১০০ টি General Knowledge in Bengali – প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো ১০০টি জেনারেল নলেজের ( General Knowledge in Bengali ) সেট ।
দেখে নাও : ১০০ টি জেনারেল নলেজ GK প্রশ্ন ও উত্তর
1. এক অণু ATP-তে কতটা শক্তি সঞ্চিত থাকে ?
– 5.4 কিলোক্যালোরি
– 8,9 কিলোক্যালোরি
– 7.6 কিলোক্যালোরি
– 13.2 কিলোক্যালোরি
2. প্রোটিনকে পেপটোনে পরিণত করে :-
– ল্যাকটেজ
– পেপসিন
– ইনসুলিন
– মল্টেজ
3. ক্রেবস চক্রটি কোথায় ঘটে ?
– নিউক্লিয়াসে
– সাইটোপ্লাজমে
– মাইটোকনড্রিয়ায়
– প্লাস্টিডে
4. একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে | বিন্দুটির —
– যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে
– যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে
– স্থিতিশক্তি স্থির থাকছে
– বৃষ্টিবিন্দু ও বায়ুর মোট শক্তির ক্ষয় হচ্ছে
5. দাস বংশের প্রতিষ্ঠাতা:-
– বলবন
– কুতুবউদ্দিন আইবক
– নাসিরুদ্দিন
– ইলতুৎমিশ
6. কাকড়ি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
– ১৯২৪
– ১৯১৯
– ১৯২৫
– ১৯২১
7. সালোকসংশ্লেষের আলোক দশায় হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল মূলকে পরিণত হয়-
– ইলেকট্রন ত্যাগ করে
– হাইড্রোজেন ত্যাগ করে
– ইলেকট্রন গ্রহণ করে
– হাইড্রোজেন গ্রহণ করে
8. “Dynamic Viscosity” – এর SI একক :-
– পয়েজ
– নিউটন মিটার
– প্যাসকাল
– প্যাসকাল সেকেন্ড
9. বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হলো:-
– Equus africanus
– Felis domesticus
– Panthera tigris
– Panthera leo
10. টাইডাল ফরেস্ট (ম্যানগ্রোভ) নীচের কোন্ অঞ্চলে দেখা যায় না ?
– গোদাবরী মোহানায়
– মধ্যপ্রদেশ মালভূমিতে
– মহানদী মোহনায়
– গঙ্গা মোহানায়
11. বামদিকের ফুসফুসের লতির সংখ্যা:-
– 3টি
– 2টি
– 4টি
– 1টি
12. মানুষের কত জোড়া লালাগ্রন্থি থাকে ?
– ৩
– ৪
– ৯
– ৭
13. কোন বছরে পুণা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
– ১৯৩০
– ১৯৩২
– ১৯৪২
– ১৯১২
14. সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত করেছিলেন
– দ্বিতীয় কুমারগুপ্ত
– রুদ্রদমন
– সমুদ্রগুপ্ত
– বুধগুপ্ত
দেখে নাও : ৭৫ টি বাংলা সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর – সেট ১৩
15. কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম
– Li
– K
– Na
– Cs
16. সালোকসংশ্লেষীয় কার্যবর্ণালি হল বর্ণালির:-
– নীল ও লাল অংশ
– কমলা ও সবুজ অংশ
– সবুজ ও হলুদ অংশ
– বেগুনি ও আকাশি অংশ
17. মিথােজীবীয় পুষ্টি লক্ষ করা যায়-
– শ্বেতচন্দন
– ইস্ট
– মিউকর
– লাইকেন
18. আলিপুর বােমা মামলায় শ্রীঅরবিন্দের কৌঁসুলি কে ছিলেন ?
– চিত্তরঞ্জন দাশ
– তেজবাহাদুর সাপ্রু
– বিপিনচন্দ্র পাল
– গোপালকৃষ্ণ গোখলে
19. প্রধান শ্বসনবস্তু হলো
– লিপিড
– শ্বেতসার
– গ্লুকোজ
– সুক্রোজ
20. ভারতে খাল দ্বারা জলসেচ সবচেয়ে বেশি হয়:-
– মধ্য ভারতের
– পূর্ব ভারতে
– দক্ষিণ ভারতে
– উত্তর ভারতে
Comments are closed.