce’, ‘E-Learning’ শব্দে, E- অক্ষরটি কোন শব্দকে বোঝায়?
– Essential
– Enternet
– Electronic
– Entertainment
59. ট্যানিক অ্যাসিড পাওয়া যায় –
– চা
– আপেল
– কলা
– লেবু
60. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
– দোদাবেতা
– অমরকণ্টক
– কলসুবাই
– ধুপগড়
দেখে নাও : ৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৯
61. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
– ধোয়ী
– বাণভট্ট
– হরিষেণ
– উমাপতি ধর
62. বেলুচিস্তানের বোলান নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
– সিন্ধু সভ্যতা
– হরপ্পা সভ্যতা
– মেহেরগড় সভ্যতা
– মেসোপটেমিয়া সভ্যতা
63. Bromatology বলতে বোঝায়-
– Study of Mobiles
– Study of Foods
– Study of Liquids
– Study of Pendemic
64. চোখে ধূলােবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায়। এটি কী ধরনের ক্রিয়া?
– গমন
– কোনােটিই নয়
– সহজাত প্রতিবর্ত ক্রিয়া
– অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
65. গুটিবসন্ত রোগ যে ভাইরাসের দ্বারা সংক্রামিত হয়, সেটি হল –
– TMV
– স্টেপটোমাইসিস
– ভ্যারিওলা
– মাম্পস ভাইরাস
66. হিন্দু মুসলিম ঐক্যের জন্য ” সত্যপীরের পূজা ” কে চালু করেন?
– হোসেন শাহ
– ধর্মপাল
– নসরৎ শাহ
– আলমুস্তানশীর বিল্লাহ
67. আলোক শ্বসন বা ফটোরেসপিরেশন দেখা যায় –
– মাইটোকন্ড্রিয়া
– পারক্সিজোম
– ক্লোরোপ্লাস্ট
– সবগুলো
68. ডায়েট কোন দেশের জাতীয় সংসদের নাম?
– গ্রিস
– আয়ারল্যান্ড
– জাপান
– ইজিপ্ট
69. নিচের কোন ধাতুটি মোবাইল ফোনের ব্যাটারিতে ব্যবহৃত হয়?
– তামা
– লিথিয়াম
– দস্তা
– নিকেল
70. সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে?
– 480 সেকেন্ড
– 540 সেকেন্ড
– 800 সেকেন্ড
– 500 সেকেন্ড
71. কোন বিদ্রোহে এনফিল্ড রাইফেলে টোটার প্রচলন বিদ্রোহের প্রধান কারণ হিসেবে উঠে আসে?
– মুন্ডা বিদ্রোহে
– সিপাহী বিদ্রোহে
– সাঁওতাল বিদ্রোহে
– কোল বিদ্রোহে
দেখে নাও : ৫০টি General Awareness in Bangla MCQ – সেট ৮
72. নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে শুরু হয়েছিল?
– 1977
– 1985
– 1975
– 1987
73. কিউবার রাজধানীর নাম কী?
– ওয়াশিংটন
– লুসাকা
– হাভানা
– ভিয়েনা
74. প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষীয় অঙ্গানু হল-
– ER
– রাইবোজোম
– ডিকটিওজোম
– লাইসোজোম
75. সমস্ত অ্যাসিড গুলির মধ্যে নিন্মের কোন গ্যাসটি উপস্থিত থাকে:
– Carbon
– Oxygen
– Hydrogen
– Sulphur
76. তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত?
– বাঁকুড়া
– বীরভূম
– উত্তর দিনাজপুর
– পুরুলিয়া
77. নীচের কোন্ হরমােনকে অ্যান্টিকিটোজেনিক হরমােন বলে?
– অ্যাড্রিনালিন
– থাইরক্সিন
– ইনসুলিন
– গ্লুকাগন
78. কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন?
– উমাচরণ শেঠ
– মধুসূদন গুপ্ত
– তারকনাথ পালিত
– নীলরতন সরকার
79. সংবিধান পরিষদ কোন দিনে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করছিলেন?
– 22 জুলাই 1947
– 15 আগস্ট 1947
– 26 জানুয়ারি 1949
– 26 নভেম্বর 1949
80. _____ হরমােনের অপর নাম ভেসােপ্রেসিন।
– থাইরক্সিন
– ADH
– নর অ্যাড্রেনালিন
– অ্যাড্রেনালিন
81. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন?
– র্যামসে ম্যাকডোনাল্ড
– চার্চিল
– এটলি
– চেম্বারলেন
দেখে নাও : ১০০ টি মিক্সড GK MCQ প্রশ্ন ও উত্তর – সেট ৬
82. আয়তনের বিচারে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হল –
– ব্রাজিল
– আর্জেন্টিনা
– অস্ট্রেলিয়া
– আমেরিকা
83. নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত?
– উত্তরাখন্ড
– তামিলনাড়ু
– অসম
– ঝাড়খণ্ড
84. টারজান চরিত্রের স্রষ্টা –
– এডগার রাইস বারোজ
– স্টিফেন হকিং
– ইয়ান ফ্লেমিং
– ইয়ান চ্যাপেল
85. পান্ডব বিজয়কথা ‘ গ্রন্থের রচয়িতা কে ?
– শ্রীকর নন্দী
– মালাধর বসু
– বৃন্দাবন দাস
– কবীন্দ্র পরমেশ্বর
86. বোকারো কারখানাতে যে নদীর জল ব্যবহত হয় ?
– ভদ্রাবতী
– অজয়
– দামোদর
– সুর্বণরেখা
87. লেবুর রসের pH কত?
– 6.3
– 3.0
– 2.4
– 5.6
88. Bell metal এর উপাদান গুলি হল-
– পিতল ও নিকেল
– তামা ও টিন
– দস্তা ও তামা
– নিকেল ও তামা
89. নিচের কোন রোগগুলি এক জনের দেহ থেকে আরেক জনের দেহে ছড়িয়ে পড়ে?
১. এইডস
২. হেপাটাইটিস বি
৩. সিফিলিস
৪. সিরোসিস
– ১,২,৩
– ২,৩,৪
– সবগুলিই
– ১,৩,৪
90. ওয়াংগালা উৎসব (The Hundred Drums Festival) নিন্মের কোন রাজ্যে পালন করা হয়?
– Goa
– Arunachal Pradesh
– Sikkim
– Meghalaya
91. ‘লোন ওয়েভার ‘শব্দটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
– প্রযুক্তি
– শিল্প
– শিক্ষা
– কৃষি
92. মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমারেখা হল –
– পারপল লাইন
– সনোরা লাইন
– গ্রিন লাইন
– ফচ লাইন
93. সম্প্রতি কোন দেশ তাদের সংবিধানে “Climate Goal” যুক্ত করার কথা ঘোষণা করেছে?
– Brazil
– United Kingdom
– Sweden
– France
94. বর্তমানে মানব জীবনে বহুল ব্যাবহৃত জিনিস হল Internet. এই Internet কথার পুরো অর্থ কী?
– None
– Interconnected Network
– International Network
– International Net
95. নিম্নলিখিত কোনটিকে ” প্রভু গ্রন্থির প্রভু ” বলা হয় ?
– ল্যারিংক্স
– থাইরয়েড
– অগ্ন্যাশয়
– হাইপোথ্যালামাস
96. একটি Water Polo দলে কতজন খেলোয়াড় থাকে?
– 11
– 7
– 5
– 10
97. অফিওলাইট সুট কী?
– মহাদেশের উপর প্রতিস্থাপিত মহাদেশীয় ভূত্বকের অংশ
– ক্ষুদ্র মহাদেশ
– মহাসাগরের তলদেশের চৌম্বক তরঙ্গ
– মহাদেশের প্রান্তীয় সীমায় সঞ্চিত পলি বালি
98. ‘ স্বপন বুড়ো ‘ কোন লেখকের ছদ্মনাম?
– অখিল নিয়োগী
– বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র
– পূর্ণেন্দু পত্রী
– সমরেশ বসু
99. একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্রোমােজোম সংযুক্তি হল—
– 44A + XX
– 44A + XY
– 44A + XXY
– 44A + XYY
100. বিখ্যাত ফুটবল প্লেয়ার ডিয়েগো মারাদোনা কোন দেশের খেলোয়াড় ছিলেন?
– ব্রাজিল
– পর্তুগাল
– আর্জেন্টিনা
– ইংল্যান্ড
Nice