61. হাত পা ভাঁজ করার জন্য যে পেশি কাজ করে:-
– এক্সটেনশর
– অ্যাডাকটর
– ফ্লেক্সর
– অ্যাবডাকটর
62. কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন ?
– জালালউদ্দিন
– মহম্মদ বিন তুঘলক
– আলাউদ্দিন খিলজি
– বখতিয়ার খিলজি
63. ভারতের দীর্ঘতম নদী হল:-
– গঙ্গা
– ব্রহ্মপুত্র
– গোদাবরী
– সিন্ধু
64. পাকস্থলীতে নীচের কোন্ অ্যাসিড থাকে?
– HCl
– HNO3
– সব কটি
– H2SO4
দেখে নাও : জেনারেল নলেজ – General Knowledge in Bengali – সেট ১০
65. ধূমপান থেকে কোন রােগ হয় ?
– জন্ডিস
– উদরাময়
– ছানি
– লাং ক্যানসার
66. আদা কিসের সাহায্যে জনন করে ?
– রাইজোম
– কন্দ
– টিউবার
– ধাবক
67. মানুষের Incisor দাঁতের সংখ্যা
– 12টি
– 4টি
– ৪টি
– 2টি
68. সংবিধানের ৪২তম সংশোধনীর মাধ্যমে কতগুলি নির্দেশাত্মক নীতি সংবিধানের চতুর্থ অংশে যুক্ত করা হয় ?
– ২টি
– ৩টি
– ৪টি
– ৫টি
69. কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন?
– আলাউদ্দিন খিলজি
– ঔরঙ্গজেব
– আকবর
– শের শাহ
70. ভারতে অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে ?
– অন্ধ্রপ্রদেশ
– সিকিম
– পশ্চিমবঙ্গ
– মহারাষ্ট্র
71. দ্বিনিষেক ঘটে ____ গাছে ।
– মস
– ছত্রাক
– শ্যাওলা
– জাম
72. আলোক দশায় উৎপন্ন হয়—
– O2 এবং গ্লুকোজ
– O2 এবং ATP
– O2 এবং NADPH2
– O2, ATP এবং NADPH2
73. “লাইম ওয়াটার” – এ রয়েছে:-
– সোডিয়াম হাইড্রক্সাইড
– সোডিয়াম কার্বোনেট
– ক্যালসিয়াম কার্বোনেট
– ক্যালসিয়াম হাইড্রক্সাইড
74. শােষণ পদ্ধতি যার মাধ্যমে ঘটে সেটি হলো—
– পাকস্থলী
– যকৃত
– ভিলাই
– বৃহদন্ত্র
75. নিম্নোক্ত কোনটি গ্রীন-হাউস গ্যাস ?
– নাইট্রোজেন
– এসিটিলিন
– মিথেন
– ক্লোরিন
76. এক কিলোগ্রাম ভার কত নিউটনের সমান ?
– ৯.৮
– ৯৮
– ৯৮০
– ০.৯৮
77. দুধ যখন দইয়ে পরিণত হয় তখন টক স্বাদের কারণ হল –
– ল্যাকটিক অ্যাসিড
– সাইট্রিক অ্যাসিড
– টারটারিক অ্যাসিড
– এসিটিক অ্যাসিড
78. হাইড্রোজেন পারঅক্সাইড -এ নিচের কোন যৌগের সমপরিমাণ ইলেক্ট্রন রয়েছে ?
– CH3OH
– CH3CHO
– HCHO
– CH2 = CH2
দেখে নাও : ৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৯
79. মানুষের সবচেয়ে বড়ো পৌষ্টিক গ্রন্থি হলো:-
– বৃহদ্রান্ত্র
– ক্ষুদ্রান্ত্র
– অগ্ন্যাশয়
– যকৃৎ
80. গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (Gross Domestic Product ) হলো:-
– Gross Value Added at basic prices + Product taxes – Product subsidies
– Gross Value Added at basic prices – Product taxes + Product subsidies
– Gross Value Added at Market prices + Product taxes – Product subsidies
– Gross Value Added at Market prices – Product taxes + Product subsidies
Comments are closed.