১০০ টি General Knowledge in Bengali – প্রশ্ন ও উত্তর – সেট ১৬

21. অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় না কোন্ মাছে?
– আমেরিকান রুই
– কই
– শিঙি
– মাগুর

22. পিয়েত্রা দুরা কি ?
– গানের ধরণ
– মূল্যবান পাথর ব্যবহার করে মোজাইক কাজ
– এক ধরণের বর্ম
– মধ্যযুগীয় ইতিহাসের একটি গ্রীক মূর্তি

23. অ্যাসিড ____ লিটমাস কে ____ করে ।
– লাল, নীল
– হলুদ, সবুজ
– নীল, লাল
– সবুজ, হলুদ

24. বৃত্ত পথে ভ্রমণরত কোনো বস্তু সর্বদা কোন ধর্ম নিয়ে পরিভ্রমণ করে – 
– অসমদ্রুতি
– সমদ্রুতি
– অসমবেগ
– সমবেগ

25. কোন হরমোনের কম ক্ষরণের ফলে ক্রিটিনিজম রোগ হয় ?
– থাইরক্সিন
– কোনোটিই নয়
– ইন্সুলিন
– এড্রিনালিন

26. রাডার রিসিভার কাজ করে কোন কম্পাঙ্ক ( Frequency )- তে
– VHF ও UHF দুটোতেই
– UHF
– Microwave
– VHF

27. মুগল সম্রাট জহিরুদ্দিন মুহম্মদ কোন নামে বেশি পরিচিত ?
– হুমায়ুন
– জাহাঙ্গীর
– আকবর
– বাবর

28. ফুসফুস যে দ্বি-স্তরীয় পর্দা দ্বারা আবৃত, তাকে বলা হয়—
– পেরিকার্ডিয়াম
– মেসেনট্রি
– ক্যাপসিউল
– প্লুরা

29. কোনো ট্রেন হঠাৎ গতিশীল হলে ট্রেনে বসে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ার কারণ হল – 
– জাড্য ভ্রামক
– ভরের নিত্যতা সূত্র
– স্থিতি জাড্য
– গতি জাড্য

30. কাঁচি কোন শ্রেণীর লিভার ?
– কোনো লিভার নয় ।
– প্রথম
– তৃতীয়
– দ্বিতীয়

দেখে নাও৭৫ টি বাংলা সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর – সেট ১৩

31. ২০১১ সালের সমীক্ষা অনুসারে দীর্ঘতম পৃষ্ঠতলের রাস্তা (surfaced road  ) ভারতের কোন রাজ্যে রয়েছে ?
– অন্ধ্র প্রদেশ
– মহারাষ্ট্র
– উত্তরপ্রদেশ
– তামিলনাড়ু

32. সোনার আপেক্ষিক ঘনত্ব – 
– ৭.৮৯
– ৮.৪০
– ১৯.৩০
– ১০.৫০

33. গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় ঘটে ?
– সাইটোপ্লাজম
– মাইটোকনড্রিয়া
– নিউক্লিয়াস
– কোশপর্দা

34. কপ্রোফ্যাগির উদাহরণ হলো—
– জোঁক
– হাঙর মাছ
– হিপােপটেমাস
– বাদুড়

35. উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়:-
– কানপুর
– এলাহাবাদ
– লখনউ
– সাহারানপুর

36. তামাকে আছে এমন একটি কারসিনোজেনের নাম কী ?
– টারপেন্টাইন
– নিকোটিন
– রেসারপিন
– রেনিন

37. নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?
– পেট্রোল
– প্রাকৃতিক গ্যাস
– পরামাণু শক্তি
– কয়লা

38. অবাত শ্বসন ঘটে এমন একটি প্রাণী:-
– অ্যাসকারিস
– জোঁক
– শামুক
– চিংড়ি

39. রেড ফসফরাস হল –
– P4
– P1
– P5
– P6

দেখে নাও50 – General Awareness MCQ in Bengali – set 12

40. উৎসেচক বেশি কার্যকরী হয় নীচের কোন্ তাপমাত্রায় ?
– 20-25°C
– 10°-20°C
– 30–35°C
– 40°45C

Comments are closed.

Scroll to Top